আজ বৃহস্পতিবার | ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১ | ৫ রমজান ১৪৪৬ | দুপুর ১২:২৬
শিরোনাম:
স্বেচ্ছাসেবক দলে বির্তকিতরা সক্রিয়    ♦     সেই পুরনো চেহায় শহরের যানজট পুলিশ ও স্বেচ্ছাসেবকরা আড্ডায় ব্যস্ত    ♦     আওয়ামী অস্ত্রবাজ সন্ত্রাসী দেলু বিএনপি নেতার আশ্রয় প্রশ্রয়ে    ♦     সি‌দ্ধিরগ‌ঞ্জে কৃষকদ‌ল নেতার ছত্র-ছায়ায় নু‌র হোসেনের ক‌্যাডার‌ ইউসুফ সক্রিয়    ♦     ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক    ♦     সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলায় পিতা-ছেলে পলাতক    ♦     সাবেক মন্ত্রী দস্তগীর গাজী ও তার স্ত্রীর নামে দুদকের ২ মামলা    ♦     যানজট নিরসনে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান    ♦     সিদ্ধিরগঞ্জে চুরি ছিনতাই প্রতিরোধের দাবিতে মানববন্ধন    ♦     ফতুল্লায় চাদাঁর দাবীতে মসজিদের নির্মান কাজে বাধা    ♦    

সেই পুরনো চেহায় শহরের যানজট পুলিশ ও স্বেচ্ছাসেবকরা আড্ডায় ব্যস্ত

ডান্ডিবার্তা | ০৬ মার্চ, ২০২৫ | ১২:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফের অস্তিতে রূপ নিচ্ছে নারায়ণগঞ্জ শহরের যানজট। প্রথম রমজান থেকে ৪ রমজান পর্যন্ত সড়কে স্বস্তি থাকলেও গতকাল বুধবার সেই পুরনো চেহারায় ফিরে এসেছে নারায়ণগঞ্জের যাজট। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল ট্রাফিক বিভাগ ও কমিউনিটি পুলিশের সদস্যরা যানজট নিরসনের পরিবর্তে তাদের সড়কের পাসে বসে আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখার ঘোষণা দিলেও তা ২ দিনের বেশী স্থায়ী হয়নি। নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের লোকবল সংকটের কথা মাথায় রেখে রমজান মাসকে ঘিরে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিউনিটি পুলিশের পাশাপাশি ১৮০ জন সদস্যকে নিযুক্ত করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স।
কিন্তু তাকেও কাজ হয়নি। ২দিন ভালভাবে কাটলেও আবারো সেই পুরনো চেহারায় ফিরে এসেছে শহরের যানজট। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ ছাড়াও অতিরিক্ত কমিউনিটি পুলিশ রয়েছে। চাঁদমারি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল কমিউনিটি পুলিশের অবস্থান। কিন্তু তাদের যানজট নিরসনের পরির্বতে দেখা যায় আড্ডায় ব্যস্ত থাকতে। এছাড়া সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ি ও সড়ক দখল করে থাকা হকারদের সরিয়ে দিলেও এখন আর তা করছেন না। তবে এক পথচারী গুলজার বলেন, কিছু কিছু রাজনৈতিক নেতার দাম্বিকতার কারণে আইনের সঠিক প্রয়েগ হচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা রেজা রিপনকে বহনকারী প্রইভেটকারটি উর্টোপথে আসলে স্বেচ্ছাসেবকরা তার গাড়ি আটকে দিয়েও বিড়ম্ভনায় পড়েন। রাজনৈতিক নেতাদের এহন স্বেচ্ছাচারিতা নগরবাসীর মধ্যে যানজট নিরসন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত ২৬ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে দিপু ভূঁইয়া বলেন, যানজট নিরসনে চেম্বার কমিউনিটি পুলিশের মাধ্যমে অতীতে চেষ্টা করেছে। এ বছর আমরা এই কার্যক্রম আরও ব্যাপকভাবে হাতে নেব। আপনারাও আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সাহায্য করবেন। যেন নারায়ণগঞ্জ শহরটা যানজটমুক্ত থাকে। তিনি আরও বলেন, যানজটের কারণে পরিবহন খরচ বেড়ে যায়। এটা কমানো গেলে দ্রব্যমূল্যের দাম কিছুটা হলেও কমবে। নবাব সিরাজুদ্দৌলা রাস্তা কাটা থাকায় ট্রাক যেতে পারছে না। এ সমস্যাটা অতি শিগগিরই যেন সমাধান করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো। কিন্তু তা সম্ভব হয়নি। সেই আগের মত ভোগান্তি পোহাতে দেখা গেছে নগরবাসীকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা