
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপির বর্ধিত কমিটিতে বিএনপির প্রবীন নেতারা স্থান না পাওয়ায় তারা অস্বস্থি বোধ করছেন বলে তাদের নিচকতম একাধিন নেতা জানিয়েছেন। যারা বিগত দিনে বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবার নতুন কমিটিতে স্থান পায়নি। এতে করে তাদের বিশাল কর্মী বাহিনী বিপাকে পড়েছেন। বিএনপির একাধিক নেতা জানান, জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতেও অস্তিত্ব থাকল না জেলার শীর্ষ পর্যায়ের বিএনপির বেশ কয়েকজন নেতার এবং তাদের বলয়ের কর্মীদের। নেতাকর্মীদের ধারণা বলয় গ্রæপিংয়ের রাজনীতির প্রভাব স্বেচ্ছাচারিতার মাধ্যমে বর্তমান জেলা বিএনপির সাইনিং পাওয়ারে থাকা নেতারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্র থেকে অনুমোদন করেছেন। যার ফলে জেলার উপজেলা থানা পর্যায়ের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত সোমবার দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচবি রুহুল কবির রিজভী এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যদের আহŸায়ক কমিটিকে ৩৩ সদস্যে উন্নীত করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রæয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহŸায়ক করে ৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাইনিং পাওয়ারে অর্ন্তভুক্ত করা হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদকে, ১নম্বর যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহŸায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিবকে। তবে ৫সদস্য বিশিষ্ট কমিটিতে জেলার সাবেক সাংসদ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকা নেতা থেকে শুরু কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়া নেতারাও জেলা বিএনপির পূর্ণ কমিটিতে ঠাঁই দেয়ার কথা থাকলেও ঠাঁই হয়নি। এছাড়া জেলা বিএনপির ৫সদস্য আহŸায়ক কমিটির মধ্যে আড়াইহাজার,সোনারগাঁ,ফতুল্লা থানা নেতারা প্রধান্য না থাকায় সমালোচনা হলেও পূর্ণ কমিটিতে তাদের ঠাঁই পাওয়ার প্রতিশ্রæতি থাকলেও ঠাঁই হয়েছে ঠিকই গ্রæপিং রাজনীতির প্রভাবে দু বলয়ের মধ্যে জেলা বিএনপির পছন্দ বলয়ের নেতার সমর্থকদের প্রধান্য দিয়েছে পূর্ণাঙ্গ কমিটিতে। এরমধ্যে জেলার থানা উপজেলার শীর্ষ নেতা ও কর্মীদের ঠাঁই না পাওয়া নেতাদের পর্যালোচনা করলে দেখা যায়Ñ রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের বলয় এবং তাকে জেলা বিএনপিতে সম্মানজনক কোন স্থান দেয়া হয়নি। তাছাড়া তার সমর্থকদের ঠাঁই কমিটিতে নেই বললেই চলে। আড়াইহাজারে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে তার সমর্থকরা ঠাঁই পেয়ে গেলেও ঠাঁই হয়নি আড়াইহাজারে বিএনপির রাজনীতিতে চাচা-ভাতিজা বলয় সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর ও বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক সুমনের সমর্থকদের। অপরদিকে সোনারগাঁয়ে সাবেক সাংসদ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম এবং তার বলয় এবং সমর্থকদের ঠাঁই হয়নি। কিন্তু সেখানে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মান্নানসহ তার বলয়ের নেতাকর্মীদের জেলা বিএনপিতে ঠাঁই দেয়া হয়েছে। জেলার কমিটিতে শুধুমাত্র তার বলয়ের নেতাদেরই জেলার নেতারা প্রধান্য দিয়েছে। এছাড়া ফতুল্লায় বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী বলয়ের ঠাঁই দেয়া হলেও সেখানে ঠাঁই মিলেনি বিএনপি থেকে পদত্যাগ করা ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম এবং তার বলয়ের নেতাকর্মীদের। যার ফলে জেলার সাবেক নেতা থেকে শুরু করে থানা উপজেলা এবং শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির বর্তমান কমিটি নিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া আলোচনা সমালোচনা সৃষ্ট হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯