আজ শুক্রবার | ১৪ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১ | ১৩ রমজান ১৪৪৬ | সকাল ১১:৩৮
শিরোনাম:
বিএনপির শেল্টারে আওয়ামী দোসর জহির মোল্লা এখন বেপরোয়া    ♦     ফুটপাত দখল করে ইফতার বাজার    ♦     শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণচেষ্টা    ♦     থামছেনা ফতুল্লা বিএনপির উত্তেজনা    ♦     ব্যস্ততম সড়কে সংস্কার কাজের ধীর গতিতে বাড়ছে জনভোগান্তি    ♦     গ্রিন অ্যান্ড ক্লিন’ কার্যক্রমে না’গঞ্জে ব্যানার-ফেস্টুন অপসারণ    ♦     না.গঞ্জে আ.লীগ নেতাসহ ৪৭ জন গ্রেপ্তার    ♦     মাগুরার সেই শিশুটি কী বলে গেল    ♦     মাগুরায় ধর্ষিতা শিশুর মৃত্যুতে দায়িদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল    ♦     নাসিক এলাকায় ১৩৩৯৮২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    ♦    

ফুটপাত দখল করে ইফতার বাজার

ডান্ডিবার্তা | ১৪ মার্চ, ২০২৫ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরে রমজানের শুরু থেকেই বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে বাহারি ইফতার সামগ্রী বিক্রি করছে অভিজাত রেস্তোরাঁগুলো। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। স্থানীয়রা বলছেন, ব্যবসায়ীরা ফুটপাত দখল করে পসরা সাজিয়ে ইফতার বিক্রি করায় হাঁটার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। হকারদের কারণে ফুটপাত এমনিতেই সংকীর্ণ হয়ে থাকে, কিন্তু রমজানে তা আরও বেড়ে যায়। বিশেষ করে সুগন্ধা প্লাস, আলম কেবিন, হোয়াইট হাউস, সুইট নেশন, পাল বেকারি, প্যারিস বাগেত, ভিক্টর কেক লেন, সুমাইয়া বিরিয়ানি হাউসের মতো অভিজাত রেস্তোরাঁগুলো ফুটপাতের ওপর ইফতার বিক্রির পসরা সাজিয়ে রেখেছে। এর সাথে যুক্ত হয়েছেন অস্থায়ী কয়েকজন ইফতার সামগ্রি বিক্রেতাও। শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক ও নবাব সিরাজউদ্দৌলা সড়ক ঘুরে দেখা গেছে, এসব রেস্তোরাঁর ভেতরে যথেষ্ট জায়গা থাকলেও ফুটপাতেই ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। এমনকি অনেক দোকানদার ফুটপাতের উপরেই গরম তেলে ইফতার তৈরি করছেন, যা পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অফিস ফেরত আরিফ আরমান বলেন, “প্রতিদিন ফুটপাত ব্যবহার করি, কিন্তু সুইট নেশন ও প্যারিস বাগেতের সামনে ইফতার বিক্রির কারণে পুরো ফুটপাত বন্ধ হয়ে যায়। ফলে আমাদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে হয়।” বিকেলে কেনাকাটা করতে আসা নাজমুল হক নামে এক ক্রেতা বলেন, “বাচ্চাকে নিয়ে মার্কেটে এসেছি। রাস্তায় যানবাহন চলতেছে। বাচ্চা নিয়ে তো হাঁটাও যায় না। তার উপর ফুটপাতও যদি এইভাবে বন্ধ করে রাখে তাহলে আমরা কীভাবে চলাচল করবো?” ফুটপাতের উপর ইফতারের পসরা সাজানোর কারণ জানতে চাইলে সুগন্ধা প্লাস রেস্তোরাঁর এক কর্মী রবিন শিকদার বলেন, “ভেতরে এত জায়গা নেই যে সেখানে ইফতার তৈরি ও সাজিয়ে রাখা যাবে। গ্যাস সিলিন্ডার, চুলা ও অন্যান্য জিনিসপত্র রাখার জন্য বাইরে ফুটপাতই আমাদের ভরসা।” তবে, সাধারণ পথচারীরা বলছেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য বরাদ্দ, কিন্তু রমজানে তা বাণিজ্যিক স্থানে পরিণত হওয়ায় নাগরিক ভোগান্তি বেড়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রæত পদক্ষেপ না নেয়, তবে জনদুর্ভোগ আরও বাড়বে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা