
ডান্ডিবার্তা রিপোর্ট
কুতুবপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর পক্ষেই কথা বলেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ সেটা খোলাসা। সেন্টুর হাত ধরেই একজন সামান্য কর্মী থেকে আজকে থানা বিএনপির সভাপতি টিটু। সেই টিটুর কথাবার্তা আচরণে আবারো সেন্টুকে বিএনপিতে ফিরে আনার চেষ্টার প্রতিফলন ফুটে ওঠেছে। এই ঘটনা নিয়ে ফতুল্লা থানা বিএনপিতে তুলকালাম কাÐ ঘটেছে। এবার সরাসরি বিএনপির ওই দুই নেতার বহিষ্কার দাবি তুলেছেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া। যদিও গত ৫ আগস্টের পর থেকে ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক লেগেই আছে। দলের নিয়মনীতি তোয়াক্কা না করে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীকে বহিষ্কার ঘোষণা করলেও টিটু ও শহিদুল্লাহর ক্ষেত্রে ভিন্ন পথ এটেছেন সুলতান ও বারী ভূইয়া। ৫ আগস্টের পর থেকে পাল্টা সভা সমাবেশ ও সংঘর্ষ ছাড়াও পাল্টাপাল্টি কথার কাদা ছোড়াছুড়ি চলেছে উভয়পক্ষের মাঝে। এবার নতুন করে দ্বন্ধের কারণ হয়ে উঠেছেন বিএনপি থেকে বহিস্কৃত ও পরবর্তীতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া মনিরুল আলম সেন্টু। একপক্ষ অপর পক্ষকে টোকাই আখ্যায়িত করলে অপর পক্ষ পাগল সাব্যস্থ করছেন। সবশেষ ১১ মার্চ কুতুবপুরে বিএনপির এক সভায় আব্দুল বারী ভূইয়াকে আবারো পাগল আখ্যায়িত করেছেন টিটু। এর আগেও বারী ভূইয়াকে ‘পাগল’ ও ‘বয়স্ক প্রতিবন্ধি’ আখ্যায়িত করেছিলেন টিটু ও রিয়াদ চৌধুরী। একই দিনের দুপুর বেলা সাংবাদিক সম্মেলন করে টিটু ও শহিদুল্লাহর বহিষ্কার দাবি করেন সুলতান ও বারী ভুঁইয়া। তাদের অভিযোগ- টিটু ও শহিদুল্লাহ শামীম ওসমানের দোসর সেন্টুকে বিএনপিতে পুনরায় প্রতিষ্ঠিত করতে নেমেছেন। টিটু বলেছেন, আমি আগেও বলেছিলাম বারী ভুঁইয়া একটু আবোল তাবোল বলেন, মাঝে মাঝে উনার মাথাটা খারাপ হয়ে যায়।’ এর আগে কদিন প‚র্বে একটি অনলাইনের অনুষ্ঠানে টিটু তার বক্তব্যে সেন্টুর পক্ষে নানা বক্তব্যের সাফাই গান। সেখানে তিনি দাবি করেন কুতুবপুরে সেন্টুর দ্বারা কোনা মানুষের ক্ষতি হয়নি। বারী ভূইয়া বিএনপির রাজনীতি করবেনা কর্মে কোর্টে হলফনামা দাখিল করে জামিন নিয়েছিলো বলে জানান টিটু। এর জবাবে মিডিয়াতে বারী বলেন, ‘হলফনামা দিয়েছি, কিন্তু বিএনপি করবো মর্মে লিখিনি। রাষ্ট্রবিরোধী কাজ করবো না বলেছি।’ এখানে উল্লেখ্য যে, এর আগে গত ১২ ডিসেম্বর ফতুল্লা থানা বিএনপির একাংশের প্রস্তুতিমূলক সভায় বারী ভূইয়া পাগল সাব্যস্ত করেছেন অপর অংশের নেতারা। থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার তার বক্তব্যে বারী ভূইয়ার কঠোর সমালোচনা করে তাকে পাগল সাব্যস্থ করেন। গত ৩০ নভেম্বর নতুন কোর্ট ফতুল্লা ইউনিয়ন বিএনপির সমাবেশে টিটু, রিয়াদ চৌধুরী ও রুহুল আমিনকে টোকাই আখ্যায়িত করেন বারী ভূইয়া। গত ২৭ আগস্ট রিয়াদ চৌধুরীর বাসভবনে একটি সভায় টিটু বারী ভ‚ঁইয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘পাগলে কি না কয়, আর ছাগলে কি না খায়। এরকমটা আর কি। বারী সাহেব আপনি ৩২ ডিগ্রি হয়ে গেছেন। সুস্থ সুন্দর মাথা নিয়ে কথা বলুন। আপনি বারবার মাঝে মধ্যে পাগলের মত আপনার এই অবস্থা হইয়া যায়, আমি জানি না। যাইহোক আপনার বয়স হয়েছে।’ একই অনুষ্ঠানে রিয়াদ চৌধুরী বারী ভূঁইয়াকে উদ্দেশ্য করে বয়স্ক প্রতিবন্ধি উল্লেখ্য করে বলেছিলেন, আপনি যে ভাষায় কথা বলেন সে ভাষায় আমরা কথা বললে অনেকের জামা কাপড় ঠিক থাকবে না। আমরা চাইনা সেটা, আপনি মুরুব্বী মানুষ, এডভোকেট সাহেব। আপনি মিথ্যা কথা বলেন, আপনার বক্তব্যের ধরণ এটা জুনিয়রদের মানায়, আপনি তো শীতলক্ষ্যা বুড়িগঙ্গা নদী এক করে ফেলতাছেন। ঠিক আছে বারী সাহেব আপনি শ্রদ্ধেয় মানুষ, বয়স হয়েছে। বয়স্ক প্রতিবন্ধি। এর আগের দিন ২৬ আগস্ট ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বন্যার্তদের জন্য সহায়তার লক্ষ্যে আলোচনা সভায় বারী ভূইয়া বলেছিলেন, আমাদের অবদানকে অ¤øান করার জন্য মীর সোহেলের দোসর রিয়াদ চৌধুরীর নির্দেশনায় দলের এখন পর্যন্ত ১৬জন নেতাকর্মীকে মামলায় আসামী করা হয়েছে, যেসব ঘটনা আওয়ামীলীগের দৃষ্কৃতকারীরা ঘটিয়েছে সেইসব মামলায়। অথচ মীর সোহেল ও তার ভাইদের বিরুদ্ধে মামলা হয়নি। তেলচোর ভূমিদস্য‚দের বেঁধে রেখে চাঁদা আদায় করছে রিয়াদ চৌধুরী। রিয়াদ চৌধুরী থানায় মামলা করতে এসেছে, তার লোকজন নিয়া মামলা করতে আসে। জেলা পুলিশ সুপারকে হুশিয়ার করে রিয়াদ চৌধুরীকে নিয়ে বারী ভূইয়া বলেছিলেন, ‘আপনি রিয়াদ চৌধুরীর কথায় মামলা নিচ্ছেন? রিয়াদ চৌধুরী কি আপনাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। রিয়াদ চৌধুরীর ভরসা একজন অতিরিক্তি সচিব। আরে ভাই দেশের প্রধানমন্ত্রী দেশ ছাইয়া দৌড়ে পালায় সেদেশে একজন অতিরিক্তি সচিবের উপর ভরসা কইরা চললে কি হইবো? এ সচিবই বরখাস্ত হইয়া যাইতে পারে।’ বারী ভূইয়া রিয়াদ চৌধুরীকে নিয়ে আরো বলেছিলেন, রিয়াদ চৌধুরী ফতুল্লা থানা এলাকাকে তামা কইরা ফালাইছে। আমরা বাধ্য হইয়া তাকে বহিস্কার করেছি। এ প্রসঙ্গে টিটুকে নিয়ে বারী ভূইয়া বলেছিলেন, আমাদের আরেকজন আছেন কুতুবপুরের নেতা। তিনি রাজপ্রাসাদ বানিয়েছেন। সাংবাদিক ভাইয়েরা আপনারা লিখবেন, তিনি এই রাজপ্রাসাদে তৈরি করেছেন কি দিয়ে? সাংবাদিক ভাইদের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের কাছে অনুরোধ করবো, উনার কোনো পেশা নাই, কোনো আয়ের উৎস নাই, এই রাজপ্রাসাদের ব্যয় কত? এর ব্যয় কত? তিনি কত টাকা খরচ করে এই রাজপ্রাসাদ নির্মাণ করেছেন। টিটুকে দোষারোপ করে বারী ভূইয়া আরো বলেছিলেন, আমরা সবাই মিলে রিয়াদ চৌধুরীকে বহিষ্কার করলাম। উনি আইসা প্রত্যাহার করলেন! আমরা সকলের সম্মতিতে রিয়াদ চৌধুরীকে বহিষ্কার করেছি, উনি একটা কাগজ দেখাইয়া বললেন আমি তার বহিষ্কার প্রত্যাহার করলাম। আরে মিয়া তুমি নিজেই বহিষ্কার হইয়া যাইবা, প্রস্তুত থাকো। থানা বিএনপি মুলধারার নেতৃত্বের মাধ্যমে চলবে। কোনো চাঁদাবাজ, ভ‚মিদস্যু চাঁদাবাজ আমাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মরে যাবে, তাদের দিয়ে থানা বিএনপি চলবে না। স্থানীয় নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ৬ আগস্ট রিয়াদ চৌধুরীকে অব্যাহতি ঘোষণা করেন সুলতান মাহামুদ মোল্লা ও বারী ভূইয়া। এরপর ৭ আগস্ট টিটু সংবাদ সম্মেলন করে জানান, থানা কমিটির সাংগঠনিক সম্পাদককে থানা কমিটির নেতারা বহিষ্কার কিংবা অব্যাহিত দেয়ার এখতিয়ার রাখেন না। বারী ও সুলতানা মাহামুদ নিজেরাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন টিটু। তিনি জানান, রিয়াদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক পদে বহাল রয়েছেন। এর কদিন পর ঝুট দখল নিয়ে টিটু ও বারী ভূইয়া বলয়ের নেতারা বটতলা এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিন সহ উভয়পক্ষের ২০ জন আহত হোন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯