
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। তাও আবার নিজ দলের নেতাদের নিয়ে এই বাকযুদ্ধ চলছে। যা নিয়ে শহরময় আলোনচনা সমালোচনার জন্ম দিচ্ছে। কেহ চাচ্ছে আওয়ামী ঘেষা বিএনপি নেতাদের পুর্নবাসন করতে আবার কেহ এর বিরোধীতা করছেন। আবর কেহ নিজ দলের অভ্যন্তরিন দুর্বলতা বা স্বেচ্ছাচারিতার কথা বলে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন। আবার সহযোগি সংগঠনের নেতারা নেমেছের সংঘাতে। তাও আবার দখলবাজি নিয়ে। যে কারণে তারা অস্ত্র প্রদর্শনসহ গুলি বিনিময়ও করেছেন। যা এখন উত্তেজনায় রূপ নিয়েছে। এছাড়া দলের পদ পদবী নিয়েও চলছে ব্যাপক উত্তেজনা। বিএনপিকে বদনাম করার জন্য আওয়ামী দোসরদের একটি এজেন্ট বিএনপির অভ্যন্তরে অনুপ্রবেশ করে নানা অপকর্ম করে বিএনপিকে সমালোচনার মুখে দাঁড় করাচ্ছে। আর অনুপ্রবেশকারীদের কিছু অর্থলোবী বিএনপি নেতা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ অহরহ পাওয়া যাচ্ছে। তা বিএনপির হাই কমান্ডও অবগত আছেন। তাই ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য দুয়েকজন অপকর্ম করছে। তাদের আমরা কোনোভাবেই দলে রাখতে পারব না। আমরা যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম, তাদের জন্য বিতর্কিত হতে পারব না, জনগণের বিরাগভাজন হতে পারব না। যথেষ্ট হয়েছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ, দখলদারদের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না।’ তিনি বলেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটা সুনাম অর্জন হয়েছে। জনগণের সহমর্মিতা-সমর্থন বিএনপি আদায় করতে পেরেছে। এখন দুঃখের সঙ্গে বলতে হবে, সেটা অনেক খানি ক্ষতিগ্রস্ত হয়েছে কতিপয় কর্মী সমর্থকের কারণে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আগামীতে মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।’ উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ইশরাক বলেন, ‘আমাদের আচার-আচরণ যেমন হওয়া উচিত ছিল, সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের কি দোষ-ত্রæটি, ত্রæটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্ম লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। অপকর্ম সবদলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল। এখন আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই। জনগণের মনকে জয় করে আমাদের রাজনীতি করতে হবে।’ তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়া কিন্তু পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পারছি পরিকল্পিতভাবে, সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য, বিএনপির নেতাদের চরিত্র হননে একটি মহল উঠে পড়ে লেগেছে।’ এদিকে দেখা যায় ফতুল্লায় বিএনপিতে উত্তেজনা, সিদ্ধিরগঞ্জে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের মধ্যে চলছে উত্তেজনা। এভাবে যদি চলতে থাকে তবে এর মাসুল বিএনপিতে কড়াগন্ডায় দিতে হবে। যা আগামী নির্বাচনে এর প্রভাব পড়বেই। তাই যারা বিএনপিকে কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে এখনই পদক্ষেন নেয়া জরুরী বলে মনে করেন বিআনেপি মাঠ পর্যংায়ের নেতা কর্মীরা। কারণ বিএনপির কামটি বাগিয়ে অনেকে বিএনপির প্রভাব খাটিয়ে বিএনপিকে কলঙ্কিত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধেও জোড়ালো পদক্ষেপ এখনই নিতে হবে। নয়তো যত দিন যাবে ততই বিএনপির জন্য খারপ হবে। এজন্য মাঠ পর্যায়ের নেতা কর্মীরা তারেক রহমানের জরুরী হস্তক্ষেপ চেয়েছেন। যেন নারায়ণগঞ্জ বিএনপিকে রক্ষ করা হয়।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯