আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | বিকাল ৪:০৭
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

রাজপথে সরব জামায়াতে ইসলাম

ডান্ডিবার্তা | ২২ মার্চ, ২০২৫ | ১২:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে অনেক আগেই। যারা ইতিমধ্যেই অত্যান্ত শৃঙ্খলভাবে পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে এবং অন্যান্য রাজনীতিক দলগুলোর সাথে সমন্বয় করে রাজনীতি করে যাচ্ছেন। আর তারা রাজপথ ্কড়ে রেখেছেন। প্রতিদিন বিভিন্ন সভা-সমাবেশ, ইফতার মাহফিল করে সরব রয়েছেন। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলার তিন আসনের প্রার্থীরা নানা কর্মকান্ডের মাধ্যমে তাদের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন। দলীয় সূত্র বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে প্রার্থী সম্ভাব্য প্রার্থীর মধ্যে সোনারগাঁ আসনে ড. ইকবাল হোসাইন ভূইয়া, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে মাওলানা আবদুল জব্বার, সদর-বন্দর আসনে মাওলানা মাঈনুদ্দিন আহমদ ইতিমধ্যেই তারা বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে দলীয় কর্মকান্ড পরিচালনার মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে তাদের নির্বাচনী এলাকায় তাদের বিচরণ দলীয় কর্মকান্ড জনসাধারণের দ্বারপ্রান্তে যাচ্ছেন প্রতিনিয়ত। অথচ, নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় এক ভিন্ন ধারার রাজনীতি করছেন জামায়াত ইসলাম। এরমধ্যে সবচেয়ে আলোচিত প্রশংসনীয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তারা তাল মিলিয়ে সমন্বয় করে পরষ্পর আমন্ত্রণে দলীয় সভা সমাবেশ দোয়া মাহফিলে উপস্থিত হয়ে দৃষ্টি কারছেন জনসাধারণের। এছাড়া অন্যান্য রাজনৈতিকদলগুলো জামায়াতের রাজনৈতিক কলাকৌশল বুঝার আগেই জামায়াত তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাচ্ছেন। যেমন: নারায়ণগঞ্জে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও একাধিক প্রার্থী এবং নিজেদের মধ্যে প্রার্থীতা নিয়ে কোন্দল প্রতিহিংসা প্ররায়ণ রাজনীতি এবং নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে উঠছেন। এই রূপ রেখা নির্বাচনের কালীন সময়ও দেখা দিতে পারে। কারণ একই দলের দুজন প্রার্থী স্বতন্ত্র এবং দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। যার কারণে এসকল দলের নীতি নির্ধারকদের মনে এখনই অস্থিরতা দেখা গিয়েছে। এদিকে জামায়াত ইসলাম নারায়ণগঞ্জে সকল সাংগঠনিক ইউনিটগুলোতে নেতৃত্ব নির্ধারণ শেষে সাংগঠনিক গতি বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়ে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করে যাচ্ছেন। সেই সাথে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠে ভোট ব্যাংক গড়ার লক্ষ্যে কাজ করতে যাচ্ছেন। এরমধ্যে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন সোনারগাঁ আসনের ড. ইকবাল হোসাইন ভূইয়া, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ মাওলানা আবদুল জব্বার, সদর-বন্দর মাওলানা মাঈনুদ্দিন আহমদ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা