আজ বৃহস্পতিবার | ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১ | ১১ শাওয়াল ১৪৪৬ | সন্ধ্যা ৬:০৮

নাসিক ৬ নং ওয়ার্ডবাসী অস্বস্তিতে

ডান্ডিবার্তা | ২৫ মার্চ, ২০২৫ | ১১:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের ত্রাস যুবলীগ নেতা মতিউর রহমান মতির রাজত্ব শেষ হলেও শান্তি মিলছেনা নিরীহ সাধারণ মানুষের। মতির চেয়েও বেপরোয়া গতিতে ত্রাসের নাও চালাচ্ছেন বিএনপি নেতা নেশাখোর অকিল উদ্দিন ভূঁইয়া ও তার ছেলে সম্্রাট ভূঁইয়া। ৫ অগস্টের পর অকিল উদ্দিন হয়েছে ৬ নং ওয়ার্ডের নতুন রাজা। চোরাই জ্বালানি তেল ব্যবসা, চাঁদাবাজি ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এখন অকিল উদ্দিনের হাতে। কুকুর চুরিসহ তার ছেলে সম্্রাটের বিরুদ্ধে উঠেছে অভিযোগের পাহাড়। বাপ ছেলের অপকর্মে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ। বাদ যাচ্ছেনা বিএনপির কর্মীরাও। অভিযোগ উঠেছে, অকিল উদ্দিনের প্রত্যক্ষ শেল্টারে ৫ অগস্টের পর থেকে তার ছেলে সম্্রাট ভূঁইয়া এমন কোন অপকর্মনেই যা করছেনা। পদ্দা অয়েল ডিপুর সাবেক চেয়ারম্যান শাহ আলমের বাসা থেকে ছাগল চুরি, গার্মেণ্টসহ বিভিন্ন কারখানার শ্রমিকদের মোবাইল ছিনতাই, একটি কারখানার লোহা চুরি, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মÐলের বাসা থেকে কুকুর চুরি করে সম্্রাট। তার অপকর্মের প্রতিবাদ করায় গোদনাইল মীরপাড়া এলাকায় খোরশেদ নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে। মাদক সেবনের অপরাধে ঢাকার বিভিন্ন রিয়েব সেণ্টারে কমপক্ষে ৯-১০ বার রিয়েব করতে হয়েছে সম্্রাটের। পরে অকিল উদ্দিন তার ছেলে সম্্রাটকে মালয়েশিয়া পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়েও নেশাসহ বিভিন্ন অপকর্ম করায় তাকে দেশে ফিরে আসতে হয়। অকিল উদ্দিনের গুণধর ছেলে সম্্রাট এলাকাকে মাদকের রামরাজত্ব বানিয়েছে। একাধিক বিএনপি নেতা জানায়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে অকিল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা হলেও মূলত তিনি যুবলীগ নেতা মতিউর রহমান মতির সাথে গোপন আঁতাত করে গোদনাইল বার্মাস্ট্যাÐ এলাকায় পদ্মা ডিপোর শীর্ষ জ্বলানি তেল চোর হয়ে উঠে। মতির সাথে সখ্যতা থাকায় বিএনপি নেতা হয়েও তার আধিপত্য ছিল চোরাই তেল ব্যবসায়।  মতির সাথে আদমজী ইপিজেডে মোহরায় অংশ নিয়ে তার আসল রূপ প্রকাশ হয়েছিল। বহুল আলোচিত ৭ হত্যার পর মতি পালিয়ে গেলে চোরাই তেল ব্যবসা ও মাদকসহ বিভিন্ন সেক্টর থেকে আদায় করা টাকা হোÐির মাধ্যমে মতির কাছে পাঠাত অকিল উদ্দিন। ৫ অগস্ট দেশের পটপরিবর্তনের পর মতির রাজত্বের অবসান হলেও নতুন রূপে শুরু হয়েছে সুবিধাবাদী বিএনপি নেতা অকিল উদ্দিনের রাজত্ব। দলীয় সূত্র জানায়, তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির আহŸায়ক থাকতে অকিল উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি করা হয়। পরে গিয়াস উদ্দিন জেলা বিএনপির সভাপতি হলে এসব কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হয়। তার পরও অকিল উদ্দিন নিজেকে ৬ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি দাবি করে ৫ অগস্টের পর থেকে এলাকায় অপকর্ম শুরু করে। নেশাখোর অকিল উদ্দিন কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে গত ৫-৬ মাসের মধ্যে। তার এসব অপকর্মে দলের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, অকিল উদ্দিনের মত একজন নেশাখোর বিএনপি নেতা পরিচয়ে এলাকায় যা করছে তা খুবই লজ্জাজনক। এমন একজন নেশাখোরের নেতৃত্বে বিএনপি করতে হবে তা কল্পনাও করিনি। সারক্ষণ নেশায় ডুবে থাকা অকিল উদ্দিন কখন কি বলে সে নিজেও জানেনা। নেশা করলে কয় এক কথা, নেশা কেটে গেলে কয় আরেক কথা। এ বিষয়ে জানতে অকিল উদ্দিন ভূঁইয়াকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইলে ফোন করলে রিং হলেও তিনি রিসিভ করেন নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা