
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমরা যারা রাজনীতি করি তাদেরকে মনে রাখতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণ চিন্তা করে আমাদের কাজ করতে হবে। প্রথমে নিজেদেরকে সৎ চরিত্রবান হতে হবে, তারপর মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।” গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত এর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, “রাজনীতি করার যে উদ্দেশ্য, তা যদি দেশ এবং জনগণের কল্যাণের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করছি তারা ঠিক জায়গায় আছি। যদি নিজের স্বার্থের জন্য, ব্যক্তিগত উন্নয়নের জন্য সম্মানের জন্য রাজনীতি করি, তাহলে মনে রাখতে হবে, তখন প্রকৃত রাজনীতিতে আমরা নেই।” গিয়াসউদ্দিন বলেন, “আমাদের দেশে সবচাইতে বড় সংকট এখন ভালো মানুষের বড় অভাব, সৎ মানুষের অনেক অভাব। আমরা যারা রাজনীতি করি, তারা বড় বড় ভালো কথা বলি, কিন্তু বাস্তবে গিয়ে কাজটা করি উল্টো। যার কারণে সমাজে এবং রাষ্ট্রে আজকে শান্তি নাই, শৃঙ্খলা নাই। আজকে অনেক নেতার মুখ থেকে, অনেক সরকারি আমলার মুখ থেকে নীতিবাক্য শুনি, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা অনৈতিক কাজে লিপ্ত। সমাজের এমন কোনো দুর্নীতি নেই, প্রশাসনে বসে এমন কোনো দুর্নীতি নেই, তারা করে না। যখন কোনো অনুষ্ঠানে আসে তখন আমাদের নছিয়ত করে ভালো হওয়ার জন্য, আমাদের অনেক ভালো কথা বলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা নষ্ট চরিত্রের অধিকারী।” তিনি আরও বলেন, “আমাদের রাজনীতিবিদদের মনে রাখতে হবে, রাজনীতিবিদরা যদি ভালো হয়ে যাই, দেশটা ভালো হয়ে যাবে। রাজনীতিবিদরা যতদিন ভালো হবে না, ততদিন পর্যন্ত দেশ ভালো হবে না। রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, ততদিন পর্যন্ত সরকারি কর্মকর্তা, কর্মচারীরা ভালো হবে না।” গিয়াসউদ্দিন আরো বলেন, “কাজেই রাজনীতিবিদদের অনেক গুরু দায়িত্ব রয়েছে, বিশেষ করে বিএনপি এবং অঙ্গসংগঠন। এই দল দেশের সবচাইতে বেশি জনপ্রিয় দল এবং বৃহত্তর রাজনৈতিক দল, এদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আমাদের নেতা তারেক রহমান এর নিকট মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। এই প্রত্যাশা পূরণ করতে হলে, আমরা যারা আছি, প্রথম নিজেদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ভালো হয়ে যাব এবং আমাদের সংগঠনের মাধ্যমে দেশ এবং জনগণের জন্য কাজ করবো।” তিনি বলেন, “আজকে মানুষ অধিক আগ্রহ করে বসে আছে, কখন তারেক রহমান দেশে ফিরে আসবেন, কখন এই জাতির হাল ধরবেন, এই দেশের জন্য, এই দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। এই প্রত্যাশা নিয়ে মানুষ অপেক্ষা করছে।” এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. খন্দকার আক্তার হোসেন, সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহŸায়ক সোহেল মিয়া, যুগ্ম-আহŸায়ক আমির বেপারি, যুগ্ম-আহŸায়ক বাবুল হোসেন, যুগ্ম-আহŸায়ক নাজমুল হাসান, যুগ্ম-আহŸায়ক আরিফ, ফতুল্লা থানা কৃষকদলের সাবেক সদস্য সচিব সুমন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহŸায়ক তৈয়ম হোসেন, সাবেক সদস্য সচিব মুন্না, ফতুল্লা থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহŸায়ক নাসির প্রধান এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯