
ডান্ডিবার্তা রিপোর্ট
সারা দেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আবারো সাহায্য বঞ্চিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত একজন জুলাই বীরের পাশে দাড়ালেন মানবিক সহয়তা নিয়ে। দিনের পর দিন বিভিন্ন মানুষের কাছে সাহায্যের আশায় ঘুরলেও কাউকেই পাশে পাননি বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ারের নারায়ণগঞ্জ জেলার সাবেক কোঅর্ডিনেটর মো: শাহাজাহান কবির। জেলার সিদ্দিরগঞ্জ থানার ভুইগড় এলাকায় গত প্রায় ত্রিশ বছর ধরে স্বপরিবারে বসবাস করছেন তিনি। অন্য সব অভিভাবকের মতো শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নারকীয় হামলার পরে আর ঘরে বসে থাকতে পারেননি মধ্যবয়সী এই এনজিও কর্মী। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার অল্প কিছুক্ষন আগে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচ থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসার সময় গুলিতে আহত হন শাহাজাহান। গুলি কনুই বেধ করে কব্জিতে এসে ঠেকে। আন্দোলনকারীরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে পঙ্গু হাসপাতালে বাম হাতের কবজিতে অপারেশন করে ¯িøপ্টার বের করেন চিকিৎসকগন। বিদেশি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় তার চাকুরীও চলে গিয়েছিল জুলাই আগস্ট আন্দোলনের আগেই। তারপর আন্দোলনে গুলিতে বা হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে চাকুরিও নিতে পারছে না বলে জানিয়েছেন তিনি। এদিকে জুলাই বীর শাহাজাহানের দুই পুত্র এবং এক কন্যা সবাই এখনো শিক্ষার্থী। টাকার অভাবে ছোট ছেলেকে ধনিয়া সরকারী কলেজে চান্স পেয়েও ভর্তি করতে পারেন নাই অসহায় এই পিতা। এই প্রতিবেদকের সাথে কথা হলে দু:খ করে বলেন, বিদেশি উন্নয়ন সংস্থা কেয়ারের নারায়ণগঞ্জ জেলার কোঅর্ডিনেটর হিসেবে খুবই ভালো চাকুরী করতাম। এখন আমি বেকার। পরিবেশ পরিস্থিতির কারনে রাস্তায় নেমে ভিক্ষাও করতে পারছি না। কিন্তু আমার অবস্থা এখন ভিক্ষুকের মতোই। আমি জেলা প্রশাসকের সাথে আজই প্রথম দেখা করে আমার দুর্দশার কথা জানানো মাত্রই উনি আমাকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন এবং ভবিষ্যতেও আমার পাশে থাকার জন্য আমাকে আশ্বস্ত করেছেন। ডিসি অনেক ভালো মানুষ। উনার জন্য দোয়া করি আল্লাহ উনাকে আরো বড় করুন, যোগ করেন শাহাজাহান। আর্থিক সহয়তার চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, জুলাই বীর শাহাজাহানদের মতো মানুষদের জন্য সরকার সাধ্যমতো সবকিছুই করবে। কারন বৈষম্য বিরোধী আন্দোলনের কারনেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমিও আজ এই অবস্থানে আসতে পেরেছি, তিনি আরো বলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯