আজ বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১ | ১১ রমজান ১৪৪৬ | রাত ৮:৪৫
শিরোনাম:
শহরে প্রকাশ্যে চলছে পরিবহনে চাঁদাবাজি    ♦     শামীম ওসমান ও দস্তগীর গাজীকে আসামি করে হত্যাচেষ্টায় নয়া মামলা    ♦     সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান এখন কোটিপতি!    ♦     বিগত ৫৪ বছর আমরা স্বাধীনতার স্বাধ পাইনি    ♦     ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশে মাদকের ঘাটি    ♦     ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন    ♦     নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের    ♦     মাত্র ২ মাসেরই রাসেলের স্বপ্ল ভঙ্গ    ♦     স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে না’গঞ্জে কুশপুত্তলিক দাহ    ♦     তোলারাম কলেজে যৌন হয়রানি বন্ধে সেল গঠনের আহŸান    ♦    

বিএনপি নামধারীরা জড়াচ্ছেন সংঘর্ষে

ডান্ডিবার্তা | ১০ মার্চ, ২০২৫ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কতিপয় নেতাকর্মীর জন্য নারায়ণগঞ্জের রাজনীতিতে অস্থিরতা বাড়তে শুরু করেছে। তাদের কেহ কেহ দিনে দুপুরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, দফায় দফায় সংঘর্ষ আর দেশি অস্ত্র নিয়ে মহড়ায় দিনে দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা লিপ্ত হয়ে পড়েছেন এমন অভিযোগ স্থানীয়দের। পদধারী নেতা হলেও জেলা মহানগরের নেতাদের ব্যবস্থা না নেয়ায় জনগণের ক্ষোভে আটকে যাচ্ছে বিএনপি ভবিষ্যৎ। নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের মুখে বড় বড় বক্তব্যে শোনা গেলেও বাস্তবে কোন মিল নেই বলে মন্তব্যে উঠেছে। বিএনপি নামে কোন অপরাধী ছাড় দেয়া হবে না এমন বক্তব্যে শোনা গেছে জেলা মহানগর দায়িত্বশীল নেতাদের কাছে। কিন্তু ৫ আগস্টে পর থেকে কয়েকটি বড় ঘটনায় জেলা মহানগর বিএনপি কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরিবহন দখল ও ঝুট নিয়ে আধিপত্য বিস্তারে বিএনপি এসব নেতাদের বিরুদ্ধে এখনো কোন জবাবদিহিতা নিতে পারেনি পদধারী নেতারা। তাদের মুখে এক কথা বাস্তবে আরেক রূপ হওয়ায় তৃনমূলে ক্ষোভ বেড়েছে। অন্যদিকে আওয়ামীলীগ বিহীন অবস্থায় বিএনপি আগামী দিনে ভবিষ্যত নিয়ে সংহত প্রকাশ করেছে সাধারন জনগণ। আওয়ামীলীগ সরকার পতনের তিন সপ্তাহে ব্যবধানে গত বছর ২৯ আগষ্ট ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল এলাকার পোশাক কারখানার ঝুট দখলে নিতে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুইজন। স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ ও জাহাঙ্গীর গ্রæপের মধ্যে এ ঘটনা ঘটে। এর দুই সপ্তাহ পর ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই গ্রæপের মিছিল বের করা নিয়ে সংঘর্ষ হয়েছে। ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। দুই গ্রæপের লোকজনদের হাতে রাম দা, ধারালো অস্ত্র, রড ও লাঠিসোটা দেখা গেছে। সংঘর্ষ নিয়ে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া একে অন্যদের দোষারোপ করেছেন। সংঘর্ষে লিপ্তরা এই দুই নেতার অনুসারী। ২২ সেপ্টেম্বর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধন পরিবহনের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করে যৌথবাহিনী। দিনব্যাপী শহরের ১ নম্বর রেলগেট ও লঞ্চ টার্মিনাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এক ব্যক্তিকে অস্ত্র হাতে নিয়ে দুটি গুলি করতে দেখা গেছে। আহতরা হলেন- সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, সিরাজুল ইসলামসহ ১০ জন। গত ৬ মার্চ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতার অনুসারীদের মধ্যে ঘটা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন অস্ত্রের মহড়া দেখায়। দফায় দফায় সিদ্ধিরগঞ্জের আদমজী মুনলাইট এলাকায় এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। সংঘর্ষ চলাকালে একজন গণমাধ্যমকর্মী সহ অন্তত ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও আশেপাশের কয়েকটি দোকানে হামলা চালানো হয়। টানা দুই ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময় সিদ্ধিরগঞ্জবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি আদমজী-চাষাঢ়া সড়কের দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে চরম দুর্ভোগে পড়েন আশেপাশের গার্মেন্টের হাজার হাজার পোশাক শ্রমিক ও পথচারীরা। পরে সন্ধ্যার নাগাদ ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল গামের্ন্টের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও বিএনপি নামধারী রুহুল আমিন সহ অনুসারীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ ছিল। রুহুল আমিন হলেন সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের ভাগ্নে। উভয় পক্ষ আদমজী ইপিজেডে অবস্থান নেওয়া উত্তেজনা ছিল দুপুর থেকেই। বিকেল সাড়ে ৪টায় উভয় পক্ষের লোকজন একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে অস্ত্রের মহড়া। সংঘর্ষে সাংবাদিক তোফাজ্জল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফ হোসেন, সাংগঠনিক সহ-সম্পাদক মোহন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মানিক, মাহবুব, সবুজ, শহীদসহ ১০ জন আহত হোন। আহত গণমাধ্যমকর্মী তোফাজ্জল হোসেনের স্বজনরা জানান, তোফাজ্জলের অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে নড়াচড়া করতে পারছেন না। পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত বলা সম্ভব হবে। মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর জানান, বিকেলে হঠাৎ করে আদমজী ইপিজেড অভ্যন্তরে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মানিক ও সাংগঠনিক সম্পাদক মোহনকে কুপিয়ে জখম করে ৬নং ওয়ার্ড বিএনপির নেতা মনির হোসেনের নেতৃত্বে থাকা রুহুল আমিন, বাবু, মাইচ্ছা মানিক, বুইট্রা রনি, পাগলা মিজান, সম্রাট জালাল উদ্দিন (পাগলা জালাল), দুলাল, সালাউদ্দিন ও খোকন ২০/২৫ লোকজন। পরে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। নেতাকর্মীদের উপর হামলার খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আদমজী মুনলাইট এলাকায় জড়ো হলে সেখানে গিয়ে আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেন। আমাদের ছাত্রদলের ছেলেদের কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মনিরের নেতৃত্ব সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে কয়েকটি দোকানে হামলা করে লুটপাট করে। বিএনপি নেতা মনির হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ভাগ্নে রুহুল আমিন নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে বলেন, ছাত্রদল নেতা সাগর আমার মার্কেটে হামলা করেছে। আমার মার্কেটে ৮টা গুলি করেছে। গুলির সব প্রমাণ আমার কাছে আছে। তারা অনেকগুলো মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। মতির (সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক) সঙ্গে আঁতাত করে মতির সকল ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে সাগর। এখনো মতির সব অস্ত্র সাগরের কাছে আছে। এদিনের এই সংঘর্ষে তাদের অনুসারী রবিউল, ইব্রাহিম, সাকিব, সাব্বির, রনি ও রাসেলসহ কয়েকজন আহত হন। আওয়ামী লীগের শাসনামলে যুবলীগের মতি একা আদমজী ইপিজেড নিয়ন্ত্রণ করতেন। তবে গত ৫ আগস্টের পর থেকে সে এককভাবে সব ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। এরই অংশ হিসেবে সাগরের দলবল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা