আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সকাল ১১:৪৭
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৫ জন আহত

ডান্ডিবার্তা | ১৫ মার্চ, ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নে ইছবগঞ্জ মাঝিপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিদের ও চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, মোগড়াপাড়া ইউনিয়নের ইছবগঞ্জ এলাকার কৃঞ্চ চন্দ্র বাড়ৈ, সমির চন্দ্র, সাজু চন্দ্রের এর উপর দেশীয় ধারালো দা ছেনা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষের লোকজন। একই এলাকার সন্ত্রাসী তপু দাস, বিজয় চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, বন্যা রানী দাস, বেবী রানী, দাস সহ আরো ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে আহতদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট করে মালামাল নিয়ে যায়, গত বৃহস্পতিবার সন্ধায় ইছবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার শিকার কৃঞ্চ চন্দ্র অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সন্ধার পর আমার ফার্নিচারের দোকানে এসে তপু দাস টুল বানিয়ে সেখানে বসে মাদক সেবন করার জন্য কাঠ চাইলে আমি দেওয়ার জন্য না করিলে তার সাথে থাকা আরো ১০ থেকে ১৫ জনের একটি দল সংঘবদ্ধভাবে গালমন্দ করে পুর্বপরিকল্পিতভাবে আমার উপরে দাও ছেনা দিয়ে মারাত্মক ভাবে আহত করেন। ও মাথায় কোপ দিলে ১৫টি সেলাই লাগে। আমার ডাক চিৎকার শুনে বড় ছেলে সমির ও ছোট ছেলে সাজু, আমার স্ত্রী ছুটে আসলে তাদের উপরে ও লাঠিসোঠা লোহার রড দিয়ে হামলা করে এতে আমরা গুরুতর আহত হই। এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে এতে স্বর্ণ সহ ২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ও ফার্নিচারের ক্যাশে থাকা নদগ ১ লাখ ৩৬০০০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আমাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং তাদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে মাদক সেবন থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে তারা। এ বিষয়ে মায়া রানী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরো বলেন, প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করি বিবাদীদের অতিদ্রæত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এ বিষয় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে সুস্থ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রæত আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা