আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সন্ধ্যা ৬:৫২
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

আওয়ামী দোসর কাউন্সিলররা লাপাত্তা

ডান্ডিবার্তা | ১৮ মার্চ, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৯নং সাবেক কাউন্সিলর ইস্স্রাফিল, ২৪নং সাবেক কাউন্সিলর আফজাল হোসেন। তবে ২৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হলেও কয়েকদিনের ব্যবধানের তিনি জামিনে মুক্ত হন। অন্যদিকে র‌্যাবের জালে গ্রেপ্তার হয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। ১৩ মার্চ নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি। তিনি নারায়ণগঞ্জের ওসমান পরিবারের অতি ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৬ ফেব্রæয়ারি বন্দর থেকে দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি। তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ নেতা ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ৪ মার্চ অপারেশন ডেভিল হান্টে বন্দর উপজেলা সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিার বিরুদ্ধে যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ডালিমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকেও ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ২০২২ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্ব›দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। তাদের পরে আড়াইহাজারে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম শুভকে পাচরুখি এলাকায় একটি ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জালাল হোসেনকে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা