
ডান্ডিবার্তা রিপোর্ট
টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের পর দলটির নেতারা নারায়ণগঞ্জে বিভিন্ন নাগরিক ইস্যুতে সরব ভূমিকা রাখছেন। রমজান মাসে রাজপথে কর্মসূচি না থাকলেও ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে জনসংযোগ বাড়াচ্ছে দলটি। তাছাড়া, শহরের যানজট নিরসনেও প্রশাসনের সহযোগী হয়ে সক্রিয় ভূমিকা রাখছেন দলটির নেতারা। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দলটির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, যানজট, মামলা বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিতে লোকসমাগমও দেখা যায়। সারাদেশে ধর্ষণবিরোধী আন্দোলনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সক্রিয় আছেন। শহরে মশাল মিছিলও করেছে ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা। এছাড়া, এনসিপি’র নেতারা বিভিন্ন এলাকায় পরিচিতি, মতবিনিময় সভা, জুলাই আন্দোলনে নিহত, আহতদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করেছেন। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পিছিয়ে পরা জনগোষ্ঠীর সাথেও বৈঠক করেছে তারা। রমজানে মাঠে কোনো কর্মসূচি না থাকলেও ইফতার আয়োজনের মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর পথে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে তারা নারায়াণগঞ্জের বিভিন্ন জায়গায় তাদের ইফতার মাহফিলের আয়োজন করেছে। যেখানে বিভিন্ন পেশাজীবী মানুষও অংশ নিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম চালানোর সাথে সাথে জনগণের পাশে থেকে তৃণমূলে থানা, ওয়ার্ড ও আঞ্চলিক পর্যায়ের প্রতিটি ইফতারে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই ইফতার মাহফিল আয়োজনের লক্ষ্য বলে জানান নেতারা। এদিকে, দলটির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন নারায়ণগঞ্জের ৫ তরুণ রাজনীতিক। দলটির প্রথম যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী এবং সদস্য আহমেদুর রহমান তনুর সমন্বয়ে বিভিন্ন ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। জুলাই আন্দোলনে লড়াই করা সহযোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল আয়োজন করা হয় সোনারগাঁতে। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ। এনসিপির উদ্যেগে ইফতার মাহফিল সফলভাবে সমাপ্ত করতে পেরেছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলেও। যেখানে তারা তাদের সংগঠনের নেতৃবৃন্দ ও জুলাইয়ের সহযোদ্ধা ও জনসাধারণকে নিয়ে নিয়ে ফতুল্লার কুতুবপুর, এনায়েত নগর, আলীগঞ্জে, ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে একসাথে ইফতার করেছে। নারায়ণগঞ্জ সদরেও নারী উদ্যোক্তা ও সংগঠকদের সাথেও একসাথে ইফতার করেছে এনসিপির নেতারা। উপস্থিতি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং নারায়নগঞ্জের সংগঠক প্রতিনিধি জোবাইর হোসাইন সহ আরো অনেকেই। যেখানে নারীদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তবে, সামনের রমজানগুলোতে আরও অনেক জায়গাতেই ইফতার মাহফিলের কর্মসূচির পরিকল্পনায় রয়েছে তাদের। বিশেষ করে বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ে এ আয়োজন করা হবে বলে জানান দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু বলেন, একটি নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি মানুষের কাছে প্রতিনিয়ত সাড়া পেয়ে যাচ্ছে। আমাদের আগে যে জনসম্পৃক্ততা ছিলো এইসব কার্যক্রমের মাধ্যমে আরো বাড়ছে। যারা পার্টির সাথে যুক্ত হতে চায় তারা বিভিন্ন এলাকা গুলোতে কাজ করছে পাশাপাশি যারা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ছিলো তারাই অর্গানাইজ করতেছে এটা তাদের উদ্যেগেই করতেছে, আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা এই ইফতারের আয়োজন গুলো করছে। সর্বস্তরের মানুষের সাথে ইফতার করতে পারছি এটা জনগণের সদিচ্ছার কারণে। এবং প্রত্যেকটি জায়গায় আমরা নতুন দল হিসেবে গ্রহনযোগ্যতা পাচ্ছি। যা সামনের দিনগুলোর জন্য ইতিবাচক দিক।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯