আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সকাল ১০:০১
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

জুলাই বীর শাহাজাহানের পাশে মানবিক ডিসি

ডান্ডিবার্তা | ২৬ মার্চ, ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সারা দেশে মানবিক জেলা প্রশাসক হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা আবারো সাহায্য বঞ্চিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত একজন জুলাই বীরের পাশে দাড়ালেন মানবিক সহয়তা নিয়ে। দিনের পর দিন বিভিন্ন মানুষের কাছে সাহায্যের আশায় ঘুরলেও কাউকেই পাশে পাননি বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ারের নারায়ণগঞ্জ জেলার সাবেক কোঅর্ডিনেটর মো: শাহাজাহান কবির। জেলার সিদ্দিরগঞ্জ থানার ভুইগড় এলাকায় গত প্রায় ত্রিশ বছর ধরে স্বপরিবারে বসবাস করছেন তিনি। অন্য সব অভিভাবকের মতো শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নারকীয় হামলার পরে আর ঘরে বসে থাকতে পারেননি মধ্যবয়সী এই এনজিও কর্মী। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার অল্প কিছুক্ষন আগে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচ থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসার সময় গুলিতে আহত হন শাহাজাহান। গুলি কনুই বেধ করে কব্জিতে এসে ঠেকে। আন্দোলনকারীরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে পঙ্গু হাসপাতালে বাম হাতের কবজিতে অপারেশন করে ¯িøপ্টার বের করেন চিকিৎসকগন। বিদেশি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় তার চাকুরীও চলে গিয়েছিল জুলাই আগস্ট আন্দোলনের আগেই। তারপর আন্দোলনে গুলিতে বা হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে চাকুরিও নিতে পারছে না বলে জানিয়েছেন তিনি। এদিকে জুলাই বীর শাহাজাহানের দুই পুত্র এবং এক কন্যা সবাই এখনো শিক্ষার্থী। টাকার অভাবে ছোট ছেলেকে ধনিয়া সরকারী কলেজে চান্স পেয়েও ভর্তি করতে পারেন নাই অসহায় এই পিতা। এই প্রতিবেদকের সাথে কথা হলে দু:খ করে বলেন, বিদেশি উন্নয়ন সংস্থা কেয়ারের নারায়ণগঞ্জ জেলার কোঅর্ডিনেটর হিসেবে খুবই ভালো চাকুরী করতাম। এখন আমি বেকার। পরিবেশ পরিস্থিতির কারনে রাস্তায় নেমে ভিক্ষাও করতে পারছি না। কিন্তু আমার অবস্থা এখন ভিক্ষুকের মতোই। আমি জেলা প্রশাসকের সাথে আজই প্রথম দেখা করে আমার দুর্দশার কথা জানানো মাত্রই উনি আমাকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন এবং ভবিষ্যতেও আমার পাশে থাকার জন্য আমাকে আশ্বস্ত করেছেন। ডিসি অনেক ভালো মানুষ। উনার জন্য দোয়া করি আল্লাহ উনাকে আরো বড় করুন, যোগ করেন শাহাজাহান। আর্থিক সহয়তার চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, জুলাই বীর শাহাজাহানদের মতো মানুষদের জন্য সরকার সাধ্যমতো সবকিছুই করবে। কারন বৈষম্য বিরোধী আন্দোলনের কারনেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমিও আজ এই অবস্থানে আসতে পেরেছি, তিনি আরো বলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা