আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:৫৮
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

এলাকায় ফিরছে আওয়ামী দোসররা

ডান্ডিবার্তা | ১৬ মার্চ, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আস্তে আস্তে আওয়ামী দোসররা প্রকাশ্যে আসতে শুরু করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের ঘুরা ফেরা করতে দেখা যাচ্ছে। যারা জুলাই-আগষ্টে পতিত সরকারের প্রধানমন্ত্রী নির্দেশে সাধারন মানুষের উপর অস্ত্রে-সজ্জে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঝাঁপিয়ে হতাহতের ঘটনা ঘটায়। সেই আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারন মানুষকে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জেও প্রতিটি থানায় কয়েক শতাধিক মামলা হয়েছে। দায়েরকৃত মামলাগুলো শামীম ওসমান ও মেয়র আইভীর দোসররা মামলার আসামী হলেও তারা প্রকাশ্যেই রয়েছেন বিএনপির কিছু নামধারী নেতাদের সংস্পর্শে। সুদুর ভারতে পালিয়ে থাকা পতিত দোসর প্রধান শেখ হাসিনার নির্দেশে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে এখনও পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী ডেভিলরা। প্রতিটি পাড়া-মহল্লায় সুসংগঠিত হচ্ছে দেশকে অশান্ত করতে। এদের মধ্যে অন্যতম রয়েছেন গডফাদার শামীম ওমসানের আস্থাভাজন মদনপুর ইউপি চেয়ারম্যান সালামের সহযোগি ও ইউপির ১নং ওয়ার্ড মেম্বার সাকিল পারভেজ রনি এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য সাবেক মেয়র আইভীর আস্থাভাজন ভিপি জামির হোসেন রনি। আওয়ামী দোসররা মেম্বার রনি এবং ভিপি রনিগংরা এখনও প্রকাশ্যে রয়েছে। অপারেশন ডেভিল হান্টেও চলছেন তারা বুক ফুলিয়ে। এর মধ্যে মেম্বার রনি দিনের আলোতে অন্যত্র থাকলেও রাত্রিযাপন করছেন নিজ বাড়িতে। ভিপি রনিও রয়েছেন একই হালে। স্থানীয়দের মতে, মেম্বার রনি নিজে ঘোষনা দিচ্ছেন যে কোন মুল্যে তিনি তার সহযোগিদেরকে নিয়ে মদনপুর ইউপির আশপাশ এলাকাতে আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে একত্রিত করবেন এবং শেখ হাসিনার নির্দেশে তিনি আওয়ামীলীগের যাবতীয় কার্যক্রম সফল করে তুলবেন। মেম্বার রনি ও ভিপি রনি উভয়েই দলের নেতাকর্মীদের সুসংগঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা। এ জন্য তারা নামধারী কিছু বিএনপির নেতাকর্মীর সাথে আর্থিক সুবিধার মাধ্যমেই এলাকাতেই অবস্থান করছেন। স্থানীয়দের দাবী, দেশব্যাপী যে অপারেশন ডেভিল হান্টের অভিযান চলছে সেই অভিযানগুলো নারায়ণগঞ্জের কয়েকটি থানা এলাকাতে চলছে ঢিলেঢালাভাবে। যে কারনে মদনপুরের রনি মেম্বার ও ভিপি জামির হোসেন রনিগংরা প্রকাশ্যেই রয়েছেন। আর দেশের সাধারন মানুষের মাঝে স্বস্তি ফেরাতে আওয়ামী ডেভিল রনি মেম্বার ও ভিপি রনিগংদেরকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার জন্য আহবান জানান। এছাড়া রনজিত মন্ডল যিনি নারায়ণগঞ্জের অপরাধের শিরোমনি গডফাদার শামীম ওসমানের আর্শীবাদে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হিসেবে থেকে চোরাই তেল, ভুমিদস্যুতা ও ঝুট সেক্টর নিয়ন্ত্রন করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত কয়েকটি মামলারও আসামী এ রনজিত মন্ডল। শুধুমাত্র সংখ্যালঘুর সাইনবোর্ডটি কাধে থাকার সুবাদে এবং স্থানীয় বিএনপির নেতাদের আশ্রয়ে সে এখনও পর্যন্ত প্রকাশ্যেই চলাচল করছেন। আমলাপাড়ার সুজন সাহা যিনি সাবেক সাংসদ শামীম ওসমানের বন্ধু এবং আওয়ামীলীগ নেতা। বিগত ১৭ বছরে সাংসদ শামীম ওসমানের ক্ষমতার প্রভাবে সুজন সাহা ও তার ভাতিজা অয়ন ওসমানের ঘনিষ্ট বন্ধু ছাত্রলীগ নেতা রনজিত সাহা। নগরীর নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা সংকর সাহা যিনি সাবেক মেয়র ডা.আইভীর ঘনিষ্টজন হিসেবেই বিগত ১৭ বছর ছিলেন দাপুটে। মাসদাইর পৌর শ্মশানের সভাপতি দাবীদার হয়ে তার নেতৃত্বে কয়েকজন সনাতন ধর্মের নেতার কাছে জিম্মি ছিলো শ্মশানে আগতরা। ৫ আগষ্টের আগেও সংকর সাহা ছিলেন মেয়র আইভীর ঘনিষ্টজন। সেই সুবাদেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালিয়েও তারা বর্তমানে নিরাপদে রয়েছেন। ফতুল্লার কাশিপুর ভোলাইল টাওয়ার পাড় এলাকায় এখনও প্রকাশ্যে ঘুরাফেরা করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে মামলার আসামী ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগ ফতুল্লা থানা কমিটির সভাপতি মো.ইব্রাহিম খলিল। তবে স্থানীয়দের মতে বিএনপি নেতাদের মদদেই নাকি আওয়ামীলীগের এ ডেভিল ইব্রাহিম খলিল এখনও বীরদর্পে চলাচল করছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ও মামলা আসামী ইব্রাহিম খলিল দিব্ব্যি প্রকাশ্যেই হোন্ডা নিয়ে কাশিপুরসহ শহরজুড়ে ঘুরে বেড়ালেও রয়েছেন ধরা ছোয়ার বাহিরে। আর  সেই আগের রুপেই শুরু করেছে ভুমিদস্যুতা। নিরীহ জমির মালিকের কাছে পুর্বের তুলনায় নতুনভাবেই আতংকের মাঝে দিনানিপাত করছেন। কখন আবার কার পক্ষালম্বন কওে কোন অসহায় ও নিরীহ মানুষের শেষ সম্বল জমিটুকুর উপর কুনজর করে এ আওয়ামী ডেভিল ইব্রাহিম খলিলের। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলার অন্যতম আসামী ইব্রাহিম খলিলকে দ্রæত গ্রেফতারের দাবী জানান স্থানীয়রা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা