আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সকাল ৯:০৩
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

রাজপথ থেকে হারিয়ে যাচ্ছে আ’লীগ

ডান্ডিবার্তা | ২১ মার্চ, ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই বেকায়দায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যেগাযোগমাধ্যম ফেসবুকে কেন্দ্র থেকে বারবার বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও রাজপথে নামার সাহস দেখাতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর ফলে রাজপথ থেকে অবসরে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্তমানে প্রভাবশালী অনেক নেতারা বিভিন্ন উপায়ে দেশের বাইরে চলে যেতে পারলেও অধিকাংশ নেতাকর্মী এখনো দেশের মধ্যেই রয়েছেন। পরিবার থেকে তারা বিচ্ছিন্ন থাকলেও রয়েছেন মামলা, গ্রেফতার আতঙ্কে। গত ২৩ দিন ধরে চলা ডেবিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতার হওয়ায় এই আতঙ্ক আরও বেড়েছে। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপদে রয়েছেন। তবে আওয়ামী লীগের সাবেক এমপিরা দেশের বাহিরে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। একমাত্র রূপগঞ্জ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী রয়েছেন কারাগারে। একের পর এক মামলায় তাকে রিমান্ডে যেতে হচ্ছে। এর আগে গত ২৮ জানুয়ারি প্রেরকের নাম ছাড়াই দলটির ই-মেইল থেকে পাঠানো বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, আগামী ১ ফেব্রæয়ারি থেকে ৫ ফেব্রæয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রæয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রæয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রæয়ারি অবরোধ কর্মসূচি এবং ১৮ ফেব্রæয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। ওই বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে বাস্তবে তার কিছুই করে দেখাতে পারে নি আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরং গত ৬ ফেব্রæয়ারি শামীম ওসমানের দাদা বাড়ি বায়তুল আমান গুড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা। এক্ষেত্রে তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বর্তমানে মামলা, গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দলটি পরিচালনা করার কোনো নেতা পাওয়া যাচ্ছে না। বর্তমানে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পুরোই টালমাটাল অবস্থায় রয়েছে। প্রত্যেক নেতাকর্মী বিচ্ছিন্ন রয়েছেন। যখন আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনগুলো রাজপথ দখলে রেখেছে ওই অবস্থায় আওয়ামী লীগের পক্ষে একত্রিত হওয়া মোটেও সহজ বিষয় না। অথচ এই নারায়ণগঞ্জ থেকেই আওয়ামী লীগের গোড়াপত্তন হয়েছিল। সে কারণে নারায়ণগঞ্জকে বলা হয়ে থাকে আওয়ামী লীগের জন্মস্থান। অর্থাৎ বেসামাল দলটির নেতাকর্মীরা নিজ জন্মস্থান জেলাতেই বিলুপ্তির পথে রয়েছে। এর আগে ধীরে ধীরে আবার রাজপথে ফেরার রাস্তা খুঁজছে দলটির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে বিদেশের মাটিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সরব হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব সভা-সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্র্বতীকালীন সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেদের জানান দিচ্ছেন তারা। আওয়ামী লীগের কেউ কেউ মনে করছেন, টানা ক্ষমতায় থাকাকালে যেসব ভুল হয়েছে সেগুলো স্বীকার করে জনগণের কাছে যাওয়া দরকার। আওয়ামী লীগের ভাষ্য, কোনো শক্তি এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে না। এখনো দেশের অনেক জনগণই আওয়ামী লীগকে সমর্থন করে। তারা জনগণের কাছে যাওয়ার আগে সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করবে আওয়ামী লীগ। তার আগে গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন ঘটবে তা কখনোই আন্দাজ করতে পারেনি দলটির নেতাকর্মীরা। এর ফলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। বরং শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবেন তা কখনোই চিন্তা করতে পারেন নি আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে সারাদেশের মতোন নারায়ণগঞ্জেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙ্গচুর করা হয়েছে। অনেক কার্যালয় লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার সরকারের পতন ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় কথা বলতেন নিজেদের জানান দিতে ব্যস্ত থাকতেন সেখানে তারা একেবারেই আড়াল হয়ে গেছেন। কেউ কেউ প্রকাশ্যে আসার চেষ্টা করলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। অথচ কয়দিন আগেও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বড় বড় হুংকার দিয়েছেন। দলীয় যে কোনো কর্মসূচিতে নিজেদের বিভিন্নভাবে জানান দেয়ার জন্য ব্যস্ত থাকতেন। সেই সাথে দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধাভোগী হয়েছেন। কিন্তু বর্তমান সংকটকালিন সময়ে আর তাদের দেখা মিলছে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা