আজ শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১ | ১৩ রমজান ১৪৪৬ | দুপুর ১২:০৫
শিরোনাম:
বিএনপির শেল্টারে আওয়ামী দোসর জহির মোল্লা এখন বেপরোয়া    ♦     ফুটপাত দখল করে ইফতার বাজার    ♦     শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণচেষ্টা    ♦     থামছেনা ফতুল্লা বিএনপির উত্তেজনা    ♦     ব্যস্ততম সড়কে সংস্কার কাজের ধীর গতিতে বাড়ছে জনভোগান্তি    ♦     গ্রিন অ্যান্ড ক্লিন’ কার্যক্রমে না’গঞ্জে ব্যানার-ফেস্টুন অপসারণ    ♦     না.গঞ্জে আ.লীগ নেতাসহ ৪৭ জন গ্রেপ্তার    ♦     মাগুরার সেই শিশুটি কী বলে গেল    ♦     মাগুরায় ধর্ষিতা শিশুর মৃত্যুতে দায়িদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল    ♦     নাসিক এলাকায় ১৩৩৯৮২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    ♦    

চাটুকার নির্ভর হয়ে পড়েছে বিএনপি

ডান্ডিবার্তা | ১৩ মার্চ, ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতিতে নয়া মেরু করণ দেখা দিয়েছে। কে কাকে ল্যাং মারবে সে প্রতিযোগিতা শুরু হয়েছে। কেন্দ্রে একজনকে ল্যাং মেরে গোপনে কমিটি জমা আবর শীর্ষ নেতাদের মধ্যে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। যা নিয়ে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে অরাযকতা সৃষ্টি হয়েছে। এখন কেউ কাউকে বিশ^াস করতে পারছেনা। আবর দেখা দিয়েছে হালুয়া রুটির ভাগ নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। যা একটি রাজনৈতিক দলের জন্য অশনি সংকেত বলে বিবেচিত হতে পারে। কারণ তাদের এ সকল অপকর্মে দলের মধ্যে ভাঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রীয়া দেখা দিচ্ছে। বতর্মানে নারায়ণগঞ্জ বিএনপিতে দলের জন্য নিবেদিত প্রাণ এমন নেতার অভাব দেখা দিয়েছে। সবাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য লড়াইয়ে নেমেছে। একটি রাজনৈতিক দল সব সময় জনগণের কথা বলবে এটাই স্বাভাবিক। তবে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান যেভাবে রাজনীতি করছেন সেভাবে দলের নেতারা রাজনীতি করলে বিএনপিকে সাধারণ মানুষ চোখের মনি খোঠায় স্থান দিত। কিন্তু কিছু নেতার অপরাজনীতিতে সাধারণ মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। মাঠ পর্যায়ে ঘুরে এমন চিত্রই দেখা যায়। নারায়ণগঞ্জে বিএনপির এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, বিএনপি ১৬ বছর ক্ষমতার বাইরে ছিল। বিএনপির অরেক নেতা জেল জুলুমে নাস্তানাবুদ হয়ে গেছে। তারা হারিয়েছে তাকেন আপন জনকে। হারিয়েছে অনেক দলীয় নেতাকে। তবু তারা লাইন চ্যুত হয়নি। আর যারা লাইন চ্যুত হয়েছে তারা ইতিমধ্যে দল থেকে ছিটকে পড়েছে। আবার কিছু নামধারী নেতা বিএনপির কিছু জাদলের নেতাকে দল থেকে দুরে রাখতে নানা ফন্দি ফিকির করে তাদের বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে জাদরেল নেতাদের দল থেকে দুরে সরিয়ে রেখেছে। যার কারণে বিএনপিতে এখন দেখা দিয়েছে বিশৃঙ্খলা। কেই কারো কথা মানছে না। এমনকি কেন্দ্রের নির্দেশও অবজ্ঞা করতে দেখা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাদের শান্ত থেকে গনগণের জন্য রাজনীতি করার নির্দেশ দিলেও কিছু নেতা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। সেই সকল নেতাদের জন্য বিএনপির বদনাম হচ্ছে। বিএনপির নামে এখন হচ্ছে চাঁদাবাজি, দখলবাজি, নিজেদের মধ্যে স্বার্থে সংঘর্ষ, প্রভাব বিস্তার সব কিছু হচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু তাদের প্রতিহত করার দরকার থাকলেও বিএনপির শীর্ষ নেতারা তার করতে পারছেন না কিছু চাটুকারের কারণে। নারায়ণগঞ্জে বিএনপি যাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে আজ তাদের কদর নেই। আর যারা উড়ে এসে জুড়ে বসেছে তারাই এখন নারায়ণ বিএনপির কর্তা ব্যক্তিতে পরিনত হয়েছে। বিএনপির এক প্রবীন নেতা আক্ষেপ করে বলেন, এক সময় যে ব্যবিÍ বিএনপি নেতাদের চা এনে দিত সে এখন বিএনপির কর্ণদার। এধরনের নেতাকে কেই মেনে নেয়ার মত নয়। বিএনপির এখন সুসময় তাই বিএনপির নামে তার লম্ফজম্ফ অনেক বেশী দেখা যাচ্ছে। যে সময় বিএনপি বেকায়দায় ছিল তখন এই সকল নেতারা বিএনপি ছেড়ে অন্য দলে যোগ দিয়ে নিজেদের গা বাঁচিয়েছে। তারা যদি হয় বিএনপির সর্বসর্বা তা হলে বিএনপির জন্য ভাল কিছু আমা করা যায় না। তাই কেন্দ্রীয় বিএনপির উচিৎ বিএনপির নামে যারা অপকর্ম করে যাচ্ছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থাসহ আইন পদক্ষের নিতে দলীয় ভাবে এখনই সরকারকে সহায়তা করা। তা কহলে বিএনপির কুলশ মুক্ত হবে আর বিএনপির প্রতি জনগণের আস্থা ফিরে আসবে। তা নাহলে বিএনপিকে সামনে কঠিন পথ পারি দিতে হবে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা