আজ বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১ | ১১ রমজান ১৪৪৬ | বিকাল ৩:৪২
শিরোনাম:
শহরে প্রকাশ্যে চলছে পরিবহনে চাঁদাবাজি    ♦     শামীম ওসমান ও দস্তগীর গাজীকে আসামি করে হত্যাচেষ্টায় নয়া মামলা    ♦     সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান এখন কোটিপতি!    ♦     বিগত ৫৪ বছর আমরা স্বাধীনতার স্বাধ পাইনি    ♦     ক্যামব্রিয়ান স্কুলের অপর পাশে মাদকের ঘাটি    ♦     ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন    ♦     নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের    ♦     মাত্র ২ মাসেরই রাসেলের স্বপ্ল ভঙ্গ    ♦     স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে না’গঞ্জে কুশপুত্তলিক দাহ    ♦     তোলারাম কলেজে যৌন হয়রানি বন্ধে সেল গঠনের আহŸান    ♦    

রিয়া গোপের রক্তের স্বীকৃতি দিল অর্ন্তবর্তী সরকার

ডান্ডিবার্তা | ১০ মার্চ, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
খুনি হাসিনা সরকারের আমলে তাদের পরিবারের সদস্যদের নামে নামকরণ করা স্থাপনা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন হচ্ছে। এবার ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পরিবর্তে নতুন নাম হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম এনডিসি গতকাল রবিবার এক চিঠিতে এই স্থাপনার নাম সংশ্লিষ্টদের অবহিত করেছেন। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে খেলার করার সময় গুলি লাগে রিয়ার মাথায়। পাঁচ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে। তার স্মরণে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ হয়েছে। মাত্র সাড়ে ছয় বছরের শিশুর এমন মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মহিলা ক্রীড়া কমপ্লেক্স হিসেবে ক্রীড়াঙ্গনে পরিচিতি থাকলেও এটি আওয়ামী লীগ আমলে সাবেক অ্যাথলেট ও শেখ কামালের প্রয়াত বধূর নামে নামকরণ হয়েছিল। কয়েক সপ্তাহ আগে দেশের সবচেয়ে প্রধান ক্রীড়া ভেন্যুর নাম পরিবর্তন হয়ে জাতীয় স্টেডিয়াম হয়েছে। জাতীয় স্টেডিয়ামের সামনেই থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়। তেমনি রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে। গত বছরের ১৯ জুলাই দুপুরের খাওয়া শেষ করে ছাদে খেলতে যায় রিয়া গোপ। কিছুক্ষণ পরই বাসার সামনে হৈচৈ শুরু হয়। এমনটা দেখে রিয়ার বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। নিয়তির কী পরিহাস, মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে লাগে মাথায়। মুহূর্তেই রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে বাবা ছোটেন হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি রিয়াকে। সবাইকে কাঁদিয়ে নিষ্পাপ মেয়েটি চলে যায় না ফেরার দেশে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা