
ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে আব্দুল হালিম নামের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির গেট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্যের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ (৪৫), তার সহযোগী মনির (৪৩), আজিজ (৪৬), আল-আমিন (৩৮), ছায়েম (৩৫), সোহেল (৩২), নুরু মিয়া (২৮) ও ফেরদৌস (২২)। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সন্ধ্যায় একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে ২০ জনের এক গ্রæপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের ওপর হামলা চালায়। সেদিন তার বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি হামলাকারীরা আব্দুল হালিমকে কুপিয়ে জখম করেন। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে পরিবারসহ অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিমের স্ত্রী মিনার বেগম বাড়িতে এসেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের ভাই সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে অভিযুক্তরা দলবেধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগী ইউপি সদস্যের বাড়িতে এসে গেট খুলতে বলেন। এতে আতঙ্কিত হয়ে ঘরে থাকা পরিবারের সদস্যরা কেউ সাড়া দেননি। পরে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে গ্যাস কাটারের মাধ্যমে বসতবাড়ির গেটটি কেটে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যান। এ বিষয়ে আব্দুল হালিমের স্ত্রী মিনারা আক্তার বলেন, তার স্বামীকে ৫ আগস্ট সন্ধ্যায় কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এরপর থেকে তারা বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে আসার খবরে বিএনপি নেতা আব্দুর রউফের নেতৃত্বে লোকজন হামলা চালান। বাড়ির গেট না খোলার কারণে তারা বাইরে উত্তেজিত হয়ে গালমন্দ করেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যানে করে তাদের বাড়ির গেট খুলে নিয়ে যান। অভিযুক্ত সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমরা জড়িত না। ওই ইউপি সদস্য আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল। সে এখন দেশ থেকে পালিয়ে দেশের বাইরে থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’ জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ইউপি সদস্যের বাড়ির গেট খুলে নেওয়ার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তে বিষয়টির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯