আজ মঙ্গলবার | ১ এপ্রিল ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১ | ২ শাওয়াল ১৪৪৬ | রাত ৩:১৬
শিরোনাম:
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦     ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের    ♦    

রূপগঞ্জে ব্যবসায়ির বাড়িতে ডাকাতি

ডান্ডিবার্তা | ২২ মার্চ, ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে কবির হোসেন নামে এক জমি ব্যবসায়ির বাড়িতে র্দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল ওই ব্যবসায়ীসহ তার পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। আহত কবির হোসেন জানান, ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত পিস্তল, রামদা, শাবল, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাত দল তাকে এবং তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত/পা বেঁধে ফেলে। আলমারির চাবি না দেয়ায় ডাকাতরা কবির হোসেন ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর জখম করে। পরে ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে কবির হোসেনের বাড়ির আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহত কবির হোসেন ও তার পরিবারের সদস্যের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই ডাকাতরা চলে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আহতরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে এসেছে। তারা থানায় লিখিত অভিযোগ দিলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। এছাড়া আমরা আমাদের তদন্ত কাজ করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা