আজ শুক্রবার | ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১ | ৫ শাওয়াল ১৪৪৬ | রাত ১২:১৫
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

কিছু নেতার কর্মকাÐে বির্তকে বিএনপি

ডান্ডিবার্তা | ১৮ মার্চ, ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
একটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি মুক্ত সুশৃঙ্খল দেশ প্রত্যাশা করেছিল প্রায় সব শ্রেণির মানুষ। কিন্তু বিএনপি নেতাকর্মীদের একের পর এক নেতিবাচক কর্মকাÐ ভোলাতে পারেনি পতিত আওয়ামী লীগের সুবিধাভোগীদের অন্যায়-দুর্নীতি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশ। যদিও দলের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাÐ নিয়ে ৫ আগস্টের পর থেকেই শক্ত অবস্থানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ উঠলেই নিয়েছেন সাংগঠনিক ব্যবস্থা। তবু থামাতে পারছেন না নেতাকর্মীদের। বিষয়টি নিয়ে গোটা দলের মধ্যেই এক ধরনের অস্বস্তি রয়েছে। দলটির দায়িত্বশীল নেতাদের ভাষ্য, অভিযোগ উঠলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপি অপপ্রচারের শিকার হচ্ছে। যারা অপকর্মে জড়িত তারা অধিকাংশই ‘সুবিধাবাদী’ রাজনীতিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত টিম দেশব্যাপী সাংগঠনিক সফরের মাধ্যমে স্পষ্ট বার্তা দিচ্ছেন নেতাকর্মীদের। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির ভুলের দায়ভার সংগঠন নেবে না। গত ৫ আগস্টের পর বিএনপি নেতাকর্মীদের একাংশ সারাদেশে ব্যাপকভাবে চাঁদাবাজি, দখলবাজিতে জড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। এসব ঘটনায় ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি। বিএনপিতে শুধু চাঁদাবাজ নয়, কোনো অপরাধীরই স্থান নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যমে আসা কিছু নেতিবাচক শিরোনামে চোখ বুলিয়ে নেওয়া যাক। ‘যুবদল নেতা নয়নের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে হামলার অভিযোগ’, ‘সুনামগঞ্জে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে আহত ২০, নিহত ১’, ‘পুরান ঢাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে মার্কেট দখল নিয়ে গোলাগুলি, আহত ১০’, ‘নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক ’, ‘ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তাকে হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার’, ‘ঠাকুরগাঁওয়ে এলজিইডি কর্মকর্তাদের ওপর বিএনপি নেতাদের হামলায় আহত ৫’, ‘মনপুরায় বিএনপির আলম-নয়ন গ্রæপের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৩’, ‘জামায়াত নেত্রীর ওপর হামলা, বিএনপি নেতার ছেলে গ্রেফতার’, ‘ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেফতার’, ‘নোয়াখালীতে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২, ‘রাজশাহীতে ইফতারে নেতাকে বরণ নিয়ে সংঘর্ষ, আহত বিএনপিকর্মীর মৃত্যু’, ‘কুমিল্লায় বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০’, ‘শ্যামনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে জামায়াতকর্মীসহ আহত ১২’, ‘মেহেরপুরে বিএনপির দুই গ্রæপে সংঘর্ষে আহত ২০’, ‘সাইনবোর্ড লাগিয়ে বিএনপি নেতার জমি দখল’- এমন আরও অসংখ্য শিরোনাম খুঁজলে পাওয়া যাবে বিএনপি নেতাকর্মীদের নামে। গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে দলটির নেতাকর্মীরা যেসব অপরাধমূলক কর্মকাÐে জড়িয়েছিল, বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় না থেকেও সেসব কর্মকাÐে জড়াচ্ছেন। মানিকগঞ্জ জেলা বিএনপির নেতা ড. খোন্দকার আকবর হোসেন জাগো নিউজকে বলেন, ‘অন্য জায়গার মতো আমাদের মানিকগঞ্জেও দখলবাজিসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাÐ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সুবিধাবাদী নেতারা এসব অপকর্মে জড়াচ্ছেন। এখন যারা এগুলো করছে তারা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারেরও সুবিধাভোগী ছিল।’ গত বছরের ৭ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তার রেকর্ড করা ভিডিও বক্তব্যে বলেন, শান্তি, প্রগতি ও সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করি। একই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন।’ দলের যে সমস্ত নেতাকর্মী অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম হচ্ছে এবং বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে।-বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এরপর গত সাত মাসে অসংখ্যবার তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বক্তব্য দিয়েছেন। বিতর্কিত কর্মকাÐে না জড়ানোর আহŸান জানিয়েছেন। তাতে অবশ্য খুব বেশি কর্ণপাত করেননি দলটির নেতাকর্মীরা। অন্তত গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ এবং দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থার রেকর্ড সেটাই প্রমাণ করে। তারেক রহমান পরবর্তীসময়ে বিভিন্ন বক্তব্যে বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা দলের শৃঙ্খলাভঙ্গের কারণ হবেন, ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়েই সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে, নিতে হবে। এ বিষয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ‘বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারাদেশে টিম সফর করছে। এই টিমের সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় সভা হচ্ছে।’ তিনি বলেন, ‘সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল করে নেতাকর্মীদের চাঙা করার নির্দেশ দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা