
ডান্ডিবার্তা রিপোর্ট
নগরীর ফুটপাতে বসানো দোকান গুলোতে অবাধে জ্বলছে শত,শত বাতি। আর এই শত, শত বাতির আলোর যোগান দিতে ব্যবহার করা হয়েছে অবৈধ চোরাই বিদ্যুৎ। এই অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে প্রতিটি দোকান থেকে ২০ থেকে শুরু করে ৫০ টাকা চাঁদা আদায় করা হয়। নগরীর অনেক স্থানে যখন বিদ্যুৎ সংকটে নাকাল নগরবাসী তখন অসাধু এক চক্র ফুটপাতে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে হারিয়ে নিচ্ছে লক্ষ,লক্ষ টাকা। এই চক্রে রয়েছে বিদ্যুৎ বিভাগের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারী। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর চাষাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়,চাষাড়া শহীদ মিনারের পাশ ঘেঁষে ফুটপাতে কয়েক শতাধিক দোকানগুলো বৈদ্যুতিক আলোতে জলমলে হয়ে উঠেছে। এখানকার বেশির ভাগ বিদ্যুৎ সংযোগই অবৈধ। একই দৃশ্য দেখা মেলে শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাতেও। চাষাড়া বালুর মাঠ,কালিরবাজার, ও নবাব সলিমুল্লাহ সড়কে অবৈধ বিদ্যুৎ সংযোগের ঘটনা বেশি। চাষাড়া শহীদ মিনার এলাকায় ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোর মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানাযায়, সোহেল নামের একজন লাইনম্যান দ্বারা প্রতিদিন প্রতিটি দোকান থেকে প্রতি বাতি বাবদ তারা দিয়ে থাকেন ২০ থেকে ৫০ টাকা। আর এই টাকা আলামিন নামের একজন নিয়ে থাকে। তার এই অবৈধ বিদ্যুৎ এর সংযোগ পরিচালনা করে নগরীর মার্ক টাওয়ারের অফিস থেকে। বিগত সময়ে এই আলামিন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের বন্ধু পরিচয়ে দির্ঘদিন যাবৎ প্রভাবের সাথে ব্যবসা করে আসছে এই আলামিন। সুত্রনুসারে, গত ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর থেকেই নারায়ণগঞ্জ শহর ত্যাগ করেছেন ওসমান পরিবারের সকলেই। ওসমানদের সাথে, সাথে আত্বগোপনে চলে যায় তাদের অনুসারীরাও। সেই সূত্র ধরে আলামিনও শহর ত্যাগ করেছেন। তবে, শহর ত্যাগ করলেও রেখে গেছে তার আপন খালাতো ভাই সোহেলকে। যার দ্বারা এখনও পরিচালনা করে যাচ্ছে এই অবৈধ বিদ্যুৎ বাণিজ্য। খোঁজ নিয়ে জানাযায়, বর্তমানে আলামিন শহরের কিছু বিএনপি নেতাদের সাথে আঁতাত করে তার এই অবৈধ বিদ্যুৎ বাণিজ্য চালিয়ে চাচ্ছে। তবে, এই টাকা বিদ্যুৎ বিভাগে জমা হয় না। কিন্তু বিদ্যুৎ বিভাগের কিছু আসাধু কর্মচারি এই অবৈধ বাণিজ্যে পুরোপুরি জড়িত বলে জানাযায়। অনুসন্ধান বলছে, সরাসরি বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করায় সরকার হারাচ্ছে রাজস্ব। ২০২২ সাল থেকেই বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশের ন্যায় সরকারিভাবে নারায়ণগঞ্জে দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখাসহ একাধিক নির্দেশনা জারি করা হয়েছে। সেই অনুযায়ী বড় বড় বিপণিবিতান নির্ধারিত সময় পরে বন্ধ হলেও খুঁটি থেকে অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে অবাধে ব্যবসা চালিয়ে আসছে ফুটপাতের দোকানিরা। ফলে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সব নির্দেশনা পালনে নারায়ণগঞ্জ ডিপিডিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের নাকের ডগায় চলছে অবৈধ বিদ্যুৎ সংযোগের উৎসব। নগরীর সচেতন মহল এই বিষয়ে বলেন, পুরো শহরের এমনিতেই গত কয়েক দিন যাবৎ প্রচুর বিদ্যুতের সংকট চলছে। এ সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত ফুটপাতের দোকানে অবৈধ সংযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অবৈধ সংযোগ দিয়ে একদিকে বিদ্যুৎ চুরি হচ্ছে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। অবৈধ সংযোগের বিষয়ে নারায়ণগঞ্জ ডিপিডিসির ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তত্ত¡াবধায়ক প্রকৌশলী কামাল হোসেন বলেন, আমরা প্রায় সময়ই ফুটপাতে অভিযান চালিয়ে থাকি। বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়া হকারদের জরিমানা করেছি অনেকবার। তাদের মধ্যে অনেকে বৈধভাবে মিটার নিতে চায়, কিন্তু সিটি করপোরেশন থেকে তাদের কোন ব্যাবসায়িক লাইসেন্স নেই। এর ফলে তাদের আমরা বৈদ্যুতিক মিটার দিতে পারি না। তবে শিগগিরই আমরা অভিযান চালিয়ে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯