আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:৫৩
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

আওয়ামী দোসরদের সেল্টারদাতাদের নিয়ে বিপাকে বিএনপি

ডান্ডিবার্তা | ১৮ মার্চ, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগারদের সেল্টারদাতাদের নিয়ে বির্তকে জড়াচ্ছে বিএনপির কতিপয় নেতাকর্মী। গোপনে অর্থের বিনিময়ে আওয়ামীলীগারদের সেল্টারদেয়া সহ তাদের বিএনপি নেতা বানিয়ে দেয়ার মত কাজ লিপ্ত একাধিক বিএনপি নেতা। কতিপয় বিএনপির নেতার কারণে বিএনপিকে বার বার বির্তকের মুখে পড়তে হচ্ছে। আর এসকল কাজ অনান্য জেলার চেয়ে নারায়ণগঞ্জে বেশী ঘটছে। যার কারণে আওয়ামী দোসররা এখন প্রকাশ্যে ঘুরা ফেরা করতে সাহস পাচ্ছে। আর এই সুযোগে আওয়ামী দোসররা অন্তর্বতি সরকার ও বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলছে। বিএনপির একাধিক ত্যাগী নেতা বলেন, এর জন্য দায়ি বিএনপির কিছু নামধারী নেতা আছে যারা পদ পদবীর জোরে অর্থের বিনিময়ে আওয়ামীলীগারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। যে আওয়ামীলীগাররা বিগত ১৬টি বছর বিএনপিতে পাত্তা দেয়নি বা রাজপথে দাঁড়াতে দেয়নি সেই আওয়ামলিীগারদের জন্য বিএনপির কিছু অর্থলিপ্সু নেতার মায়া কান্না করতে দেখা যাচ্ছে। যার কারণে বিএনপি এখন বার বার বির্তকে জড়াচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে ৫ আওয়ামী দোসরকে রক্ষা করে চলেছেন যুবদল নেতা কাজী নুর আলম এমনটাই বলছেন ওয়ার্ডের সাধারন বাসিন্দারা। ৬ ভাইয়ের মধ্যে ৫ ভাই ছিলো স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের অন্যতম দোসর এবং পলাতক গডফাদার শামীম ওসমানের চেলাচামুন্ডা। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার উপর হামলার দায়ের একাধিক বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামী তারা। স্থানীয়রা জানান, কাজী পরিবারের ৫ সন্তান যথাক্রমে কাজী নুর আলম, কাজী ওহিদ আলম, কাজী মনির, কাজী আয়নাল ও কাজী আলমাস ও শাহ আলম। এদের মধ্যে কাজী নুর আলম ছাড়া বাকী সবাই বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ছিলেন দূর্দান্ত প্রতাপশালী। আর কাজী ওহিদ আলম ছিলেন সাবেক গডফাদার খ্যাত সাংসদ শামীম ওসমানের একমাত্র ছেলে ছাত্র সমাজকে ধ্বংসের মহানায়ক অয়ন ওসমানের অন্যতম সহযোগি ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। ৫ আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুথানে ভারতে পালিয়ে যায় স্বৈরাচারী একনায়কতন্ত্রেও মহানায়িকা শেখ হাসিনা। কয়েকদিন পর স্বপরিবারে পালিয়ে যায় গডফাদার শামীম ওসমান। স্থানীয়দের দাবী, জুলাই-আগষ্টে শামীম ওসমান ও অয়ন ওসমানের নির্দেশে কাজী ওহিদসহ তার অন্যান্য ভাইয়েরা সিদ্ধিরগঞ্জের বিভিন্নস্থানে আন্দোলনরত নিরস্ত্র ছাত্র-জনতার উপর অস্ত্রে-সজ্জে সজ্জিত হয়ে হামলা চালিয়ে হতাহতের ঘটনার জন্ম দেন। জুলাই-আগষ্টের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত একাধিক বৈষম্যবিরোধী মামলায় আসামীও হয়েছেন কাজী ওহিদ আলম। কিন্তু তার ভাই কাজী নুর আলম সিদ্ধিরগঞ্জে যুবদলের নেতা হওয়ার আর্শীবাদে সকল অপরাধ যেন পানিতে ধুয়ে-মুছে গেছে। ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামী হয়েও যেন কাজী ওহিদ আলমরা অনেকটা নিরাপদে প্রকাশ্যেই চলাচল করছে ভাই যুবদল নেতা হওয়ার সুবাদে। স্থানীয়রা আরো জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামী হয়ে কিভাবে কাজী ওহিদ আলমরা যদি যুবদল নেতার ভাই হওয়ার সুবাদে আইনের আওতায় থেকে রেহাই পেয়ে যান তাহলে তো আর দেশ থেকে বৈষম্য দুর হলোনা বরং আত্মীয়তার সুবাদে অপরাধীকে ছাড় দিয়ে অপরাধীর অপরাধ প্রবনতাকে আরো উস্কে দেয়ার সামিল। তারা আরও বলেন, এক যুবদল নেতা ভাইয়ের কারনে যদি আইনের প্রতি সাধারন মানুষের মাঝে অবজ্ঞার সৃষ্টি হয় তবে সেটা জাতির জন্য খারাপ হওয়া ছাড়া ভালোর কোন লক্ষন দেখা দিবেনা। যুবদল নেতা ভাইয়ের সাহসের কারনে বিগত ১৭ বছরের মত আবারো বেপরোয়াভাবেই অপকর্ম চালিয়ে যাচ্ছে কাজী ওহিদ আলমরা। শুধু নিজের ভাইকেই নয় অনেক আওয়ামী ডেভিলকে মোটা অংকের টাকার বিনিময়ে রক্ষা করে যাচ্ছেন যুবদল নামধারী কাজী নুর আলম। অপরদিকে যুবলীগ নেতা শরীফ হোসেন হঠাৎ বিএনপি নেতা বনে যান। ৫ লাখ টাকা খরচ করে ফতুল্লা থানা শাখার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নামের একটি ভূঁইফোড় সংগঠনের আহবায়ক হোন। কিন্তু শেষ পর্যন্ত র‌্যাবের হাতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। জানা গেছে, ১২ মার্চ রাতে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে যুবলীগ নেতা শরীফ হোসেনকে গ্রেপ্তার করে পরদিন বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় তাকে সোপর্দ করে। শরীফ হোসেন পলাতক শামীম ওসমানের সেকেন্ড ইন কমান্ড শাহনিজাম ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। বন্দরে হিরণ, লিটন, জাহিদ, তারা মিয়ারা বিএনপির নাম ভাঙ্গিয়ে আওয়ামী দোসরদের সেল্টার দেয়ার অভিযোগ রয়েছে। তাদের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার ও ডাকাতির ঘটনায় বিএনপির সুনাম ক্ষুন্ন হতে চলেছে। এই সকল কর্মকান্ডের কারণে বিএনপিকে বার বার বির্তকিত করছে তারা। এসকল নামধ:ারী নেতাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিএনপির একাধিক ত্যাগী নেতা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা