আজ সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১ | ১ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:০৫
শিরোনাম:
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦     ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের    ♦    

অস্বস্থিতে বিএনপির প্রবীনরা

ডান্ডিবার্তা | ২৮ মার্চ, ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপির বর্ধিত কমিটিতে বিএনপির প্রবীন নেতারা স্থান না পাওয়ায় তারা অস্বস্থি বোধ করছেন বলে তাদের নিচকতম একাধিন নেতা জানিয়েছেন। যারা বিগত দিনে বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবার নতুন কমিটিতে স্থান পায়নি। এতে করে তাদের বিশাল কর্মী বাহিনী বিপাকে পড়েছেন। বিএনপির একাধিক নেতা জানান, জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতেও অস্তিত্ব থাকল না জেলার শীর্ষ পর্যায়ের বিএনপির বেশ কয়েকজন নেতার এবং তাদের বলয়ের কর্মীদের। নেতাকর্মীদের ধারণা বলয় গ্রæপিংয়ের রাজনীতির প্রভাব স্বেচ্ছাচারিতার মাধ্যমে বর্তমান জেলা বিএনপির সাইনিং পাওয়ারে থাকা নেতারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্র থেকে অনুমোদন করেছেন। যার ফলে জেলার উপজেলা থানা পর্যায়ের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত সোমবার দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচবি রুহুল কবির রিজভী এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যদের আহŸায়ক কমিটিকে ৩৩ সদস্যে উন্নীত করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রæয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহŸায়ক করে ৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাইনিং পাওয়ারে অর্ন্তভুক্ত করা হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদকে, ১নম্বর যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহŸায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিবকে। তবে ৫সদস্য বিশিষ্ট কমিটিতে জেলার সাবেক সাংসদ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকা নেতা থেকে শুরু কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়া নেতারাও জেলা বিএনপির পূর্ণ কমিটিতে ঠাঁই দেয়ার কথা থাকলেও ঠাঁই হয়নি। এছাড়া জেলা বিএনপির ৫সদস্য আহŸায়ক কমিটির মধ্যে আড়াইহাজার,সোনারগাঁ,ফতুল্লা থানা নেতারা প্রধান্য না থাকায় সমালোচনা হলেও পূর্ণ কমিটিতে তাদের ঠাঁই পাওয়ার প্রতিশ্রæতি থাকলেও ঠাঁই হয়েছে ঠিকই গ্রæপিং রাজনীতির প্রভাবে দু বলয়ের মধ্যে জেলা বিএনপির পছন্দ বলয়ের নেতার সমর্থকদের প্রধান্য দিয়েছে পূর্ণাঙ্গ কমিটিতে। এরমধ্যে জেলার থানা উপজেলার শীর্ষ নেতা ও কর্মীদের ঠাঁই না পাওয়া নেতাদের পর্যালোচনা করলে দেখা যায়Ñ রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের বলয় এবং তাকে জেলা বিএনপিতে সম্মানজনক কোন স্থান দেয়া হয়নি। তাছাড়া তার সমর্থকদের ঠাঁই কমিটিতে নেই বললেই চলে। আড়াইহাজারে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে তার সমর্থকরা ঠাঁই পেয়ে গেলেও ঠাঁই হয়নি আড়াইহাজারে বিএনপির রাজনীতিতে চাচা-ভাতিজা বলয় সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর ও বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক সুমনের সমর্থকদের। অপরদিকে সোনারগাঁয়ে সাবেক সাংসদ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম এবং তার বলয় এবং সমর্থকদের ঠাঁই হয়নি। কিন্তু সেখানে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মান্নানসহ তার বলয়ের নেতাকর্মীদের জেলা বিএনপিতে ঠাঁই দেয়া হয়েছে। জেলার কমিটিতে শুধুমাত্র তার বলয়ের নেতাদেরই জেলার নেতারা প্রধান্য দিয়েছে। এছাড়া ফতুল্লায় বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী বলয়ের ঠাঁই দেয়া হলেও সেখানে ঠাঁই মিলেনি বিএনপি থেকে পদত্যাগ করা ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম এবং তার বলয়ের নেতাকর্মীদের। যার ফলে জেলার সাবেক নেতা থেকে শুরু করে থানা উপজেলা এবং শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির বর্তমান কমিটি নিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া আলোচনা সমালোচনা সৃষ্ট হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা