আজ বৃহস্পতিবার | ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১ | ৫ রমজান ১৪৪৬ | দুপুর ১২:২৬
শিরোনাম:
স্বেচ্ছাসেবক দলে বির্তকিতরা সক্রিয়    ♦     সেই পুরনো চেহায় শহরের যানজট পুলিশ ও স্বেচ্ছাসেবকরা আড্ডায় ব্যস্ত    ♦     আওয়ামী অস্ত্রবাজ সন্ত্রাসী দেলু বিএনপি নেতার আশ্রয় প্রশ্রয়ে    ♦     সি‌দ্ধিরগ‌ঞ্জে কৃষকদ‌ল নেতার ছত্র-ছায়ায় নু‌র হোসেনের ক‌্যাডার‌ ইউসুফ সক্রিয়    ♦     ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক    ♦     সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলায় পিতা-ছেলে পলাতক    ♦     সাবেক মন্ত্রী দস্তগীর গাজী ও তার স্ত্রীর নামে দুদকের ২ মামলা    ♦     যানজট নিরসনে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান    ♦     সিদ্ধিরগঞ্জে চুরি ছিনতাই প্রতিরোধের দাবিতে মানববন্ধন    ♦     ফতুল্লায় চাদাঁর দাবীতে মসজিদের নির্মান কাজে বাধা    ♦    

আওয়ামী অস্ত্রবাজ সন্ত্রাসী দেলু বিএনপি নেতার আশ্রয় প্রশ্রয়ে

ডান্ডিবার্তা | ০৬ মার্চ, ২০২৫ | ১২:২০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের অস্ত্রধারী সন্ত্রাসী ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন দেলু প্রকাশ্যেই রামরাজত্ব চালাচ্ছে। পুলিশের সাথে সখ্যতা তৈরি করে আর্থিক আতাতের মাধ্যমে চুরি, ছিনতাই ও রাহাজানি শুরু করে দিয়েছে বলে এলাকাবাসী জানায়। কেউ প্রতিবাদ করলে উল্টো তাকে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকী সহ নানা ভাবে হয়রানী করছে। এছাড়াও দেলুর মাদক ও অস্ত্র ব্যবসার কেউ ব্যাঘাত সৃষ্টি করলে উল্টো তাকেই মারধর করে অস্ত্র দিয়ে ধরিয়ে দিচ্ছে। গডফাদার আজমিরি ওসমানের অন্যতম গুন্ডাবাহিনীর সহযোগী দেলু এখন ঋতু পরিবর্তন করে জেলা বিএনপি নেতা রাজিবের রয়েছে বলে একাধিক সূত্র জানায়। যার ফলে রাজনৈতিক ক্যাডার হিসেবে ইতিমধ্যেই দেলু পরিচিতি লাভ করেছে। কিন্তু পুলিশের নিরবতায় জনসাধারণের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। জানা যায়, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজিব যেখানেই যায় সেখানেই অস্ত্রবাজ ও মাদক মামলার আসামী দেলুকে দেখা যায়। যার দরুন অনেকেই মনে করে রাজিবের বডিগার্ড হিসেবে এই হত্যাকারী দেলুকে ব্যবহার করছে। কখনো দেলুকে খাবার খাইয়ে দিচ্ছে রাজিব এই ধরনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে দেলুর উপস্থিতির কারণে অনেকেই বিব্রতবোধ করলেও দেলুর বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। তবে বিএনপির দুজন নেতা বলেন রাজিব ক্লিন ইমেজের মানুষ হলেও তার জনপ্রিয়তা থাকায় এগিয়ে যাচ্ছে রাজনৈতিক মাঠে। কিন্তু এই অস্ত্রবাজ দেলু চুরি, ছিনতাই, ডাকাত, মাদক ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী কিভাবে তার পাশে থাকে এটা অনেককে ভাবিয়ে তুলেছে। রাজিব ও দেলুর বাসস্থান পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় হওয়ায় তাদের পরিচিতি দীর্ঘদিনের। এলাকাবাসী জানায় স্থানীয় বিএনপি নেতা ডিএইচ বাবুল বিভিন্ন সভা সমাবেশে সন্ত্রাসী দেলুকে মর্যাদার সহিত ডেকে আসনে বসায় এবং এই বাবুলের সাথেও রয়েছে দীর্ঘদিনের অবৈধ ব্যবসায়ীক সম্পর্ক। আওয়ামী লীগের পা চাটা ডিএইচ বাবুল তার নিজেকে রক্ষার্থে দেলুর মতো সন্ত্রাসীকে লালন পালন করছে আর বিএনপি নেতা রাজিবের সাথে লেগে থাকতে বলছে বলে এলাকাবাসী জানায়। রাজিবের মানসম্মান ক্ষুন্ন করার জন্যই ডিএইচ বাবুলের দেলুকে নিয়ে এই ধরনের ফাঁদ পেতেছে এবং রাজিবও সেই পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে বলে অনেকে জানান। বাবুল একজন গেমবাজ ও বিশৃঙ্খল মানুষ হিসেবে এলাকায় মুরব্বিদের হুমকী ধমকীর মধ্যে রেখেছে। স্থানীয় মসজিদে নামাজের সময় ভিতরের মাইক ব্যবহার করেও দেলুর পক্ষে সাফাই গাইছে বাবুল। ডিএইচ বাবুলের স্বার্থ হাসিলের জন্য রাজিবকে বিতর্কিত করছে বলে এলাকাবাসী জানান। একজন চিহ্নিত সন্ত্রাসী দেলু ফেসবুক আইডিতে বিগত সময়ে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রচার প্রচারনা চালাতো। কিন্তু বর্তমানে বিএনপির প্রচার প্রচারনায় ব্যস্ত থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করে চাঁদাবাজি, ছিনতাই ও লটতরাজ চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কয়েকজন দারোগার সাথে দেলুর আর্থিক লেনদেনের সখ্যতার বিষয়টিও এলাকায় চাউর হচ্ছে। পুলিশের অভিযান চললে এবং কোন পুলিশ বাহিনীর সদস্য আইলপাড়া পাঠানটুলী এলাকায় প্রবেশ করলেই দেলুকে সাথেই দেখা যায়। অথচ পুলিশের খাতায় দেলু পলাতক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দেলুরও রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। নতুন আইলপাড়ার পাশাপাশি এনায়েত নগরে শক্ত ভাবে পোক্ত হয়ে একটি নির্দিষ্ট স্থানে বসে পুরো বাহিনী ষড়যন্ত্র করে বিভিন্ন পরিকল্পনায় অবৈধ ব্যবসা পরিচালনা সহ মানুষকে ক্ষয় ক্ষতি করে যাচ্ছে এই দেলু বাহিনী। রাজনৈতিক ভাবে দেলুকে ব্যবহার করছে লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে। মিশনপাড়ার একজন বিএনপি নেতা বলেন রাজিব যদি এখনই দেলুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই দেলুর কারণেই রাজিবের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। রাজিবের উচিৎ এখই দেলুকে আইনের হাতে সোপর্দ করে নিজেকে পরিস্কার করা। এদিকে দেলুর বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে। র‌্যাব দ্রæতই অস্ত্রবাজ দেলুকে গ্রেফতার করবে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা