
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা এলাকায় জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। প্রায় সারাবছরজুড়েই কিছু কিছু এলাকা পানি জমে থাকে। বিগত প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও এর কোনো সমাধান করতে পারেননি। তারা সবসময় উদাসীনতার পরিচয় দিয়ে আসছেন। আওয়ামী লীগের মতো এবার বিএনপির নেতারাও যেন উদাসীনতার পরিচয় দিয়ে আসছেন। বিএনপির নেতারা প্রাথমিকভাবে স্থায়ী সমাধানে না গেলেও অন্তত সাময়িকভাবে সমাধানে যেতে পারতেন। কিন্তু সেটা না করে বিএনপির নেতারা শুধু চিঠি দিয়েই ক্ষ্যান্ত হয়ে পড়েছেন। এরপর আর তারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। সেই সাথে এলাকাবাসীরও আর স্বস্তি মিলেনি। তাদের ময়লা আর দুর্গন্ধযুক্ত পানি নিয়েই বসবাস করতে হচ্ছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রায় সারাবছরজুড়েই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকে। আর বৃষ্টি আসলে কোনো বলারই অপেক্ষা থাকে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। বাসা-বাড়িতে গিয়েও এ পানি উঠে। এই বিষয়ে সমাধানের জন্য বিগত প্রায় ১৭ বছর ধরেই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আশ্বাস দিয়ে আসছেন। ফতুল্লা এলাকায় গেলেই শামীম ওসমান এলাকাবাসীকে শুধু আশ্বাস দিতেন। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলতেন। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালিন সময়ে এর আর সমাধান করতে পারেননি। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এই অবস্থায় ফতুল্লা এলাকায় ফ্রন্টলাইনে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ছাড়া খালি মাঠেই এককভাবে বিচরণ করে যাচ্ছেন বিএনপির নেতারা। কিন্তু এলাকাবাসীর কল্যাণে তারা তেমন একটা ভূমিকা রাখছেন না। তারা শুধুমাত্র দায়সারা কার্যক্রমে সীমাবদ্ধ রয়েছেন। দায়সারা কাজের অংশ হিসেবে ফতুল্লা এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‘র নিকট স্মারক লিপি দিয়েছে ফতুল্লা ইউনিয়নের ৪ও ৬ নং ওয়ার্ডবাসী। গত ৮ অক্টোবর ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিকী চৌধুরী নিকট স্মারক লিপিটি দেন। একই ভাবে নারায়ণগঞ্জের ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহŸান জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। কিন্তু এই প্রক্রিয়ায় এলাকাবাসী সন্তুষ্ট হতে পারছেন না। তাদের জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না। কারণ বিগত প্রায় ১৭ বছর ধরেই এই প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাবাসীর সাময়িক সমস্যার সমাধানের জন্য আপাতত ড্রেজার কিংবা মোটর লাগানো প্রয়োজন। যাতে করে দ্রæত পানি নিস্কাসন করা যায়। জলাবদ্ধতা হলেও সেটা যেন দ্রæত সমাধান হয়ে যা। আর এই প্রক্রিয়ায় বিএনপির নেতাদের কোনো প্রদক্ষেপ দেখা যাচ্ছে না। সেই সাথে বিএনপি নেতাদেরই কেউই জলাবদ্ধ এলাকায় যাননি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯