আজ বুধবার | ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১ | ১১ রমজান ১৪৪৬ | সকাল ৭:৪৩
শিরোনাম:
ছুরিকাঘাতে নিহত ছাত্রদলকর্মী অপূর্ব’র হত্যা পরিকল্পিত বলে দাবি বিএনপির    ♦     প্লট দুর্নীতিতে হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট    ♦     বস্তনিষ্ঠ সংবাদের প্রতি মালিকরা নজর দিবেন    ♦     প্রশাসনকে গণমাধ্যমকর্মীরা সর্বাত্মক সহযোগীতা করবে    ♦     নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ভালো থাকে সেই প্রচেষ্টা করবো    ♦     সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর একটা নারায়ণগঞ্জ গড়তে চাই    ♦     রূপগঞ্জে ১৭ লাখ টাকার গার্মেন্টস পণ্য ছিনতাই    ♦     মামুন হত্যার প্রতিবাদে ডিসি এসপিকে স্বারকলিপি    ♦     বন্দরে ওয়ারেন্টে ৩জন গ্রেপ্তার    ♦     না’গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত    ♦    

সাইনবোর্ড এলাকায় সক্রিয় চাদাঁবাজ সঞ্চয় বাহিনী

ডান্ডিবার্তা | ১১ মার্চ, ২০২৫ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড শান্তিধারা হর্কাস মার্কেট এলাকায় চাদাঁবাজি করার সময় সঞ্চয় বাহিনী প্রধান সঞ্চয়কে গনপিটুনী দিয়েছে ভূক্তভোগী এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় চাদাঁবাজি করার সময় উক্তেজিত জনতা গনপিটুনী দিতে থাকে। একপর্যায়ে সঞ্চয় ও তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। কান্তি ধারা হকার্স মার্কেটের মালিক ইউসুফ পাটোয়ারী, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, চায়ের দোকানদার সোহান, আরমান, শহীদ বলেন, গত ৫ আগস্টে আওয়ামী লীগ  সরকারের পতন হলে সঞ্চয় শাহাদাত, মাহফুজ,রাকিব,রাব্বি এলাকার নিরীহ লোকদেরকে জেলা যুবদল ও বিএনপির পরিচয় দিয়ে হয়রানি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এমনকি তারা অনাবিল পরিবহন, শান্তি ধারা হকার্স মার্কেট সহ ফুটপাত হতে চাদাঁবাজি করে আসছিল। এজন্য তারা জেলা যুবদলের ব্যানার ব্যবহার করে অফিস খুলে বসে। স্থানীয় বাসিন্দারা জানান, সঞ্চয়, মাহফুজ, রাকিব, রাব্বি, ভুয়া পুলিশ পরিচয়দানকারী শাহাদাত বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী লীগের দোসর সাদ্দাম, রাসেল, তানহাকে নিয়ে চাঁদাবাজি সহ নানান অপকর্ম করে আসছিল। এজন্য তারা বিভিন্ন সময় ছাত্রদলের ও যুবদলের নাম ব্যবহার করতো। মুল্লুক চান নামে এক ব্যবসায়ী বলেন, শাহাদাত পুলিশের নাম ব্যবহার করে ও বিএনপি নেতা পরিচয় দিয়ে অনাবিল পরিবহন,শান্তিধারা হকার্স মার্কেট সহ বিভিন্নভাবে ভাবে চাদাঁ আদায় করে যাচ্ছিলো। এলাকার মার্কেট মালিক মজিবুর রহমান বলেন, দোকান ভাড়া জোর করে আদায় করে নিতো। তাদের নিষেধ করলে তারা মান্য করেনি বরং প্রতিবাদকারীদের আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো এবং হয়রানি করতো। চায়ের দোকানদার সোহান বলেন, আমার কাছ থেকে ৭০০০ টাকা বাকি খেয়েছে। টাকা চাইলে নানান ধরনের হুমকি প্রদান করে। এমনকি রিক্সার গ্যারেজ মালিকরাও উক্ত চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পায়নি। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে যুবদল, বিএনপির নাম ব্যবহার করায় সঞ্চয়কে ও  তার সহযোগীদের গনপিটুনী দেয়। এক পর্যায়ে সঞ্চয়সহ তার সহযোগী মাহফুজ, রাকিব, রাব্বি পালিয়ে যেতে সক্ষম হয়। এসব চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা