আজ মঙ্গলবার | ১ এপ্রিল ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১ | ২ শাওয়াল ১৪৪৬ | দুপুর ২:৩১
শিরোনাম:
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦     ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের    ♦    

ফতুল্লায় আস্থা হারাচ্ছেন বিএনপি নেতারা

ডান্ডিবার্তা | ২৩ মার্চ, ২০২৫ | ১২:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা এলাকায় জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। প্রায় সারাবছরজুড়েই কিছু কিছু এলাকা পানি জমে থাকে। বিগত প্রায় ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও এর কোনো সমাধান করতে পারেননি। তারা সবসময় উদাসীনতার পরিচয় দিয়ে আসছেন। আওয়ামী লীগের মতো এবার বিএনপির নেতারাও যেন উদাসীনতার পরিচয় দিয়ে আসছেন। বিএনপির নেতারা প্রাথমিকভাবে স্থায়ী সমাধানে না গেলেও অন্তত সাময়িকভাবে সমাধানে যেতে পারতেন। কিন্তু সেটা না করে বিএনপির নেতারা শুধু চিঠি দিয়েই ক্ষ্যান্ত হয়ে পড়েছেন। এরপর আর তারা কোনো পদক্ষেপ নিতে পারেননি। সেই সাথে এলাকাবাসীরও আর স্বস্তি মিলেনি। তাদের ময়লা আর দুর্গন্ধযুক্ত পানি নিয়েই বসবাস করতে হচ্ছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রায় সারাবছরজুড়েই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকে। আর বৃষ্টি আসলে কোনো বলারই অপেক্ষা থাকে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। বাসা-বাড়িতে গিয়েও এ পানি উঠে। এই বিষয়ে সমাধানের জন্য বিগত প্রায় ১৭ বছর ধরেই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আশ্বাস দিয়ে আসছেন। ফতুল্লা এলাকায় গেলেই শামীম ওসমান এলাকাবাসীকে শুধু আশ্বাস দিতেন। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলতেন। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালিন সময়ে এর আর সমাধান করতে পারেননি। এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এই অবস্থায় ফতুল্লা এলাকায় ফ্রন্টলাইনে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ছাড়া খালি মাঠেই এককভাবে বিচরণ করে যাচ্ছেন বিএনপির নেতারা। কিন্তু এলাকাবাসীর কল্যাণে তারা তেমন একটা ভূমিকা রাখছেন না। তারা শুধুমাত্র দায়সারা কার্যক্রমে সীমাবদ্ধ রয়েছেন। দায়সারা কাজের অংশ হিসেবে ফতুল্লা এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‘র নিকট স্মারক লিপি দিয়েছে ফতুল্লা ইউনিয়নের ৪ও ৬ নং ওয়ার্ডবাসী। গত ৮ অক্টোবর ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিকী চৌধুরী নিকট স্মারক লিপিটি দেন। একই ভাবে নারায়ণগঞ্জের ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহŸান জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। কিন্তু এই প্রক্রিয়ায় এলাকাবাসী সন্তুষ্ট হতে পারছেন না। তাদের জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না। কারণ বিগত প্রায় ১৭ বছর ধরেই এই প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাবাসীর সাময়িক সমস্যার সমাধানের জন্য আপাতত ড্রেজার কিংবা মোটর লাগানো প্রয়োজন। যাতে করে দ্রæত পানি নিস্কাসন করা যায়। জলাবদ্ধতা হলেও সেটা যেন দ্রæত সমাধান হয়ে যা। আর এই প্রক্রিয়ায় বিএনপির নেতাদের কোনো প্রদক্ষেপ দেখা যাচ্ছে না। সেই সাথে বিএনপি নেতাদেরই কেউই জলাবদ্ধ এলাকায় যাননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা