আজ বৃহস্পতিবার | ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১ | ১১ শাওয়াল ১৪৪৬ | সন্ধ্যা ৬:১২

ভয় দেখানোর রাজনীতি আর নেই: রাজীব

ডান্ডিবার্তা | ২৫ মার্চ, ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাবে বলেছেন মানুষকে ভালবেসে মানুষের ভালবাসা অর্জন করতে হবে। ভয় দেখিয়ে সালাম নিবেন সেই রাজনীতি বাংলাদেশ থেকে উঠে গেছে। তারেক রহমান সে রাজনীতি করতে দিবে না। বিএনপির কেউ এটা করতে পারবে না এটা নিশ্চিত করে বলতে পারি। রাজনৈতিক দল ক্ষমতায় এলে ঘরে ঘরে গিয়ে আমরা টাকা দেব জণগন তা আশা করে না। তারা নাগরিক অধিকারটা প্রত্যাশা করে, ন্যায় বিচার পাবে এটা প্রত্যাশা করে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে। গতকাল সোমবার ফতুল্লায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমাদের স্পষ্ট অবস্থান। দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজের সাথে কেউ সম্পৃক্ত থাকলে আর যাই করুক সে বিএনপি করতে পারবে না। আমাদের সরাসরি জানাবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে। দীর্ঘ সতেরো বছর দেশে বিচার ছিল না। আপনারা বিশ্বাস রাখুন।’ রাজীব বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। মানুষের পাশে থাকাকেই আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবচেয়ে বড় বিষয় বলে আমরা মনে করি। আমরা নিজেরা না খেয়ে হলেও মানুষের পাশে দাঁড়াবো। এটাই জাতীয়তাবাদী দলের আদর্শ।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা