আজ বৃহস্পতিবার | ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১ | ৪ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:৪৪
শিরোনাম:
ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়    ♦     আড়াইহাজারে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার    ♦     সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড    ♦     নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦    

ছুটির দিনেও জামদানি পল্লিতে কারিগরদের বেড়েছে ব্যস্ততা

ডান্ডিবার্তা | ২৬ মার্চ, ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ছুটির দিনেও জামদানি পল্লিতে তাঁত চালাচ্ছেন কারিগররা। দম ফেলার ফুরসত মিলছে না তাদের। ঈদুল ফিতরকে সামনে রেখে তাঁতঘরগুলোতে কারিগরদের এমন ব্যস্ততা দেখা গেলেও জামদানি শাড়ির বিক্রেতারা বলছেন, আশানুরূপ বিক্রি নেই। গত কয়েক বছর ধরে ঈদের আগে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাদের। রাজধানী ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে শীতলক্ষ্যার তীর ঘেঁষে রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে অবস্থান বিসিক জামদানি শিল্পনগরীর। স্থানীয়দের কাছে এটি জামদানি পল্লি বলে অধিক পরিচিত। ঢাকাই মসলিনের হাত ধরে এ অঞ্চলে জামদানির আগমন। জামদানি শিল্পকে এগিয়ে নিতে বিংশ শতাব্দীর শুরুতে ২০ একর জমির উপর এ শিল্পনগরের কার্যক্রম শুরু হয়। যদিও উদ্যোগ ছিল নব্বইয়ের দশকের শুরু থেকেই। বিসিকের জামদানি শিল্পনগরীর কর্মকর্তারা জানান, পুরো শিল্পনগরীতে ৪০৭টা প্লট আছে। প্রতি প্লটে অন্তত চারটা করে তাঁত আছে। এখানে প্রায় এক হাজার ৬০০ তাঁতী নিয়মিত জামদানি শাড়ি তৈরি করেন।
গত শুক্রবার ছুটির দিনের সকালে জামদানি পল্লিতে ক্রেতা সমাগম ছিল একেবারেই নগন্য। প্রতি শুক্রবার ভোর থেকে এ পল্লিতে জামদানির হাট বসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা আসেন জামদানির শাড়ি কিনতে। খুচরা ক্রেতারাও ভিড় জমান। উৎসবের মৌসুম ছাড়াও এ হাট বেশ জমজমাট থাকে বলে জানালেন স্থানীয়রা। তবে, গত শুক্রবার হাটের চিত্র ছিল ভিন্ন। ক্রেতা সমাগম কম থাকায় সকাল আটটার আগেই হাট মিলিয়ে যায়। নয়টার দিকে হাটে মাত্র তিনজন বিক্রেতাকে জামদানি শাড়ি নিয়ে বসে থাকতে দেখা যায়। কথা হলে তারা বলেন, এবার ঈদের আগে বাজার একেবারেই মন্দা। হাট কমিটির সদস্য কামরুল হাসান বলেন, “ঈদের আগে হাটে ক্রেতা সমাগম এত কম আর কোনো বছর দেখি নাই।” জামদানি পল্লীর প্রবেশমুখেই আয়েশা জামদানি হাউস। দোকানের ভেতরে মেঝেতে বাহারি রঙের ও নকশার শাড়ি ছড়িয়ে একাই বসে আছেন মালিক জাহিদ হাসান জুয়েল। জামদানি শিল্পের সাথে তৃতীয় প্রজন্ম হিসেবে জড়িত আছেন তিনি। নিজের তাঁতে তৈরি শাড়ি ছাড়াও অন্য তাঁত থেকেও শাড়ি কিনে তুলেছেন দোকানে। তবে, আশানুরূপ বিক্রি নেই বলে মন ভার তার। “সামনে ঈদ, পহেলা বৈশাখ; কিন্তু বিক্রি একেবারেই কম। এবার রমজান মাসে ৩০ লাখ টাকা বিক্রির টার্গেট রেখেছিলাম। এখন পর্যন্ত ৩ লাখের মতো বিক্রি করতে পেরেছি। আজকে একটা ছুটির দিন কিন্তু কোনো কাস্টমার নাই”, বলছিলেন জাহিদ। প্রায় ৩০ মিনিটের মতো তার দোকানে অবস্থান করছিলেন এ প্রতিবেদক। এই সময়ের মধ্যে একজন ক্রেতাও আসেননি দোকানটিতে। অন্তত নয়জন জামদানি শাড়ি বিক্রেতার সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। সকলের মুখেই জাহিদের প্রতিধ্বনি শোনা গেল। একটি দোকানে শাড়ির দরদাম করতে দেখা গেলো দুই নারীকে। রেহানা পারভীন নামে তাদের একজন বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে তার ননদের বিয়ে। তাকে উপহার হিসেবে জামদানি শাড়ি দেবেন বলে পল্লিতে আসা। তবে, ঈদের বাজার মন্দা হওয়ার পেছনে এক ধরনের ব্যাখ্যা দিলেন নকশী জামদানি উইভিং ফ্যাক্টরির মালিক সহিম হাসান। তার নিজের ৩০টি তাঁতে ৬০ জন কারিগর কাজ করেন। তার কাছে অধিকাংশ শাড়িই ৮০ থেকে ১০০ কাউন্টের বোনা। যেগুলোর দাম শুরুই হয় ৫০ হাজার টাকা থেকে। নোয়াপাড়ার বাসিন্দা সহিমের দাদা নোয়াব আলীও ছিলেন জামদানির কারিগর। তার হাত ধরেই এ ব্যবসায় পদার্পন তাদের। সহিম বলেন, “জামদানি শাড়ির ক্রেতারা কিন্তু উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের লোকজন। তারা কিন্তু ঈদে জামদানি কেনেন, ব্যাপারটা এমন না। বরং ঈদের সময় জামদানি নিয়ে তাদের চাহিদা কম থাকে। সে কারণে ঈদের বাজারের সাথে জামদানি পল্লির বিক্রির তুলনা করলে চলবে না।” “তাছাড়া, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে জামদানির ক্রেতারা এমুখো কম হচ্ছেন”, বলেও মনে করেন এ জামদানি ব্যবসায়ী। তবে, তারও যে লক্ষ্য অনুযায়ী বিক্রি কম, কথাটি জানাতেও ভোলেননি। তিনি বলেন, “মিনিমাম ২৫ লাখ টাকার বিজনেস করার কথা ছিল। কিন্তু তার চার ভাগের এক ভাগও বিক্রি হয়নি।” যদিও, বিক্রেতাদের এই পরিস্থিতির সাথে মিল নেই তাঁতঘরে ব্যস্ত কারিগরদের। কথা বলারও ফুরসত নেই তাদের। এত ব্যস্ততার মাঝেও কথা হয় কয়েকজন জামদানি কারিগরের সাথে। লাল রঙের সুতোয় তৈরি শাড়ির উপর সোনালী নকশা ফুঁটিয়ে তুলছিলেন ২৫ বছর বয়সী যুবক মো. হাসান। চাঁদপুরের এ বাসিন্দা ১২ বছর বয়স থেকেই জামদানি শাড়ি বুনতে পারেন। তিনি যে শাড়িটি বুনছিলেন সেটি ৮০ কাউন্টের বলে জানালেন। এটি শেষ করতে তার আরও ৪ দিন সময় লাগবে। কাজ করতে করতে হাসান বলেন, “আজ শুক্রবার কিন্তু কাজের চাপ বেশি থাকায় অর্ধেক বেলা কাজ করছি। আমাদের আসলে ঈদ বা উৎসব বলতে কিছু নাই। মহাজনের কাছে বছর ভইরা অর্ডার আসতেই থাকে। তাছাড়া, একটা শাড়ি বুনতে অনেক সময় এক মাসেরও বেশি সময় লাগে। দোকানের বিক্রির সাথে আমাগো কাজের ব্যস্ততার কোনো সম্পর্ক নাই। আমাগো বছর ভইরাই কাজ থাকে।” পল্লির ২ নম্বর গলিতে একটি তাঁতে কাজ করছিলেন ৫০ বছর বয়সী মোবারক হোসেন। ২০ বছর ধরে জামদানি শাড়ি বুননের কাজে জড়িত এ কারিগর বলেন, “কাজের চাপ অনেক। বেচাকেনার কথা তো কইতে পারে মহাজন।” তাঁতী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, সুতার কাউন্ট অনুযায়ী জামদানির মান ও দাম নির্ধারিত হয়। কাউন্ট যত বেশি সুতা তত চিকন এবং সেই সুতার তৈরি শাড়ির দামও তত বেশি। শাড়ির উপর নকশাও দামের তারতম্য নির্ধারণ করে। এই পল্লিতে ৩০ থেকে ১০০ কাউন্টের জামদানি তৈরি হয়। জামদানি শাড়ি ছাড়াও পুরুষদের পাঞ্জাবি ও নারীদের থ্রি-পিছও বিক্রি হয় এখানে। জামদানির বিক্রেতারা বলছেন, পহেলা বৈশাখ ও ঈদ- বড় এই দুই উৎসব সামনে থাকলেও আশানুরূপ বিক্রি নেই। বরং অন্যান্য সময়গুলোতেও এর চেয়ে ভালো বিক্রি থাকে বলে দাবি তাদের। পল্লিতে থাকা নিজের দোকানের পাশাপাশি অনলাইনেও জামদানি বিক্রি করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। ‘অফলাইন ও অনলাইন’ উভয় স্থানেই বিক্রি কম বলে জানান তিনি। জামদানি বিক্রি কম থাকায় সুতার বিক্রিও কম বলে জানালেন রাজু শেখ নামে এক সুতা সরবরাহকারী। রাজধানীর গুলশানে জামদানি শাড়ি বিক্রির দোকান রয়েছে মো. সাকিবের। দোকানে বিক্রির জন্য পাইকারি দরে জামদানি কিনতে আসা এ ব্যবসায়ী বলেন, “ঈদে অন্যান্য পোশাকের চাহিদা বেশি থাকলেও জামদানির চাহিদা থাকে কম। কেননা, জামদানির দাম বেশি। মূলত এটি একটি শৌখিন পোশাক। আর তাছাড়া, দেশের পরিস্থিতির কারণেও হয়তো এবার চাহিদা আরও কম।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা