আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:৫৯
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

পতিত সরকারের এমপিদের আস্তাভাজনদের অপরাধ চিত্র

ডান্ডিবার্তা | ১৫ মার্চ, ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিগত পতিত সরকারের স্বৈরাচারী এমপিরা কয়েক জনের উপর আস্তা রেখে তাদের কর্মকান্ড চালিয়ে যেতেন। স্থানীয়দের অভিযোগ, এমপি নজরুল ইসলাম বাবু তার অবৈধ পথে উপার্জিত হাজার কোটি টাকা লাক মিয়ার ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বাইরে পাচার করেছেন। আর বাবুর প্রভাব খাটিয়ে নিজে শুধু আঙুল ফুলে কলাগাছ নয় ‘বটগাছে’ পরিণত হয়েছেন লেখাপড়া না জানা লাক মিয়া। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, লাক মিয়ার ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা লেনদেনের তথ্য। লাক মিয়া চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে ৭ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ ৫ হাজার ২০৮ টাকা জমা দেন এবং ৭ হাজার ১৮৭ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ২৯৩ টাকা উত্তোলন করেন। অর্থাৎ তিনি তার ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকা লেনদেন করেছেন। লাক মিয়া তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং করেছেন। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আসামি লাক মিয়ার জ্ঞাতআয়ের সঙ্গে লেনদেনগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, লাক মিয়া ঘুস ও দুর্নীতি, ভিজিডি, ভিজিএফ, এলজিএসপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জোরর্পূবক জমি দখল ও মাদক ব্যবসা করে অর্জিত অর্থ ব্যাংক হিসাবে লেনদেন করেছেন। তিনি বলেন, দুদকের অনুসন্ধানে দেখা যায়, আসামি লাক মিয়া ৪১ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ১৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ১৪০ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৫৮ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ১৪০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। কিন্তু এর বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া যায় মাত্র ৩ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার। বাকি ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকার বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। দাখিলকৃত আয়কর রিটার্নে লাক মিয়া মৎস্য ও বাড়ি ভাড়া খাতে ১২ কোটি টাকার বেশি আয় দেখালেও অনুসন্ধান চলাকালীন দালিলিক কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। লাক মিয়ার দখলে রাখা ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা মূল্যের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে আসামি লাক মিয়ার বিরুদ্ধে দুদক মামলা করেছে। ২০১৩ সালে এমপি নজরুল ইসলাম বাবুকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে ভোটকেন্দ্র দখল করে প্রথমবার বাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এমপি বাবুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন লাক মিয়া। এমপি বাবুর প্রভাবকে কাজে লাগিয়ে ধরাকে সরা জ্ঞান করে পুরো ইউনিয়নবাসীকে জিম্মি করে লাক মিয়া গঠন করেন বিশাল ক্যাডার বাহিনী। এই বাহিনীর সহায়তায় তার স্পিনিং মিলের পরিধি বাড়াতে নিরীহ মানুষের বাড়িঘর, জমি দখল করে নেন। তার বিরুদ্ধে টুঁ শব্দটিও করার সাহস পাননি কেউ। কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে ধরে এনে বিচারের নামে করা হতো নির্যাতন। মামলা দিয়ে করা হতো হয়রানি। গত ১৬ বছরে স্পিনিং মিলের বেশ কয়েকটি ইউনিট বাড়ান লাক মিয়া। উজানগোপিন্দি মনোহরদী এলাকায় গড়ে তুলেন বিলাসবহুল চোখ ধাঁধানো বাংলোবাড়ি। এই বাড়িতে রয়েছে শান বাঁধানো পুকুর ঘাট, জলসাঘর ও সুইমিংপুল। বাড়ি নির্মাণ করার জন্য বিদেশ থেকে আনা হয়েছে টাইলসসহ যাবতীয় ফিটিংস। বিশাল বাউন্ডারি দিয়ে অনেক নিরীহ মানুষের জমি দখল করে নিয়েছেন। বছরের পর বছর তার পেছনে ঘুরেও জমি উদ্ধার বা বিনিময়ে টাকা পাননি। এমনই একজন ভুক্তভোগী মনোহরদী গ্রামের সুইজারল্যান্ড প্রবাসী জসিম উদ্দিন। তার ভাতিজা সোহেল মিয়া বলেন, তার চাচা জসিম উদ্দিনের প্রায় ১৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে মাটি ফেলে ভরাট করে ফেলেছে। বর্তমানে বাড়ির বাউন্ডারির ভেতরে এই জমি রয়েছে। জমির জন্য কোনো টাকা-পয়সাও দেয়নি। তিনি বলেন, আমাদের প্রায় দুই বিঘা জমি দখল করে নেওয়ার চেষ্টা করে লাক মিয়া ও তার বাহিনীর ক্যাডাররা। জমি তার কাছে বিক্রি না করায় নানাভাবে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি দেখায়। কিন্তু দখল করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গত ২৫ ফেব্রæয়ারি দুপুরে ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নেন হত্যা মামলার তদন্তাকারী কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে লাক মিয়া কারাগারে বন্দি রয়েছেন। আওয়ামীলীগের যোগ না দিয়েও নৌকা প্রতীকে বিনাভোটে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু : তিনি এক সংবাদ সম্মেলনে বলেন আসলে ২০২১ সালে এমপি শামীম ওসমান সাহেব আমাকে নৌকা দিয়ে দলে নিয়ে আসেন। এরপর থেকে আমি সবসময় চেষ্টা করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মান-ভাবমূর্তি ও আমাদের এমপি সাহেবের সম্মান যেন ক্ষুন্ন না হয়। ২০০২ সালে চারদলীয় জোট সরকার আমলে কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়ের মালা পড়ে। টানা ২৩ বছর যাবৎ কুতুবপুরে এই ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করছে একাধিক নির্বাচনে প্রার্থী হয়ে। আওয়ামীলীগে যোগ না দিয়ে নৌকা প্রার্থী হয়ে নির্বাচনে আলোচিত সমালোচিত হন তিনি। তৎকালীন এমপি শামীম ওসমানের আর্শিবাদে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ছয় মাস পর এবার বিএনপিতে সেন্টু চেয়ারম্যানকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। থানা বিএনপি সভাপতি টিটু ও সহ-সভাপতি শহিদুল্লাহ চান, সেন্টু চেয়ারম্যানকে পুনবার্সিত করা হোক বিএনপি। অন্যদিকে নৌকা মার্কা চেয়ারম্যান সেন্টুকে বিএনপি প্রবেশ করতে না দেয়া হোক সেই জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করেছে থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুইয়া। ইউনিয়ন থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন: নারায়ণগঞ্জের ছোট বন্দর উপজেলা পরিষদের তিন মাসের চেয়ারম্যান হন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন। ওসমান পরিবারের নাসিম ও সেলিম ওসমানের ভর করে ইউনিয়ন পরিষদের টানা চেয়ারম্যান থেকে অব্যাহতি নিয়ে উপজেলা চেয়ারম্যান হন তিনি। গত বছর বন্দর উপজেলা পরিষদের নির্বাচন চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে সেলিম ওসমানের সাথে দ্ব›দ্ব হয় মাকসুদের। পরে শামীম ওসমানের উপর ভর করে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে তাকঁ লাগিয়ে দেন তিনি। দুই হাতে মানুষকে অর্থ ও আপ্যায়নে ভোট লড়াইয়ে শীর্ষ অবস্থানে নাম অন্তভুক্ত করেন মাকসুদ হোসেন। আওয়ামীলীগ সরকার পতনের ছয় মাস পর গত সপ্তাহে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি। ৯৫ সালে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের মুছাপুর ইউনিয়নের সভাপতি হয়ে আলোচনা আসেন মাকসুদ হোসেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা