
ডান্ডিবার্তা রিপোর্ট
আমার আর কিছু বলার নাই। উনি তো ১৭ বছরে একবারও জেল খাটে নাই। আমরা ফতুল্লার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত। শামীম ওসমানের সঙ্গে সেন্টুর যে সম্পর্ক ওই সম্পর্ক যদি সেন্টুর সঙ্গে আমার থাকতো তাহলে কি আমি এতো নির্যাতিত হতাম। চেয়ারম্যান সাহেব বিএনপির যারা কর্মী রয়েছেন তাদের সাহায্য করতে পেরেছেন। কিন্তু আমরা যারা গুরুত্বপূর্ণ পদে ছিলাম আমাদের তো সাহায্য করতে পারে নাই। আমি তো সবচেয়ে নির্যাতনের শিকার। বিএনপির কর্মসূচি পালন করতে গিয়ে আমি চোখে গুলিবিদ্ধ হই। গত ২৬ ফেব্রæয়ারি চাঁদপুর মোহনায় পর্যটন কেন্দ্রে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এক বনভোজন অনুষ্ঠানে গিয়াস বলেন, “বিএনপির গঠনতন্ত্র বলে, গঠনতান্ত্রিক নিয়মে এই দল গঠন এবং পরিচালিত হবে। কিন্তু আমাদের এই দল এভাবে কি চলে? যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দল চলতো তাহলে যেসব নেতাকর্মীরা হতাশা, দু:খ-বেদনা নিয়ে বক্তব্য দিলেন, তাদের এই দু:খ-দুর্দশা থাকতো না। নিজের দলের মধ্যে গণতন্ত্র নাই। আবার রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাই। এটা তো হতে পারে না। আজ দেশে গণতন্ত্র দিয়ে নির্বাচন হোক। এই নির্বাচনের মধ্যে কোটি কোটি টাকায় মনোনয়ন বিক্রি করা হয়। এই দেশ আমরা এই কারণেই স্বাধীন করেছি? ভালো মানুষের অভাব নাই বিএনপিতে। ভালো মানুষের অভাব নাই অন্য কোনো দলেও। কিন্তু ভালো মানুষগুলোর টাকা না থাকলে সমস্যা। সে নমিনেশন পাবে না। কারণ টাকার গাট্টি দিয়ে দিতে হবে। এমন রাজনীতি যদি দেশে থাকে তাহলে বাংলাদেশের আকাশে কখনো সূর্য উদয় হবে না। সেজন্য আমি খোলাখুলিভাবে আমি আপনাদের কথাগুলো বলছি। আমি গিয়াস উদ্দিন। আমি মুক্তিযুদ্ধের কমান্ডার। বিএনপি আমাকে বহিষ্কার করে দিতে পারে। কিন্তু আমি তা কেয়ার করি না। কারণ আমি যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। কারো কাছে বন্ধক থাকার মানুষ না, কারো কাছে মাথা নত করার মানুষ না। গিয়াসের এই বক্তব্যে বিএনপির একটি পক্ষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা বিভিন্ন বক্তব্যে এর তীব্র সমালোচনা করছেন। তাদের ভাষ্য, বিএনপিতে গণতন্ত্র না থাকলে তারা দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারতো না। গিয়াসের এই বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্য দলগুলো বিএনপি নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখাচ্ছে। সেই সঙ্গে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯