আজ বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১ | ১২ রমজান ১৪৪৬ | দুপুর ১২:২৬

বন্দরের দেওয়ানবাগে পোষাক কারখানায় ডাকাতি

ডান্ডিবার্তা | ১৩ মার্চ, ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগে আল ফাহাদ ট্রেডলাইন্স নামক একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। কারখানার স্টোরকিপার আঃ হান্নান জানান, ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে কারখানার পিছনের দরজা দিয়ে ১০-১২ জনের মুখোশপড়া ডাকাতদল ঢুকে অস্ত্রের মুখে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেধে ফেলে রাখে। পরে সিসি ক্যামেরার মনিটর ও মেশিনারিজ খুলে নিজেদের আওতায় নিয়ে নেয়। পরে অফিস কক্ষগুলোতে ঢুকে ভল্ট, লকার ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ১৩ লক্ষ ২০ হাজার টাকা, ৩টি কম্পিউটার, ১টি সিসিটিভির মনিটর ও স্টোরেজ মেশিন, ১টি জেনারেটর, ৬টি মোবাইল ফোন ও ৪ লক্ষ টাকা মূল্যের ১টি গরু সহ মোট ২২ লক্ষ টাকার মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে অন্যান্য স্টাফরা কারখানায় এসে অফিস কক্ষগুলোর দরজার লক ভাঙ্গা ও অফিসের মালামাল ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি মালিকপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদ ইসলাম ও উপ-পরিদর্শক মাহমুদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই একই কায়দায় ডাকাতদল এ প্রতিষ্ঠান থেকে ২০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানান অত্র আল ফাহাদ ট্রেডলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। একের পর এক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন মালিক পক্ষ। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। পুলিশ ডাতাকদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান, বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা