
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর ও বন্দর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের গ্রেফতারের খবরে ক্ষুব্ধ ও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও বন্দরের আপামর জনসাধারণ। এদিকে ফতুল্লা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টায় বন্দর থানাধীন চাপাতলীর নিজ বাসা থেকে মাকসুদ হোসেনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার এ মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালতে প্রেরণ করলে শুনানির তারিখ আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। তার অনুগামী কর্মী সমর্থকরা জানান, ‘বিগত শেখ হাসিনার সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে গিয়ে তিনি মামলা ও হয়রানীর শিকার হয়েছেন। সাবেক এমপি সেলিম ওসমানের হুমকি ধমকি ও বহু বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে ছিলেন এবং দুই হেভীওয়েট প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের পরেও ষড়যন্ত্র থেমে থাকেনি। জুলাই আন্দোলনে মদনপুরে পুলিশের লেগুনা পোড়ানোর মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার সাথে তাকেও মামলার আসামী করে। সে মামলায় মাকসুদ হোসেনকে হয়রানী করা হয়। ৫ আগস্টের পূর্বে ও পর থেকে অদ্যবধি ছাত্র জনতার সকল কর্মসূচিতে তিনি উপস্থিত হওয়া সহ তাদের সকল কর্মসূচিকে সফল করতে তিনি নানানভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। নিজের যোগ্যতা, দক্ষতা, মেধা, প্রজ্ঞা, সাহস, ধৈর্য্য ও দানশীলতার কারণে বন্দরের গন্ডি পেরিয়ে তার নাম আশেপাশের কয়েকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে। তিনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির নির্মাণ ও মেরামতে সহায়তা করে থাকেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ও খেলাধুলায় সক্রিয় উপস্থিত হন, ব্যক্তিগত অর্থায়ণে ছোটখাটো রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ এবং মেরামতে ভূমিকা রাখায় তিনি গণমানুষের প্রিয়পাত্রতে পরিণত হয়েছেন। তার ফলশ্রæতিতে আপামর জনসাধারণের ইচ্ছেতে ও মতামতের ভিত্তিতে তিনি নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী হবার ঘোষণা দেন। এ ঘোষণাই তার জন্য কাল হয়ে দাড়িয়েছে বলে আমরা সাধারণ জনগণ মনে করি। অহেতুক তাকে হত্যা মামলা সহ নানাবিধ মামলায় আসামী করা হয়েছে। আমরা অন্তর্র্বতীকালীন সরকারের প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, সঠিক তদন্ত সাপেক্ষে নিরাপরাধ মাকসুদ হোসেনকে সকল মামলা থেকে অব্যাহতি দেয়া হউক। এদিকে মাকসুদ হোসেনের গ্রেফতারের খবরে মঙ্গলবার রাতে তার বাড়ির সামনে ও বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ আদালতে ব্যাপক কর্মী সমর্থক ও শুভাকাঙ্খিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, তিনি ১৯৯১ সালে মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯