আজ সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১ | ১ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:০৫
শিরোনাম:
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦     ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের    ♦    

বিএনপিকে বির্তকিত করছেন যারা

ডান্ডিবার্তা | ২৪ মার্চ, ২০২৫ | ১১:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির কতিপয় নেতাদের অপরাধের কারণে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এমন অভিযোগ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। রাজনৈতিক ভাবে বিএনপি দিন দিন পিছিয়ে পড়ছে। আর এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। এর কারণ হিসাবে দেখা যায় বিএনপি ও জামায়াতের ভিন্ন ধর্মী রাজনীতি। বিএনপির কতিপয় নেতারা নেমেছে দখলবাজি, চাঁদাবাজি, ঝুট সন্ত্রাসসহ বিভিন্ন সেক্টর দখলের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবর্মর্তি ক্ষুন্ন হচ্ছে। আর জামায়াত এ সুযোগকে কাজে লাগিয়ে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত বা নিহতদের পরিবারের পাশে অর্থ নিয়ে দাঁড়িয়েছে। তাদের নামে নেই চাঁদাবাজি বা দখলবাজির তকমা। নারায়ণগঞ্জ ও বন্দরে বিএনপির কিছু নামধারী নেতা যারা মহানগর বিএনপির রাজনীতির সাথে জড়িত তারা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় সেক্টর দখল, অর্থের বিনিময়ে আওয়ামী দোসরদের পূর্নবাসন করে বির্তকে জড়িয়েছেন। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ এখন মদনপুর এলাকার এক আতঙ্কের নামে পরিনত হয়েছে। কার ছত্রছায়ায় এই হিরণ ও তার বাহিনী বেপরোয়া এ প্রশ্ন এখন বন্দরের সর্বত্র। সাধারণ মানুষ বলে বেড়াচ্ছে হিরণরা ক্ষমতায় না আসতেই এ অবস্থা হলে বিএনপি ক্ষমতায় আসলে কি অবস্থা হবে তা নিয়ে অনেকে চিন্তিত। হিরণরা বিএনপির শীর্ষ নেতাদের নাম ভাঙ্গিয়ে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগ অনেক আগেই উঠেছে। তার অডিও অনেক আগেই ভাইরাল হয়েছে। হিরণের আরেক সহযোগি বরিশাইল্যা লিটন। সেও দাবড়িয়ে বেড়াচ্ছে বন্দরের উত্তরাঞ্চলের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে। এছাড়া হালুয়া রুটির ভাগ না পেয়ে বিএনপির আরেক নব্য নেতা শাহীন এখন নিজেকে অনেক বড় নেতা ভেবে একটি বাহিনী তৈরী করে তার পিছনে ছুটাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দলীয় প্রভাব দেখাচ্ছেন। তারা ভেবে নিয়েছে এখন যেন তারাই ক্ষমতায়। কিন্তু এদের বিরুদ্ধে দলীয় কোন ব্যবস্থা না নেয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন লোকের প্রশ্ন বিএনপির এই সকল নেতা যারা বিএনপিকে বির্তকিত করছে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। তাহলে কি মহানগর বিএনপির শীর্ষ নেতাদের ইন্ধনেই তারা অপরাধ করে বেড়াচ্ছেন। অপরদিকে আদমজীতে বিএনপির দুই গ্রæপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। রূপগঞ্জে বিএনপির দুই গ্রæপের মধ্যে গুলাগুলিতে এক নিরিহ অটো চালক প্রাণ হারায় । বিএনপির পক্ষ থেকে একজনকে দল থেকে বহিস্কার করা হলেও বাকিরা এখনো বহাল তবিয়তে। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দাবি বিএনপিকে যারা বির্তকিত করছে তাদের শুধু দল থেকে বহিস্কারই নয় তাদের আইনের আওতায় আনাও জরুরী। কারণ তাদের কারণে বিএনপিকে অনেকে মনে করেন তারা আওয়ামীলীগের প্রতিচ্ছবি। কারণ বিগত ১৬ বছর আওয়ামীলীগ যেভাবে জুলুম অন্যায় অত্যচার করেছে, বিভিন্ন সেক্টর দখল করেছে, চাঁদাবাজি করে অল্প সময়ে কোটি টাকার মালিক বনে গেছে সেই একই কায়দায় বিএনপির কতিপয় নেতারা বিএনপিকে বির্তকিত করে বেড়াচ্ছে। তাই তাদের থামানো না গেলে বিএনপিতে আগামী নির্বাচনে কড়া মাসুল দিতে হবে এনম মন্তব্য সাধারণ মানুষের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা