
ডান্ডিবার্তা রিপোর্ট
সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে শহরের মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী পুরুষ। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় ‘ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ’ ব্যানারে এ মিছিল বের হয়। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সভাপ্রধান দিনা তাজরিন, নভেরার সংগঠক ডা. ফারজানা মৌসুমী, দলিত স¤প্রদায়ের নারী প্রতিনিধি সনু রানী দাস, নারী সংহতি জেলার সদস্য সচিব পপি রানী সরকার, শিল্পী সুমনা আক্তারসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙ্গা রথে এগিয়ে চলার দায়’- কবিতার এ লাইন উচ্চারণ করে সমাবেশে বক্তারা বলেন, “নারী আগে মানুষ। কেন নারীকে ধর্ষণের শিকার হতে হবে। কেন ওয়াজ মাহফিলের নামে নারী বিদ্বেষী কথা সামাজিকভাবে প্রচলিত থাকবে। কেন নারীকে ধর্ষিতা গালি শুনতে হবে। ধর্ষণের ঘটনার নারীর কোনো অপরাধ নেই। ওই শিশুর তো কোনো অপরাধ নেই। ধর্ষিতা শব্দটি তুলে দেয়া হোক। যেকোনো স্থানে নারী বিদ্বেষী বক্তব্য ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হোক।” তারা আরও বলেন, “দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ভেঙ্গে ফেলতে হবে। নতুন বিচারিক কাঠামো গড়ে তুলতে হবে। যারা এখনো বিচার পায়নি, সে সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। গ্রেপ্তার-গ্রেপ্তার খেলা আর মানতে রাজি নই আমরা। ধর্ষণের স্থায়ী সমাধান করা দরকার। রাষ্ট্রের বিচারিক ব্যবস্থাকে গড়ে তুলে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশকে নিরাপদ দেশে পরিণত করতে পারি।”
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯