আজ মঙ্গলবার | ১ এপ্রিল ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১ | ২ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:১৭
শিরোনাম:
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦     ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের    ♦    

না’গঞ্জে রাজনৈতিক চাপে ছাত্রদল

ডান্ডিবার্তা | ১৫ মার্চ, ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলে ও আভাস নেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নয়া কমিটির। যা নিয়ে জেলা-মহানগর জুড়ে চলছে নানা সমালোচনা। এর বাহিরে ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে কোন্দল ও স্থবিরতা। সেইসঙ্গে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে ছাত্রদলের ব্যানারে ভাটা লক্ষ্য করা গেছে। এদিকে দীর্ঘদিন যাবৎ কমিটির কোন হদিস না থাকায় নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে ছাত্রদলের রাজনীতি। তা ছাড়া জেলা ভিত্তিক কলেজ কমিটি গঠনের পদক্ষেপ কেন্দ্রীয় ছাত্রদল নিলে ও তা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কেউ একমত নয় বলে ধারনা করা হচ্ছে। ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এককটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে ছাত্রদলের কমিটি গঠনে বাধা কে? কিসের এতো নয়-ছয়। এদিকে ছাত্রদলের কমিটিতে স্থান পেতে গত দুই ট্রাম্পে মরিয়া হয়ে উঠা অনেকেই বর্তমান নিজ নিজ থানা বা ওয়ার্ডের যুবদল বা স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে বনে যাচ্ছেন। এদিকে জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক কমিটি ও এর পূর্ব কমিটিতে বেশির ভাগ ছাত্র নেতারা অবমূল্যায়িত। যার ফলে অনেকেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে অংশ নিয়েছে। এবার ও বিগত কমিটির বিতর্কিতরা ফের জেলা ও মহানগর ছাত্রদলের নয়া কমিটিতে স্থান পেতে ব্যাপক দৌড়ঝাঁপ চালাচ্ছেন। তা ছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতির দায়িত্ব পেতে কেন্দ্রীয় হাইকমান্ডের এক নেতাকে কোটি টাকা পর্যন্ত অফার করেছেন একজন ছাত্রদল নেতা যা নিয়ে সমালোচনা চলছে ছাত্রদল মহলে। অনেকেই বলছে জেলা ছাত্রদলের রেট ১ কোটি ছাড়িয়েছে তাহলে মহানগর ছাত্রদলের কত উঠবে এমন প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে জনমনে। এদিকে ছাত্রদলের নয়া কমিটিতে স্থান পেতে ইতিমধ্যে ডজনখানিক নেতা প্রস্তুত রয়েছে। এ ছাড়া সূত্র বলছে, কেন্দ্রীয় হাইকমান্ডে কমিটি নিয়ে চলছে দেনদরবার এমনকি নারায়ণগঞ্জের বহু প্রভাবশালী নেতাকর্মীরা ছাত্রদলের কমিটি গঠনে বিগত দিনে মাথা বেশি না ঘামালেও এখন ঘামাচ্ছে। যার কারণে হচ্ছে না কমিটি চলছে টানা হেচড়া। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জেলা ও মহানগর ছাত্রদলসহ প্রত্যেকটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, খুব শিগগিরই নতুন কমিটির ঘোষণা করা হবে। কিন্তু এখন পর্যন্ত নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। এর ফলে ছাত্রদলের পদপ্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ভাষ্য, কমিটি থাকা না থাকা এটা কেন্দ্রের বিষয়। কেন্দ্র থেকে যাদের যোগ্য মনে করবে দল তাদের হাতেই ছাত্রদলের দায়িত্ব দিবে। এখানে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু কোন বাধায় এখনো কমিটি আসছে না তা অনেকটাই রহস্যকর। এদিকে কমিটি না থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলকে সুসংগঠিত এবং শক্তিশালী করা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আগামীতে বিএনপিকে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ কারণে ছাত্রদলের কমিটি অনতিবিলম্বে গঠনের বিকল্প নেই। গত ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর পরই বিভিন্ন অভিযোগে ভেঙে দেওয়া হয় ছাত্রদলের কমিটি। তা ছাড়া বিগত দিনের জেলা ছাত্রদলের কমিটি লোভীদের হাতে তুলে দেওয়া হয়েছিলো যাকে ঘিরে ইফতার পার্টিসহ নেতাকর্মীদের মাথা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পকেট ভারী করেছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু। তা ছাড়া ইউনিট ও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে লঙ্কাকাÐসহ বাণিজ্যের অভিযোগ অহর অহর। এমন ডজন ডজন অভিযোগে কোনঠাসায় ছিলেন জেলা ছাত্রদল। একই সাথে মহানগর ছাত্রদলের বমিগত কমিটি পরিচালনায় সর্বদা মাঠে ছিলেন সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। তিনি আন্দোলন সংগ্রামে একই নেতৃত্ব দিয়ে চাঙা রেখেছিলেন মহানগর ছাত্রদল। তা ছাড়া ইউনিট কমিটি থেকে শুরু করে নিজ সংগঠন পূর্ণাঙ্গে ব্যাপক ভূমিকা ছিলো এই সাগরের। এ ছাড়া নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত ওসমান পরিবার ও আওয়ামী লীগের বিরুদ্ধে এই সর্বদা ছিলেন সোচ্চার। সাগরকে হারিয়ে মহানগর ছাত্রদল আবারো ধরা সই হয়ে পরেছে। এদিকে বর্তমানে ছাত্রদলের কমিটি গঠনের অমনযোগী হয়ে উঠেছে কেন্দ্রীয় হাইকমান্ড। এর আগে গত ২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি এবং জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই দিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইসতিয়াক সিকদারকে। এদিকে ধার্য সময় সাপেক্ষে মহানগর ছাত্রদল সকল ইউনিট কমিটি ও নিজেদের কমিটি পূর্নাঙ্গ করতে পারলে ও জেলা ছাত্রদল ছিলেন পুরো রূপে ব্যর্থতার প্রমান দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অবমূল্যায়িত ছাত্রদল নেতা বর্তমান যুবদল নেতা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সাহেবের বক্তব্যে ‘বিএনপিতে গণতন্ত্র নাই’ এই বক্তব্যে আমি এক মত। কারণ বর্তমানে বিএনপি থেকে এরাই সুবিধা ভোগ করছেন যারা বিগত দিনে নৌকা মার্কা বিএনপি ছিলেন। তারাই ঠেসে ঠেসে বড় বড় পদ-পদবি নিয়ে বসে আছেন। কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে এদের ভূমিকা ছিলো না দেখার মতোই। কিন্তু যখনই পদ-পদবীর হিসেব আছে তখনই মোট অংকের টাকার বিনিময়ে এরা বড় ধরনের পদ-পদবী পায়। যা দলকে সাংগঠনিকভাবে দূর্বল করে ফেলে। এদিকে আমি যখন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম সে সময় বিভিন্নভাবে কমিটিতে স্থান পেতে লবিং করলে ও অন্যরা টাকার উপরে বসে কমিটি নিয়ে আসতো। যাকে ঘিরে আমরা বছরের পর বছর অবমূল্যায়িত হয়ে বর্তমানে যুবদলের রাজনীতিতে চলে এসেছি। আমার মতো জেলা ও মহানগর ছাত্রদলের অসংখ্য শত শত ছাত্র নেতা রয়েছে যারা পদ-পদবী না পেয়ে অবমূল্যায়িত হয়েই ছেড়ে দিয়েছে ছাত্র রাজনীতি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা