
ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অত্যন্ত কৃতজ্ঞতা জানাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে আমার এই স্বল্প সময়ের যাত্রায় আপনারা যেভাবে আমাকে সহযোগীতা করেছেন, তা না পেলে আমরা এই কাজগুলো করতে পারতমা না। নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে আমরা একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছি, সেই সকল পরিকল্পনার আলোকে সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা বিশ^াস করি অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আমাদের পাশে থাকবে। নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। গতকাল সোমবার বাদ আছর নগরীর বঙ্গবন্ধু সড়কের উকিল পাড়া মোড়স্থ পালকি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ শিল্পঘন একটি শহর, এখানে প্রচুর শিল্প গড়ে উঠেছে, যার কারণে এখানে ঘনবসতি অত্যন্ত বেশী, আগামী দিনে যা আরও বাড়বে। তাই এ ঘনবসতি মানুষকে সুস্থ ও সুন্দর জীবন-যাপনের সুযোগ করে দিতে হলে, প্ল্যানমাফিক এই শহরকে নিয়ে এগোতে হবে। আমরা যদি সেটি করতে না পারি, তাহলে এক সময় এতো লোকের ভার, নিতে পারবে না এই শহর। যেহেতু এটি একটি ইন্ড্রাস্ট্রিয়াল জোন, এই জোনে এখন নির্দিষ্ট পরিমাণ বায়ার তথা বিদেশী ব্যবসায়ীরা আসলেও একটি সময় এখানে প্রচুর পরিমাণে বিদেশী বায়াররা আসবে। পৃথিবী খুবই ছোট, আমরা যদি এই শহরটাকে সেভাবে গড়ে তুলতে চাই, বৈশি^ক ভেন্যু হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে। নারায়ণগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আজকে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আজকে এই আধুনিক যুগে আমরা যেন নিজেদের নৈতিকতার মানদন্ডে আরও উন্নীত করতে পারি। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি বিশ^াস করি, আমাদের এই প্রজন্ম এই পরিবর্তন ঘটাতে সক্ষম হবো। আপনাদের সকলকে সাথে একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। গতকাল সোমবার বিকেলে পালকি কনভেনশন সেন্টারে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমির সঞ্চালনায় ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। আসরের নামাজ শেষ করেই মুখের মধ্যে দোয়ার ধ্বনি নিয়ে একে একে গণমাধ্যম কর্মীদের আগমন হতে শুরু করে পালকি রেস্তোরায়। স্থানীয়সহ জাতীয় পত্রিকার প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিক নেতৃবৃন্দ’র মিলন মেলা ঘটে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র ইফতার মাহফিলে। এছাড়া অতিথিদের আসন পূর্ণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়জিত সম্মনীয় ব্যাক্তিবর্গ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উৎসব মূখর পরিবেশে আলোচনা দিয়ে সম্পন্ন হয়েছে নিউজ পেপার এসোসিয়েশন’র আলোচনা সভা ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহŸায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মীম শরৎ গ্রæপ’র চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক স্বপন কুমার পোদ্দান, কোষাধ্যক্ষ কাজী ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক জাফর ইহমেদ প্রধান প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনসহ সকলকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। শুধু রমজান মাস না, প্রতিটা মাসেই যাতে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ভালো থাকে সেই প্রচেষ্টা আমরা করবো। সাথে আপনাদেরও সহযোগীতা কামনা করছি। আমাদের অনুরোধ থাকবে সাংবাদিক ব্যবসায়ীরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে গড়ে তুলবো, এতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে গঠনমূলক দাবি ও গঠনমূলক সমালোচা যাতে করি। সবাই সবার সাথে মিলে মিশে চলবো। বিকেএমইএ’র মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে অনেকদিন পর নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র ইফতার আয়োজনের মধ্যে দিয়ে প্রশাসন ও ব্যবসায়ীরা একসাথে হয়েছেন। নারায়ণগঞ্জে উন্নয়নের জন্য এই ধরণের উদ্যোগ আরও ফলপ্রসূ হবে। মাঝে মাঝে আমরা দেখি নারায়ণগঞ্জে এমন কিছু নিউজ পত্রিকা আছে তারা এমন নিউজ প্রকাশ করে, যার কোন মান নাই। আমরা ওইসব নিউজ দেখলে বিব্রতবোধ করি। সাইনবোর্ড ক্রস করে যখন নারায়ণগঞ্জে প্রবেশ করি আমার মনে হয় আমি আমার জায়গায় ঢুকেছি। নারায়ণগঞ্জ শিল্প বাণিজ্যে অন্যতম একটা প্রাণ কেন্দ্র, বাংলাদেশে যত রেভেনিউ ইনকাম হয় তার মধ্যে অন্যতম একটি নারায়ণগঞ্জ জেলা। কিন্তু সেই জেলায় সংবাদ মাধ্যমে আমার মনে হয় আরও বস্তনিষ্ঠ হওয়া দরকার। প্রকৃত যে তথ্য সেটা উঠে আসা দরকার, মনগড়া তথ্য যাতে না হয়। আমি সংবাদ মাধ্যমের মালিকদের অনুরোধ করবো, আপনারা এই বিষয়ে একটু নজর দিবেন। যাতে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ হয়। ইফতার মাহফিলে ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন’র সভাপতি হাবিবুর রহমান বাদল সভাপতি’র বক্তব্যে বলেন, আমরা বর্তমানে সব দিক থেকে নারায়ণগঞ্জে প্রশাসনকে সহযোগীতা করে আসছি। নারায়ণগঞ্জ একটা যানজটের নগরে পরিনত হয়েছে। এই বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সর্বপ্রথম জানযট মুক্ত নগরী গড়তে উদ্যোগী ভূমিকা পালন করেছে। আমরা গণমাধ্যমকর্মীরা চেষ্টা করছি নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে। প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা যেভাবে কাজ করছে আমরা খুব শীঘ্রই আমাদের লক্ষ্যে পৌঁছাবো। প্রশাসন যখই আমাদের গণমাধ্যমকর্মীদের পাশে চাইবে আমরা তাদের সর্বাত্মক সহযোগীতা করবো।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯