আজ বুধবার | ২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১ | ৩ শাওয়াল ১৪৪৬ | রাত ৯:৩১
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦    

ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীরা ছিল বেপরোয়া

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৫ | ১২:২১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনা পদত্যাগের পরপরই পালিয়েছে। তবে এসকল সন্ত্রাসীরা তাদের গডফাদার শামীম ওসমানের নির্দেশনায় বিগত ১৬ বছর যাবৎ মানুষের প্রতি অন্যায় অত্যাচার সহ নানান রকম কার্যক্রম চালিয়েছে শুধু তাই নয় দখলবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্ম করেই একে একে করেছেন কোটি কোটি টাকার সম্পদ। তবে ৫ আগষ্টের পর শামীম ওসমান ও তার সহযোগী শাহ নিজাম দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আরও জানা যায়, শাহ নিজাম এই নারায়ণগঞ্জের না মুন্সিগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে এসে নারায়ণগঞ্জ এমপি শামীম ওসমানের আর্শিবাদে বনে যান লিডার। নিজেকে ওসমান পরিবারের আস্থাভাজন পরিচয়ে নারায়ণগঞ্জে কেন্দ্রিক এলাকায় অনেকটাই অনেকটাই দারড়িয়ে বেড়াচ্ছে। শাহ নিজাম রাজনৈতিক ভাবে নিজেকে যতটুকু পরিচিতি না করতে পেরেছে তার থেকে বেশি পরিচিতি লাভ করেছে তার অপকর্মের মাধ্যমে সবচেয়ে বেশি নিজেকে পরিচিতি করেছে। বিশেষ করে ফতুল্লায় বিভিন্ন ইউনিয়নে তার আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দল সৃষ্টি করেছে। শাহ নিজামের ফিরিস্তি বলে শেষ করা যাবেনা। ফতুল্লার আরেক সন্ত্রাস মজিবর যিনি ফতুল্লার শিবু মার্কেট সস্তাপুর এলাকার মাদকের সম্রাজ্য গড়ে তুলেছিলেন। শুধু তাই নয় শাহ নিজামের ইশারাতে এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার গড়ে তোলে এমনকি এলাকায় টেন্ডারবাজি সহ নানান অপকর্মে জড়িত ছিলেন। শাহ নিজামের আরেক সহযোগী কুতুবপুরের মাদকের গডফাদার মীর হোসেন মীরু। তিনি ফতুল্লার মধ্যে আরেক আতঙ্কের নাম ছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন সাধারন মানুষের জমি দখল সহ নানান অপকর্মে জড়িত ছিলেন। শুধু তাই নয় নিজের স্বার্থ হাসিলের জন্য যা যা করা দরকার সব কিছুই করেছে। ফতুল্লা, শ্যামপুর, কদমতলী থানায় তার বিরুদ্ধে ডজনেরও বেশি হত্যা মামলা ছিলো যার বেশির ভাগই হত্যা মামলা। ফতুল্লার কুতুবপুর ভূইগর এলাকার আরেক ত্রাস আল মামুন মিন্টু ভূইয়া যিনি আওয়ামী লীগের সামান্য সদস্য হলেও শামীম ওসমান তার বাড়িতেই বেশ কয়েকবারই এসেছেন এমনকি তার সাথে আলাদাভাবে মিটিংও করতেন। আর শামীম ওসমান ও নিজামের ছবি ব্যবহার করেই এলাকায় আধিপত্য বিস্তার করতেন। অন্যদিকে ভূইগর সাইনবোর্ড এলাকার আরেক ত্রাস ছিলো সুরুজ বেপারী এই সুরুজ বেপারী শাহ নিজামের অন্যতম সহযোগী ছিলো। সাইনবোর্ড এলাকার সকল চাঁদাবাজি সহ নানান অপকর্ম। সন্ত্রাসী শাহ নিজামের নাম ব্যবহার করে এলাকায় মাদকের সম্রাজ্যে গড়ে তুলেছিলেন আর এই সকল অপকর্মের টাকার ভাগ পেতেন শাহ নিজামের অন্যতম সহযোগী শাহ নিজাম। আরও জানা যায়, ২০১৮ সালে ২০ জানুয়ারী হকার ইস্যুকে কেন্দ্র করে হকারদের পক্ষ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তাক করে পিস্তল উচিয়ে প্রকাশ্যে গুলি করার চেষ্টা করে। সেই ঘটনার মেয়র আইভী শাহ নিজাম সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে যা এখনো চলমান রয়েছে। শুধু তাই নিজের ক্ষমতার অপব্যবহার করে একের পর এক অপকর্ম করে এবং বিভিন্ন এলাকায় জমি দখল সহ বিচার বানিজ্যে করে অল্প কয়েক বছর তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বনে গেছেন কয়েকশত কোটি টাকার মালিক। এমনকি তার তত্বাবধায়নে থাকা নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় রয়েছে নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক। আর যে পার্কটি নিয়ে মানুষের মধ্যে রযেছে নানান প্রশ্ন পার্কের ভেতর কিছু না থাকলেও অশ্লীনতার জন্য অনেকেই এই পার্কটিতেই বেছে নেয়। সর্বশেষ, গতবছর জানুয়ারী মাসের শেষের দিকে শাহ নিজামের পরিচালিত ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে লটারির জুয়া ও সার্কাসে মেয়েদের নাচানো নিয়ে পার্কের ভিতরে এক মেলার আয়োজন করা হয়। যে জুয়ার টিকেট অটোতে বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়েছিল আর যাতে প্রতারিত হয়েছিলো হাজারো মানুষ। শুধু তাই নয় প্রতিটা পাড়া মহল্লায় ছিলো তার নিজস্ব সন্ত্রাসী বাহীনি আর যেই সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রতিনিয়ত সাধারন ব্যবসায়ী বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন এমনকি জোরজুবুস্ত মানুষের কাছ থেকে জায়গা জমি লিখে নেওয়া সহ সাধারন মানুষের জায়গা দখল করে নিতেন। শুধু তাই নয় এই নম পার্কে বসেই চলতো সকল ষড়যন্ত্র। জানা যায়, কোটা সংস্কারকে কেন্দ্র কওে গতবছরের জুলাই মাসের শুরু থেকে সাধারন শিক্ষার্থীদের আন্দোলনে ফুঁসে উঠে পুরো দেশ। আর এই কোটা সংস্কারকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ১৮ জুলাই থেকে শুরু ২১ জুলাই পর্যন্ত নারায়ণঞ্জের বিভিন্ন স্থানে চলে নাশকতা কারীদের ব্যাপক তাÐব। নারায়ণগঞ্জে এই জ্বালাও পোড়াও তাÐবে জানা গেছে ইতিমধ্যেই প্রায় ৫০০ কোটি টকার বেশি লোকসান হয়েছে। আর এই নাশকতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নারায়ণগঞ্জ লিংক রোড এলাকা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা