
ডান্ডিবার্তা রিপোর্ট
বৈসাম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে হতাহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান ৪০ টিও বেশী মামলায় আসামী হয়ে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে গেলেও তার পিএস ও চাঁদা কালেকটর বরিশাইল্যা আজিজ ওরফে আইজ্জা এখনো বহাল তবিয়তে থাকায় জনমনে দেখা দিয়েছে চরম ক্ষোভ। বিগত ১৬ বছর এই আইজ্জা থানা আওয়ামীলীগের সভাপতি বহু অপকর্মের হোতা মজিবর রহমানের পিএস হিসেবে সিদ্ধিরগঞ্জপুল, মিজমিজি, পাগলাবাড়ি, বাতানপাড়াসহ বিভিন্ন এলাকায় বিচার শালিস এর নামে দুহাতে মজিবর রহমানের পক্ষে টাকা হাতিয়ে নিয়েছে। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে শতাধিক বাস কাউন্টার থেকে দৈনিক ভিত্তিতে নাসিক ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল এর নামে এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসির নামে এবং থানা আওয়ামীলীগের সভাপতি মজিবরের নামে কাউন্টার প্রতি ৩০০-৪০০ টাকা করে দৈনিক চাঁদা কালেকশন করতো। দৈনিক গড়ে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা চাঁদা কালেকশন করে লুটেপুটে খেয়েছে এই আজিজ। থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর এর পিএস হওয়ার সুবাধে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। শিমরাইল বাস কাউন্টান্টার মালিক সমিতির মনগড়া সভাপতি দাবি করে বছরের পর বছর চাঁদাবাজি করেছে। শিমরাইলে সে রামরাজত্ব কায়েম করেছিল। আওয়ামীলীগ সরকারের পতনের পর এই আজিজ এখন বিএনপির নেতা পরিচয় দিয়ে আবারো সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অথচ আওয়ামীলীগ সরকারের দীর্ঘ ১৬ বছর সে আওয়ামীলীগের নেতা পরিচয় দিতো সচিবালয়ে গিয়ে। কোন জায়গায় আটকে গেলে থানা আওয়ামীলীগের সভাপতি এবং তার শশ্বুর রমিজ উদ্দিন ভুঁইয়া আওয়ামীলীগ পরিবারের নাম ব্যবহার করতেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে যারা ১৬ বছর একাধিক মামলা খেয়েছেন, জেল খেটেছেন, পোষ্টার ব্যানার লাগিয়েছেন, রাজপথে সরকার বিরোধী বিক্ষোভ করেছেন তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কারণ আজিজ যদি বিএনপির রাজনীতি করতেন তবে একদিন হলেও রাজপথে বিএনপির নেতাকর্মীদের সাথে মিছিল মিটিংয়ে থাকতেন। কিন্তু দীর্ঘ ১৬ বছর আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা কালেকশন করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হওয়া আজিজ এখন বোল পাল্টে আবারও সুবিধা নেওয়ার জন্য বিএনপির নেতাদের পিছনে ছুটছে। সে কদমতলীতে একটি বহুতল ভবন বাড়ি , কালু হাজীরোড, বাতানপাড়ায় ৪ টি পট রয়েছে। প্রায় কয়েক কোটি টাকার সম্পদ করেছে আজিজ। আজিজের সকল অপকৃীর্তি তদন্ত সাপেক্ষে তাকে দ্রæত গ্রেফতারের দাবি উঠেছে ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯