আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | রাত ৯:৫০
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

ডান্ডিবার্তা | ২১ মার্চ, ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। উপস্থিত ছিলেন নায়েবে আমীর আব্দুল কাইউম, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মোখলেসুর রহমান, মাওলানা ওমর ফারুক, এবং প্রচারক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তৃতায় মাওলানা আবদুল জব্বার বলেন: “একজন মুসলমান হিসেবে আমরা অত্যন্ত বিক্ষুদ্ধ ও শোকাহত। ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী, পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। এমন অন্যায় আচরণে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা নারায়ণগঞ্জে শোকাহত হয়ে ইসরাইল বাহিনীর নির্মম বর্বর হত্যাকাÐের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” তিনি আরও বলেন, “জাতিসংঘ ও আমেরিকা কোথায়? তারা মানবতার কথা বলে, অথচ তাদের ইন্ধনে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করছে। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রæততম সময়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।” মাওলানা আবদুল জব্বার আরো বলেন, “আমেরিকা ও যারা ইসরাইলকে সাহায্য করছে, তাদের সাথে বাংলাদেশ সমস্ত সম্পর্ক ছিন্ন করুক। সরকারকে বলতে চাই, বাংলাদেশ থেকে রেড ক্রিসেন্টের মাধ্যমে চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফিলিস্তিনি মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে।” তিনি বিশ্বের সকল শান্তিকামী মানুষকে ফিলিস্তিনের পাশে থাকার আহŸান জানান এবং বলেন, “আমরা আজকের দিনে বিশ্বকে জানাতে চাই, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য ও সহানুভূতি প্রয়োজন। আমাদের একতাবদ্ধ হতে হবে, যাতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হয়।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা