
ডান্ডিবার্তা রিপোর্ট
একটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি মুক্ত সুশৃঙ্খল দেশ প্রত্যাশা করেছিল প্রায় সব শ্রেণির মানুষ। কিন্তু বিএনপি নেতাকর্মীদের একের পর এক নেতিবাচক কর্মকাÐ ভোলাতে পারেনি পতিত আওয়ামী লীগের সুবিধাভোগীদের অন্যায়-দুর্নীতি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশ। যদিও দলের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাÐ নিয়ে ৫ আগস্টের পর থেকেই শক্ত অবস্থানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ উঠলেই নিয়েছেন সাংগঠনিক ব্যবস্থা। তবু থামাতে পারছেন না নেতাকর্মীদের। বিষয়টি নিয়ে গোটা দলের মধ্যেই এক ধরনের অস্বস্তি রয়েছে। দলটির দায়িত্বশীল নেতাদের ভাষ্য, অভিযোগ উঠলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপি অপপ্রচারের শিকার হচ্ছে। যারা অপকর্মে জড়িত তারা অধিকাংশই ‘সুবিধাবাদী’ রাজনীতিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত টিম দেশব্যাপী সাংগঠনিক সফরের মাধ্যমে স্পষ্ট বার্তা দিচ্ছেন নেতাকর্মীদের। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির ভুলের দায়ভার সংগঠন নেবে না। গত ৫ আগস্টের পর বিএনপি নেতাকর্মীদের একাংশ সারাদেশে ব্যাপকভাবে চাঁদাবাজি, দখলবাজিতে জড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। এসব ঘটনায় ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি। বিএনপিতে শুধু চাঁদাবাজ নয়, কোনো অপরাধীরই স্থান নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীদের নিয়ে গণমাধ্যমে আসা কিছু নেতিবাচক শিরোনামে চোখ বুলিয়ে নেওয়া যাক। ‘যুবদল নেতা নয়নের বিরুদ্ধে ইসলামী ব্যাংকে হামলার অভিযোগ’, ‘সুনামগঞ্জে বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে আহত ২০, নিহত ১’, ‘পুরান ঢাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে মার্কেট দখল নিয়ে গোলাগুলি, আহত ১০’, ‘নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক ’, ‘ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তাকে হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার’, ‘ঠাকুরগাঁওয়ে এলজিইডি কর্মকর্তাদের ওপর বিএনপি নেতাদের হামলায় আহত ৫’, ‘মনপুরায় বিএনপির আলম-নয়ন গ্রæপের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৩’, ‘জামায়াত নেত্রীর ওপর হামলা, বিএনপি নেতার ছেলে গ্রেফতার’, ‘ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেফতার’, ‘নোয়াখালীতে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২, ‘রাজশাহীতে ইফতারে নেতাকে বরণ নিয়ে সংঘর্ষ, আহত বিএনপিকর্মীর মৃত্যু’, ‘কুমিল্লায় বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০’, ‘শ্যামনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে জামায়াতকর্মীসহ আহত ১২’, ‘মেহেরপুরে বিএনপির দুই গ্রæপে সংঘর্ষে আহত ২০’, ‘সাইনবোর্ড লাগিয়ে বিএনপি নেতার জমি দখল’- এমন আরও অসংখ্য শিরোনাম খুঁজলে পাওয়া যাবে বিএনপি নেতাকর্মীদের নামে। গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে দলটির নেতাকর্মীরা যেসব অপরাধমূলক কর্মকাÐে জড়িয়েছিল, বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় না থেকেও সেসব কর্মকাÐে জড়াচ্ছেন। মানিকগঞ্জ জেলা বিএনপির নেতা ড. খোন্দকার আকবর হোসেন জাগো নিউজকে বলেন, ‘অন্য জায়গার মতো আমাদের মানিকগঞ্জেও দখলবাজিসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাÐ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সুবিধাবাদী নেতারা এসব অপকর্মে জড়াচ্ছেন। এখন যারা এগুলো করছে তারা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারেরও সুবিধাভোগী ছিল।’ গত বছরের ৭ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তার রেকর্ড করা ভিডিও বক্তব্যে বলেন, শান্তি, প্রগতি ও সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করি। একই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন।’ দলের যে সমস্ত নেতাকর্মী অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম হচ্ছে এবং বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে।-বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এরপর গত সাত মাসে অসংখ্যবার তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বক্তব্য দিয়েছেন। বিতর্কিত কর্মকাÐে না জড়ানোর আহŸান জানিয়েছেন। তাতে অবশ্য খুব বেশি কর্ণপাত করেননি দলটির নেতাকর্মীরা। অন্তত গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ এবং দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থার রেকর্ড সেটাই প্রমাণ করে। তারেক রহমান পরবর্তীসময়ে বিভিন্ন বক্তব্যে বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা দলের শৃঙ্খলাভঙ্গের কারণ হবেন, ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়েই সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে, নিতে হবে। এ বিষয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ‘বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারাদেশে টিম সফর করছে। এই টিমের সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় সভা হচ্ছে।’ তিনি বলেন, ‘সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল করে নেতাকর্মীদের চাঙা করার নির্দেশ দেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯