আজ বৃহস্পতিবার | ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১ | ১১ শাওয়াল ১৪৪৬ | সকাল ১০:৫১

ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস

ডান্ডিবার্তা | ১৮ মার্চ, ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়নগঞ্জে আসবে। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রæত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ অনুরোধে বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত¡াবধানে চালু হতে যাওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং উন্নত সেবার ট্রেন পরিচালনার মানদÐ বজায় রাখবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বর্তমান ট্রেন সার্ভিসের মান নিয়ে যাত্রী সাধারণ মোটেও সন্তুষ্ট নয়। বরং নিয়মিত যাত্রীদের হাজারো অভিযোগ। ট্রেনের সিট ভালো না। গরমে ফ্যান চলেনা। রাতে অনেক বগিতে ঠিকমত বাতি জ্বলেনা। নারায়ণগঞ্জ রেলওয়ে সূত্র বলছে, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করে। এদের মধ্যে অফিসগামী লোকজন থেকে শুরু করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা