
ডান্ডিবার্তা রিপোর্ট
মোবাইলে ফ্রি-ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে দুই কিশোর মাশরুর হাসান চৌধুরী ও অয়ন চৌধুরী আহাদ এর কাছে থাকা ছুরির আঘাতে রায়হান নামে অপর কিশোরকে গুরুতর রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জালকুড়ি উত্তরপাড়া এলাকার সুদু মিয়ার ছেলে মো.কামাল হোসেন উক্ত দুই কিশোরের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করিলে ঘটনার তদন্ত শেষে মামলা গ্রহণ করেছে থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ৬ মার্চ রাত সাড়ে ৮টায় কামাল হোসেনের স্কুল পড়–য়া ছেলে রায়হানের সাথে বিবাদীদ্বয়ের সহিত মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেইমস খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া তর্ক-বিতর্কের শুরু হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জালকুড়ি সিকদার পুল এলাকার স্বপন চৌধুরী ছেলে মাশরুর হাসান চৌধুরী ও মোহাম্মদ চৌধুরীর ছেলে অয়ন চৌধুরী আহাদ বিবাদীদ্বয় উত্তেজিত হয়ে আমার ছেলেসহ তাহার দুই বন্ধুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার ছেলে ও তাহার দুই বন্ধু বিবাদীদ্বয়কে গালিগালাজ করতে না করলে বিবাদীদ্বয় আরো ক্ষিপ্ত হয়ে আমার ছেলে ও তাহার বন্ধুদেরকে আঘাত করিতে থাকিলে ১ ও ২নং বিবাদীর হাতে থাকা ছুরি দিয়ে আমার ছেলের পেটের বাম পাশে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। আমার ছেলের বন্ধু মোঃ রোজান প্রধান (১৫) এর ডান হাতে ও পিঠে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয় এবং আমার ছেলের বন্ধু মোঃ সাইফুল ইসলাম (১৩) এর বাম হাতে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়। আমার ছেলে ও তাহার বন্ধুদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীদ্বয় বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে আমার ছেলে ও তাহার বন্ধুদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯