আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | রাত ৮:২৭
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

ফিজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৫ | ১২:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
হত্যার প্রায় আড়াইমাস অতিবাহিত হওয়ার পরও গ্রেপ্তার হচ্ছে না আসামিরা। ফলে বিচার নিয়ে অনেকটাই হতাশায় আছেন তারা’ এমন দাবি করে অঝরে কাঁদলেন নিহত লামিয়া আক্তার ফিজার স্বজনরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এভাবে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। ফিজা হত্যা মামলার সকল আসামিদের দ্রæত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। চলতি বছর ২ জানুয়ারি রাত ৮টার দিকে ফতুল্লা থানাধীন লামাপাড়া নয়ামাটি এলাকা থেকে গৃহবধূ লামিয়া আক্তার ফিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফিজা ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে। এ ঘটনার পর পলাতক রয়েছে নিহত ফিজার স্বামী আসাদুজ্জামান মুন্না, তার বাবা মনির হোসেন মনুসহ পরিবারের সকল সদস্যরা। প্রথমে এটাকে সবাই আত্মহত্যা বলে মনে করলেও একমাত্র ফিজার পরিবার দাবি করে আসছিলো তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও গ্রহণ করে পুলিশ। কিন্তু ঘটনার চারদিনের মাথায় অর্থ্যাৎ গত ৬ জানুয়ারি ফরেনসিক রিপোর্ট দেখা মাত্র মাথাঘুরে যায় সবার। ওই রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে জানাযায়, এটা আসলে কোন আত্মহত্যা ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাÐ। নিহত ফিজার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর এই হত্যাকাÐটি সংঘবদ্ধ হয়ে করা হয়েছে। পরে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরপরই মামলা নেয় ফতুল্লা থানা পুলিশ। নিহত লামিয়া আক্তার ফিজার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ওই হত্যা মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, নিহত লামিয়া আক্তার ফিজার স্বামী আসাদুজ্জামান ওরফে মুন্না (৩১), পিতা মনির হোসেন মনু, আকলিমা বেগম (৫২), স্বামী মনির হোসেন মনু, তোফাজ্জাল হোসেন (৪৮), পিতা-পুইক্কা, চুন্নু (৫০), পিতা-পুইক্কা, মুন্নী, স্বামী মুরাদ, মনির হোসেন ওরফে মনু (৫৮), আব্দুর রশিদ ওরফে মিঠুন (৫০, পিতা আম্বর আলী, নূর নাহার (৪৪), স্বামী তোফাজ্জল হোসেন, রাজ্জাক (৪৫), পিতা আমিরউদ্দিন, রানা (৪০), পিতা তালেব হোসেন, রিপন (৪৪), পিতা মৃত আম্বর আলী, গোলাম রহমান জিসান (২৪), পিতা উজ্জল। এদিকে মানববন্ধনে নিহত ফিজার মা ফাইমা আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আজ ২ মাস ১৭ দিন হলো আমার মেয়ে লামিয়া আক্তার ফিজাকে হত্যা করা হয়েছে। এ হত্যার মূল আসামী যারা ওর স্বামী আসাদুজ্জামান মুন্না, তার মা, তার বোনসহ অন্যান্য সদস্যরা এখনও প্রকাশ্যে ঘুরতেছে। তাহলে পুলিশ কি করছে? পুলিশ প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদেরও মেয়ে আছে? আজ আমার মেয়ের বিচার না পেলে আরও দশটার মেয়ে বিচার পাবে না। ওরা আমার মেয়ে ফিজাকে যে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, এটা বলে বুঝাতে পারবো না। আমি প্রশাসনের কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়ের হত্যার সাথে যারা জড়িত ওই সকল আসামিকে পুলিশ যেন দ্রæত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনে। আর কোন মেয়েকে যেন এ ধরনের হত্যাকান্ডের শিকার হতে না হয়। এটাই আমার সবার কাছে আবেদন। আজকে আমার মেয়েটা নাই, আমি বুঝতেছি যে আমার কেমন লাগে। তারা আরও বলেন, এটা কোন বাংলাদেশ? এটা কোন সমাজ যে সমাজে নারীরা নির্যাতিত হয়। যে সমাজে নারীরা নির্যাতিত বা খুন হলেও বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়। স্বামী ও শ^শুরবাড়ীর লোকজনেরা নির্যাতন করে আমার মেয়েকে মেরে ফেললো কিন্তু আমি বিচার পাই না। পুলিশ কেন আজ হাত গুঁটিয়ে বসে আছে? কেন তারা আসামিদের ধরছেনা? নিহতের বাবা ও মামলার বাদি মীর মোহাম্মদ আলী বলেন, আজকে পর্যন্ত ফিজা হত্যার মামলার মূল আসামি আসাদুজ্জামান মুন্না, ওর মা আকলিমা, ওর বোন মুন্নি, ওর বাবা মনির হোসেন, চুন্নু, রানা এদেরকে পুলিশ ধরবে তো দূরের কথা আমার মনে পুলিশ তাদেরকে ছায়া দিচ্ছে। আর তা না হলে ফিজার পর আরও তিন-চারটি মার্ডার হয়েছে। একটি মামুন আরেকটি মেয়ের হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মামুন হত্যা মামলার মূল আসামিদের দুই-তিন দিনের মধ্যে ধরে ফেলেছে। কিন্তু আজ লামিয়া আক্তার ফিজার হত্যার বিচারের জন্য আমাদের প্রতিটি দপ্তরে দপ্তরে গিয়ে কান্না করতে হইতেছে। ছাত্র-জনতারা জীবন দিয়েছে কি এ বাংলাদেশের জন্য। আমি ড. ইউনুস সাহেবকে শিশু হত্যা পাশাপাশি নারী নির্যাতন ও হত্যা মামলাটাও দ্রæত আইনে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ফিজাকে যারা হত্যা করেছে, ওই সকল হত্যাকারিদের দ্রæত গ্রেপ্তার ও ওদের সকলের ফাঁসি চাই। আমি লামিয়া আক্তার ফিজার বাবা হয়ে এই দাবি আমি করতেই পারি, এটা আমার প্রাপ্য। নিহত ফিজার ভাই আরাফাত বলেন, আমরা কল্পনাও করেনি আমার বোনের হত্যার বিচারের জন্য এখানে আমাদের উপস্থিত হতে হবে। আমার বোন ফুলের মত পবিত্র, পর্দাশীল। এ পর্দাশীল বোনটারে আমার ওই আসাদুজ্জামান মুন্না ও তার পরিবার নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনটাকে নির্মমভাবে হত্যা করে এ হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য তাকে জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখেছিলো। শ^াসরোধ করে কি কষ্ট দিয়ে আমার বোনটাকে হত্যা করা হয়েছে। অথচ ওরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ওদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। আমরা পুলিশ অবিলম্বে আসামিদের গ্রেপ্তারসহ তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত ফিজার বাবা মীর মোহাম্মদ আলী, মা ফাইমা আক্তার, খালা সুরাইয়া আক্তার মুন্নি, ভাই আরাফাত ও ফিজার জেডা সোহরাব হোসেন সেন্টুসহ স্থানীয় আলাল মাতবর, সেলিম, মাসুম, জাহাঙ্গীর, দুলাল মাদবর, হানিফ বেপারী, জালাল ও অনিকসহ আরও অনেকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা