আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | রাত ৮:৩০
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

আরাকান আর্মি প্রধান না’গঞ্জে গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশের ভ’খন্ডের ভিতরে যে ভাবে মায়নমার থেকে সশস্ত্র গোষ্ঠী অনুপ্রবেশ করছে তাতে দেশের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশ মানবিক ভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতা দেখালেও রোহিঙ্গারা তার কৃতজ্ঞতা দেখাতে ব্যর্থ হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ড আর মাদক ব্যবসা নিয়ে বহুবার খুন খারাবির ঘটনা অহরহ ঘটলেও এবার বাংলাদেশে আরাকান আর্মির প্রধানসহ একাধিক সদস্য অনুপ্রবেশের কারণে দেশের নিরাপত্তা ঞুমকির মুখে মনে করছেন সাধারণ মানুষ। মায়নমার সীমান্ত কতটুকু অরক্ষিত হলে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ আবু আম্বার জুনুনী বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে তা নিয়ে দেখা দিয়ে নানা প্রশ্ন। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এই আতাউল্লাহ আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলায় গ্রেফতার চার আসামি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রæ সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে ডিজিএফআইয়ের কর্মকর্তা (স্কোয়াড্রন লিডার) রিজওয়ান রুশদী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ। এই আতাউল্লাহসহ ৬জনকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাব তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করলে গতকাল মঙ্গলবার এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার ৪ জনকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নারী সদস্য ও এক শিশুকে একই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় এর আগে গত ১৬ মার্চ ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকা থেকে দুইজন পুরুষ দুইজন নারীকে আটক করা হয়। এরমধ্যে একই মামলায় ময়মনসিংহ থেকে আটক দুইজন পুরুষকেও ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুই নারীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে আসামিদের হাজির করা হলে আদালত ১০ দিনের রিমান্ডের শুনানি শেষে ছয়জনকে প্রতি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ভোরে র‍্যাব-১১ সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধানসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এছাড়া গত রোববার ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকা থেকে দুইজন পুরুষ দুইজন নারীকে আটক করা হয়। সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতারকৃতরা হলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ (৪৮), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), মিয়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী, মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা আসমাউল হোসনা (২৩), আরাকান রাজ্যের ১৫ বছর বয়সী এক কিশোর, এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)। ময়মনসিংহ থেকে গ্রেফতারকৃতরা হলেন, আসমত উল্লাহ (৪০), মো. হাসান (৪৩), মোসাম্মত শাহিনা (২২), ও ১৭ বছর বয়সী কিশোরী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাÐে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা একটি গোপন বৈঠকে মিলিত হচ্ছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‌্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে গোপন বৈঠক করার সময় সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসিক এলাকা থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধানসহ ছয়জন এবং ময়মনসিংহ থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। তাঁদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি চাকু, ধারালো স্টিলের মোটা চেইন ও চারটি হাতঘড়ি জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুটি মামলা করা হয়। আদালতের সরকারি কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা সাংবাদিকদের জানান, গোপন বৈঠক করার সময় র‍্যাব অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থেকে ছয়জন এবং ময়মনসিংহ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। তিনি বলেন, সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট ও দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করতে ষড়যন্ত্র করার জন্য অশুভ পাঁয়তারার চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা