আজ বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১ | ১১ রমজান ১৪৪৬ | রাত ৩:৩৫
শিরোনাম:
ছুরিকাঘাতে নিহত ছাত্রদলকর্মী অপূর্ব’র হত্যা পরিকল্পিত বলে দাবি বিএনপির    ♦     প্লট দুর্নীতিতে হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট    ♦     বস্তনিষ্ঠ সংবাদের প্রতি মালিকরা নজর দিবেন    ♦     প্রশাসনকে গণমাধ্যমকর্মীরা সর্বাত্মক সহযোগীতা করবে    ♦     নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ভালো থাকে সেই প্রচেষ্টা করবো    ♦     সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর একটা নারায়ণগঞ্জ গড়তে চাই    ♦     রূপগঞ্জে ১৭ লাখ টাকার গার্মেন্টস পণ্য ছিনতাই    ♦     মামুন হত্যার প্রতিবাদে ডিসি এসপিকে স্বারকলিপি    ♦     বন্দরে ওয়ারেন্টে ৩জন গ্রেপ্তার    ♦     না’গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত    ♦    

লাশের বোঝায় ভারি না’গঞ্জ

ডান্ডিবার্তা | ১০ মার্চ, ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে হত্যা, দুঘর্টনা ও আত্মহত্যার মত ঘটনায় লাশের সংখ্যা বেড়ইে চলেছে। বিভিন্ন জনের অভিমত আর কত লাশের বোঝা বইবে নারায়ণগঞ্জের মাটি। অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয়। সড়কে বেপরোয়া যান চলাচল, সামান্য কথায় জেদের জেরে আত্মহত্যা ও খুনের মত ঘটনা অহরহ বেড়েই চলছে। সবচেয়ে বেশী দুঘর্টনা ঘটছে অসাবধানতার কারণে। তাই দিন দিনি লাশের বোঝায় ভারি হয়ে উঠছে নারায়ণগঞ্জ। সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু সুমাইয়ার পর তার মা রূপালী (২০)’র মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোর পৌনে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। যার ফলে আহত আটজনের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ৩৪ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় জীবন-মরণের লড়াই করছিলেন রূপালী। এরআগে, গত শনিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোহাম্মদ হান্নান (৪০) এবং রূপালীর দেড় বছর বয়সী শিশু কন্যা সুমাইয়া মারা যান। হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে এবং সুমাইয়ার ৪৪ শতাংশ পুড়েছিলো। টিনশেডের একটি বাড়িতে গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে সৃষ্ট আগুনে দুটি পরিবারের চার শিশুসহ আটজন গুরুতর দগ্ধ হয়েছিলো। আহতদের মধ্যে রয়েছেন, রূপালীর স্বামী সোহাগ (২৩), হান্নানের স্ত্রী নূরজাহান আক্তার লাকী (৩০), তাদের মেয়ে জান্নাত (৩), সামিয়া (৯) এবং ছেলে সাব্বির (১৬)। তারা সকলেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। গত ৫ ফেব্রæয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর নৌ থানাধীন হাজিগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে সুতি শার্ট এবং সুতি প্যান্ট ছিল। নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ মোস্তাকিম (৬) নামে এক মাদরাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাকিমের মা সোনিয়া আক্তার বলেন, সকালে মাদরাসায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের ডিগ্রির চর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রæতগামী একটি ইজিবাইক আমার সন্তানকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। দুপুরে স্থানীয়রা মরদেহ দেখে পরিবারকে জানালে তারা পুলিশে খবর দেয়। নিহত শিপন মিয়া বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বিজিবি ক্যাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসান মাসুদ জাকারিয়া (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ট্রাক চালক মো. পিরু মোল্লা, হেলপার মো. হুমায়ুন। গত ৭ মার্চ সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হাসান মাসুদ জাকারিয়া রূপগঞ্জের বরপা এলাকার ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত ছিল। পাবনা জেলার ভেড়া উপজেলার ছোট ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। ফতুল্লায় অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে মো. বাইজিদ আকন নামের ৯ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। অপহরণের একদিন পর ইটভাটার ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়াস্থ সাহাবুদ্দিন হাজীর ইট ভাটার ঝোপের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. বাইজিদ আকন ফতুল্লা থানার ফতুল্লা রেলস্টেশন এলাকার শাহানাজের বাড়ির ভাড়াটিয়া সাইফুল আকনের ছেলে। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাÐের সাথে জড়িত ফেরদৌস আলীকে (২৯) করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিমতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ফেরদৌস আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খাকশ্রী থানার মো. মানিক মিয়ার ছেলে। দ্ধরগঞ্জে নিখোঁজের দুই দিন পর মো. নয়ন (২০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৭ মার্চ সকালে সিদ্ধিরগঞ্জের ভান্ডারিপুল এলাকায় ডিএনডি লেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনা এসে পরিচয় শনাক্ত করেন। নিহত নয়ন জামালপুর সদর উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বন্দরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আকাশ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত আকাশ সুদূর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাবুপুর বাংলা বাজারস্থ জিরতলী এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। গত ৪ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আনোয়ার মুন্সী ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দুপুরে দ্রæত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনায় জিহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৪ ফেব্রæয়ারি বিকেলে উপজেলার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে। রূপগঞ্জে ইয়াকুব (৩২) নামে এক ইলেকট্রিক মিস্তিরির বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ৫ ফেব্রæয়ারি গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আলতাব হোসেন জানান, খাদুন এলাকার জালাল উদ্দীনের ছেলে ইয়াকুব (৩২) বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে শর্টসার্কিট মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ৫ ফেব্রæয়ারি ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, গত ৪ ফেব্রæয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা। নিহত রাশেদুল ইসলাম তারাব দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় একই এলাকার রাজু মিয়ার ছেলে। আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিহাব (২৩) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। ১৬ ফেব্রæয়ারি বিকেল ৩টার দিকে উপজেলার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিহাব উপজেলার শিবপুরে একটি মাদরাসায় পড়াশোনা করতেন। এর আগে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় ঢাকাগামী লেন থেকে অজ্ঞাত এক নারীর খÐবিখÐ মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আড়াইহাজার থানার ওসি জানান, দুপুরে রূপগঞ্জের ভুলতা এলাকায় পরীক্ষা শেষে ফেরার পথে তার মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেটি দুমড়েমুচড়ে যায় এবং শিহাব ছিটকে পড়ে তার মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাদরাসায় পড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। অন্যদিকে কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, রাতের কোনো এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি লাশটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে মরদেহটি পিষে গেছে। আড়াইহাজারে মেঘনা নদী থেকে হোসেন মিয়া (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কালা পাহাড়িয়ার খালিয়ার চর পশ্চিমপাড়া কামাল মিয়ার সেচ পাম্প থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হোসেন মিয়া খালিয়ার চর এলাকার রাজা মিয়ার ছেলে। আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মিলন মিয়া (৫০) নামে ট্রলালের মালিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ১৮ জানুয়ারী দুপুর ২টার দিকে উপজেলার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহত মিলনের পিতার নাম মৃত নোয়াব আলী। সে আড়াইহাজার-সোনারগাঁও এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ, সাজোয়ারসহ আরো বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ তথ্য নিশ্চিৎ করেছেন নিহত মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন। আড়াইহাজারে পাওণা টাকা ফেরত চাওয়ার জের ধরে মারধরে নাজিমুদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। জানা গেছে, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের নিকট থেকে নাজিমুদ্দিন ১৫শ’ টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিমুদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে নাজিমুদ্দিন বলে এখন তার কাছে টাকা নেই। টাকা আমি ধীরে ধীরে পরিশোধ করে দিব। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে নাজিমকে মারধর করে। এরপর নাজিমুদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত ১১ টার দিকে নাজিমুউদ্দিন মারা যায়। সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী ফুটওভার ব্রীজের সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গত ৫ মার্চ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুট ওভার ব্রিজে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদরাসাছাত্র ইব্রাহিম মিয়াকে (৯) হত্যার ঘটনার রহস্য উৎঘাটন করেছে সোনারগাঁ থানা পুলিশ। ইব্রাহিম মিয়াকে তারই আপন বড় ভাই দশম শ্রেণি ছাত্র সাব্বির হোসেন (১৫) খুন করেছে। মূলত সাব্বির হোসেন মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস আসক্ত ছিল। ছোট ভাই ইব্রাহিম ফোন নিয়ে খেলা করায় ক্ষিপ্ত হয়ে সাব্বির হোসেন তাকে বাড়ির পাশের লিচু বাগানে নিয়ে নিহতের পায়জামা গলায় পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। সোনারগাঁয়ে বাসের ধাক্কায় মোট রসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঢাকার নন্দীপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কামরুজ্জামান টুটুল (৪১) ও একই এলাকার ফিনল্যান্ড প্রবাসী মো. হাবিব (৩৯)। গত ২৭ জানুয়ারি সকালে কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন। এরআগে ২৬ ফেব্রæয়ারি রাতে উপজেলার টিপুরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ ফেব্রæয়ারি রাতে ঘটে বলে জানান। নিহতদের পরিবারের সদস্যদের বরাতে ওসি ওয়াহিদ বলেন, টুটুল ও হাবিব দুই বন্ধু। তারা মোটরসাইকেলে করে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) ও পানাম নগরে যান। ঘুরাফেরা শেষে রাতে বাড়ি ফেরার পথে টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।” টানবাজারে একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ১১ ফেব্রæয়ারি রাতে টানবাজার সাহাপাড়া এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৃদ্ধের নাম উৎপল রায় (৬৫)। সে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের একটি প্রকল্পের পরিচালক। তিনি চিকিৎসক ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাটর ভাড়া থাকতেন। তার বড় ছেলে প্রবাসী প্রকৌশলী। ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে নিচে পড়ে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। এক আগে ২৩ ফেব্রæয়ারি দুপুর ১২টায় ফতুল্লা আদর্শনগর এলাকার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিস্ত্রির নাম আক্তার মোল্লা (৩০)। সে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ এলাকার বাসিন্দা ও ফতুল্লার আদর্শনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের ভাই জামাল মোল্লা বলেন, আমার ভাই স্যানিটারি মিস্ত্রির কাজ করতো। আজ দুপুরে ফতুল্লার আদর্শনগর এলাকার একটি নির্মাণাধীন আটতলা ভবনে পানির পাইপের কাজ করার সময় নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রæত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লায় একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হওয়া সেই অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। লাশটি ভ্যানচালক হাবিবুর রহমানের (২১)। ২৯ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। নিহত হাবিবুর রহমান হলেন কুড়িগ্রাম জেলার দিঘল হাইল্লা গ্রামের আজিজুল হকের ছেলে। তারা ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাক্কু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পুলিশ জানায়, গতকাল নিহতের বাবা লাশের পরনের জামা-কাপড় ও পায়ের আঙুল দেখে মরদেহ শনাক্ত করেন। আমরা জানতে পেরেছি হাবিবুর ৫ দিন ধরে নিখোঁজ ছিলো। এ বিষয়ে হাবিবুরের বাবা ২৫ জানুয়ারি অপহরণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। নিহত হাবিবুর এক মাস আগে গ্রাম থেকে বাবার কাছে আসেন এবং ভ্যান চালানো শুরু করেন। গত ২৪ জানুয়ারি একটি চক্র হাবিবুর রহমানকে অপহরন করে তার মোবাইল থেকে আজিজুল হককে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে মুক্তিপন না পেলে অপহরণকারীরা হাবিবুরের মোবাইল বন্ধ করে দেয়। প্রযুক্তির মাধ্যমে হাবিবুরের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়েছিল। তবে মোবাইল বন্ধ থাকায় সময় লেগেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা