আজ শনিবার | ৮ মার্চ ২০২৫ | ২৩ ফাল্গুন ১৪৩১ | ৭ রমজান ১৪৪৬ | দুপুর ২:১৩

আনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবী!

ডান্ডিবার্তা | ০৮ মার্চ, ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের আলোচিত বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও পিতা হত্যার দায় হতে মুক্তি দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত আনোয়ার হোসেন আনুর কন্যা জান্নাত আরা জাহান প্রেরনা এবং পুত্র সারিদ হোসেন। গতকাল শুক্রবার সকাল ১১ টায় শাসনগাও আনোয়ার হোসেন আনুর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জান্নাত আরা জাহান প্রেরণা। তিনি বলেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের বাবা আনোয়ার হোসেন আনুকে আমরা হত্যা করেছি বলে আমার চাচা-ফুফুরা অপপ্রচার চালাচ্ছে। আমরা নাকি সম্পত্তির লোভে বাবাকে হত্যা করেছি। বাবা বেঁচে থাকার চেয়ে সম্পদ কখনো বড় হতে পারে না। তাই আমরা ব্যথিত মন নিয়ে বলতে চাই, আমাদের বাবাকে হারিয়ে কতটা অসহায় ও ক্ষতিগ্রস্ত হয়েছি শুধু মহান আল্লাহ তা’আলা বলতে পারবেন। পথে-ঘাটে যেখানে যাই, বাবা হত্যার আসামী বলে কটু কথা শুনতে শুনতে আমরা ভাই-বোন আজ শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। লিখিত বক্তব্যে প্রেরনা আরো বলেন, আমার চাচা ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসিকের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, তার বড় ভাই আবুল কাশেম বাদশা ও নুরু মিয়া আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করার হীন মানসিকতা নিয়ে নানান ভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়ে বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আপনারা জানেন আমার বাবা বিএনপি করতো। চাচারা আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাবার সম্পত্তি আত্মসাৎ করার অপচেষ্টা করেছে। দুঃখজনক ঘটনা আমাদের বাবার শেষ মুখটিও দেখতে দেয়নি পাষন্ডরা। লাশ দাফন না হতে আমাদের মামা, খালা, দুই মামী ছোট মামীর ছয় মাসের বাচ্চাকেও মারধর করে পুলিশে দেয়। হায়নারা শুধু নির্যাতন করে ক্ষান্ত হয়নি আমাদের বাসায় আলমারিতে রক্ষিত জমি বিক্রির ২৫ লক্ষ টাকা ও আমার বিয়ের জন্য রক্ষিত ৯০ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ বিষয়ে আমার ছোট মামা বাদি হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা নম্বর ৪৩২ /২৪ দায়ের করেছে যা বর্তমানে শুনানি অপেক্ষায় রয়েছে। আমার দাদা ২০০৬ সালে অছিয়ত নামা রেজিস্ট্রেশন দলিল করে সবাইকে তার সম্পত্তি বন্টন করে দেয়। আমার বাবার প্রাপ্য জমিটি দখল করার জন্য বাবার মৃত্যুর পর ২০২৪ সালে দলিল বাতিল মামলা করে চাচারা। এতে প্রমাণ হয় এ জমি দখলের জন্য আমার বাবাকে পূর্ব থেকে মানসিক নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেয় চাচা- ফুফুরা। তাদের গভীর ষড়যন্ত্রের কারণে অকালে আমার বাবাকে হারাতে হয়েছে। বাবা হত্যার যে অপবাদ আমাদের ভাই-বোনদের উপর দেওয়া হয়েছে এ অপবাদ থেকে রক্ষা পেতে আমরা আপনাদের দারস্থ হয়েছি। আমরা চাই প্রকৃত রহস্য উদঘাটন হোক। প্রকৃত খুনিরা ধরা পড়ুক। পোষ্ট মর্টেম রির্পোটে রক্তক্ষরণের কথা বলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেরণা ও তার স্বজনরা বলেন, আনোয়ারের বন্ধু অহিদুল এর সাথে মোবাইলের শেষ কথা হয় আনুর। অহিদুলের ফোন পেয়ে বাসা থেকে বের হয় আনু। অহিদুলকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আনু হত্যার রহস্য বেরিয়ে আসবে। তারা আমার বাবার মৃত্যু কোথায় হয়েছে ভালোভাবে খোঁজ না করে যেখানে আনুর লাশ পড়েছিল সেখানে সরাসরি গিয়ে মনিরুজ্জামান মনির, আবুল কাশেম বাদশা, নুরা মিয়া, অহিদুল ও ফুফুরা তার লাশ সনাক্ত করে। আমাদের সন্দেহ হয় আমার পিতার মৃত্যুতে চাচা মনিরুজ্জামান মনির, তার বড় ভাই আবুল কাশেম বাদশা, নুরা মিয়া, ফুফুরা ও অহিদুল জড়িত। আমার বাবার মৃত্যুর পর গত চার মাসে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা বাসা ভাড়া বাবদ তুলে নিয়ে যায় গ্যাস বিদ্যুতের বিল ও পরিশোধ করেনি। এমনকি আমরা কবর জিয়ারত করতে যাব তাও লুকিয়ে লুকিয়ে যেতে হয়। আমি বের হতে পারলেও আমার ভাই কোথাও যেতে পারছে না তাদের হুমকির ভয়ে। হেলেনা এপার্টমেন্টে আমাদের ফ্লাট রয়েছে তাদের ষড়যন্ত্রে ও ভয়ে যেতে পারছিনা। মনিরুজ্জামান মনির ফ্লাটটি দখল করে নিছে। আবুল কাশেম বাদশা বেশী হুমকি- ধামকি দিচ্ছে। থানায় আমাদের মামলা না নেওয়ায় কোর্টে মামলা করি। ওরা হুমকি দিচ্ছে প্রশাসন তাদের ব্যাপারে কি কাজ করছে। পিবিআই তদন্ত করছে সেই কর্মকর্তাকে চাপ দিচ্ছে আমাদের বিরুদ্ধে যেন রির্পোট দেয়। আবারো বলতে চাই, আমার পিতার হত্যার পেছনে আমার চাচা-ফুফুরা ও অহিদুল জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন উল্লেখিতদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আমার পিতার হত্যাকারীরা চিহ্নিত হবে।সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেরনার মামা নুরে আলম ও মো.কাজল, প্রয়াত আনোয়ার হোসেন আনুর ছেলে সারিদ হোসেন, রাসেল মাহমুদ, প্রেরনার মা পান্না এবং প্রেরনার খালা পুতুল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা