আজ বৃহস্পতিবার | ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১ | ১২ রমজান ১৪৪৬ | দুপুর ১২:১৫

মহানগর বিএনপিতে ল্যাং মারার রাজনীতি

ডান্ডিবার্তা | ১৩ মার্চ, ২০২৫ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কমিটি বিলুপ্ত করার গুঞ্জন চলছে দীর্ঘ দিন থেকেই। এর মধ্যে আবার বর্তমান কমিটি বহাল রেখে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার গুঞ্জনও উঠেছে বেশ কিছু থেকে। মহানগর বিএনপির ভেঙে নতুন কমিটি গঠনের জন্য একাধিক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার খবরও শোনা গেছে। এসব গুঞ্জনের মাঝে নতুন করে আরো একটি খবর শোনা যাচ্ছে। মহানগর বিএনপির বর্তমান সদস্য অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে আহবায়ক এবং মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজকে সদস্য সচিব করে একটি প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবিত ওই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মহানগরের আওতাধীন তিনটি থানা ও একটি উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছে। মহানগর বিএনপির আওতাধীন একটি ইউনিটের শীর্ষ নেতা জানান, আবু আল ইউসুফ খান টিপুকে আহবায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে একটি কমিটি প্রস্তাব করে কেন্দ্রে জমা দেওয়া হয়েছে এবং আমাদের জানা মতে এই কমিটিই সর্ব প্রথম জমা দেওয়া হয়েছিলো। পরবর্তীতে অন্যান্য প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রে থেকে এখন পর্যন্ত কোনো কমিটির ব্যাপারেই কোনো সিদ্ধান্ত গৃহিত হয়নি। সূত্রমতে, উল্লেখিত প্রস্তাবিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে যদি থানা এবং উপজেলা পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদকদের নাম প্রস্তাব করা হয়ে থাকে এবং সেটি যদি কেন্দ্র থেকে অনুমোদন দেন তাহলে মহানগর কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে নতুন কিছু মুখ উঠে আসবে। যাদের মধ্যে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন যারা বন্দর থানা এবং উপজেলা কমিটিতে শীর্ষ পদে থাকলেও বর্তমান মহানগর কমিটিতে বড় পদে নেই। এক্ষেত্রে মহানগর বিএনপির শীর্ষ পদে থেকে নেতৃত্ব আরো বিস্তৃত হবে বলে মনে করছেন অনেকেই।
তবে উল্লেখিত এই প্রস্তাবিত কমিটির কেন্দ্রে জমা প্রদানের শতভাগ নিশ্চয়তা যাচাই করা সম্ভব হয়নি।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে প্রায় ২৯ মাস শেষ হয়েছে মহানগর বিএনপি আহবায়ক কমিটি। মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলেও পরদিন ১৫ সদস্য বিদ্রোহী প্রকাশ করে সমালোচনা শুরু হয়েছে। গত ২ বছর ৫ মাসও মহানগর বিএনপি ওয়াকিং কমিটির সভা করতে পারেনি আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান। তাদের বিরুদ্ধে বিদ্রোহীরা কোনঠাসা হলেও সক্রিয় ভূমিকা ও ক্লিন ইমেজে প্রশংসিত রয়েছেন। কেন্দ্রীয় সূত্রে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একাংশ নেতারা জানিয়েছেন, দ্রæত সময়ে মহানগর বিএনপি আহবায়ক কমিটি বিলুপ্ত করা হবে। সাথে সাথে নতুন কমিটি দেয়া হতে না পারে। আগ্রহ নেতাদের মধ্যে ক্লিন ইমেজ ও নেতা-কর্মীদের জনপ্রিয় নেতাকে মহানগরের নতুন কমিটিতে প্রধান্য দেয়া হচ্ছে। ইতোমধ্যে গত বছর ৫ আগস্টের পর সমালোচিত নেতারা ছিটকে পড়তে পারে এমন বার্তা দেয়া হয়েছে। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সাখাওয়াত হোসেন খানকে আহবায়ক ও আবু আল ইউসুফ খানকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে কমিটিতে থাকা বহিস্কৃত আতাউর রহমান মুকুল, আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন ও আবুল কাউসার আশা নেতৃত্বে ১৫ জন বিদ্রোহী নেতা কমিটি থেকে পদত্যাগ করেন। তার পর থেকেই মহানগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে যায়। আর বিভক্ত হওয়া আকাংশ বিএনপিতে থাকা পুরাতন বহিষ্কৃত নেতাদের সাথে একত্রিত হয়ে মহানগর বিএনপির বিদ্র্রোহীরা আলাদাভাবে রাজপথে কাজ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা