
ডান্ডিবার্তা রিপোর্ট
চোখে বহুদিন পর আপনজনকে দেখার আকাঙ্খা, সাথে কাপড় ও খাবারের ব্যাগ। এমন ভাবেই টার্মিনালে বসে অপেক্ষা করছেন বিভিন্ন বয়সের যাত্রীরা। নতুন জামা, নতুন জুতো পড়ে ঈদের খুশি ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন লাখো মানুষ। প্রতিদিই নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক বাস, লঞ্চ ও ট্রেন। স্বজনদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করতে টার্মিনালগুলোতে দেখা যায় নাড়ির টানে বাড়ি ফেরা ঘরমুখো মানুষের ভিড়। গত কয়েক দিনের তুলোনায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে ভিড় আরও বেড়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে ঈদে অধিক ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার নগরীর ১নং রেল গেট, ২নং রেলগেট, খানপুন, মেট্রোহল, চাষাঢ়া, চাঁনমারী, বন্দরঘাটসহ বিভিন্ন বাস-লঞ্চ টার্মিনাল এবং ট্রেন স্টেশনগুলোতে দেখা যায় এমন চিত্র। নগরীর প্রধান সড়কগুলোতে যানজট দেখা গেলেও সময় মতো বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানয়েছে কতৃপক্ষ। বিলম্ব হতে দেখা যায়নি কালিরবাজার ও চাষাঢ়ার ট্রেন স্টেশনেও। নৌপথে ও ট্রেনে শুরুর দিকে কম থাকলেও এখন যাত্রীর বিচরণ বেড়েছে। এসময় কথা হয় তল্লার বাসিন্দা মারুফা রুবার সাথে। ২ ছেলে ও স্বামী নিয়ে যাবেন পাবনা ঈদ করতে। তিনি বলেন, ‘বাড়িতে মা বাবা আছেন তাদের সাথে ঈদ করতে যাবো। ব্চ্চাারা বছরের শুধু ঈদের সময়ই দাদা বাড়ি যেতে পারে। ওদের খুশির দিকে তাকিয়ে হলেও চেষ্টা করি সবার সাথে একসাথে ঈদ উদযাপন করার। এতোদিন স্বামী ছুটি পায় নাই, তাই এখন যাচ্ছি। এখানে এসে শুনি ২৭-২৮ তারিখের সিট বুকিং হয়ে গেসে। আমরা আগে থেকে বুকিং করি নাই বলে ৭০০ টাকার ভাড়া ১১০০ টাকা দিয়ে সিট নিয়েছি। যতো ঈদ আসবে ভিড় ততো বাড়বে তাই এবার একটু আগে ভাগেই যাচ্ছি।’ বাড়িতে মা, ২ মেয়ের সাথে ঈদ করতে চাদপুর যাচ্ছেন পোশাক শ্রমিক জামাল হোসেন। তিনি বলেন, ‘এখানে মেসে থেকে একটা ডাইংকে চাকরি করি। ঈদে ২ মেয়ের জন্য জামা কিনেছি, মায়ের আর বউয়ের জন্য শাড়ি কিনেছি। প্রতিবারের মতো এবারও তাদের সাথে ঈদ করতে বাড়ি যাওয়া, নাহলে সংসারের খরচের জন্য এখানেই থাকতে হয়। গত বুধবার ডিউটি করে ছুটি দিয়েছে তাই আজ রওনা হলাম। এখানে যাত্রি চাপ তেমন দেখছি না মনে হচ্ছে একটু আরামে যেতে পারবো। তবে রাতে যাত্রি চাপ বাড়তে পারে। বাসের থেকে লঞ্চে তুলোনামূলক ভাড়া একটু কম আর শুয়ে বসে আরামে যাওয়া যায়। কিন্তু এবার লঞ্চে ডেকের ভাড়াই ৬০০ টাকা। এটা আমাদের মত মানুষের জন্য অনেক বেশী। একটু কম হলে ভাল হতো। লঞ্চ আসার পর সময় মতো লঞ্চ ছাড়ে না। যাত্রি সম্পূর্ন ভরলে তারপর ছাড়ে। যে গরম পরেছে, লঞ্চের ভেতরে পুরুষ মহিলারা গরমে অতিষ্ঠ।’ সরকার ট্রাভেলস পরিবহনের খানপুর কাউন্টারের ম্যানেজার বলেন, আমাদের অগ্রিম ২৭, ২৮ ও ২৯ তারিখের সিট প্রায় সব বুকিং হয়ে গেছে। আমার সকালে থেকে ৭ ট্রিপে গাড়ি পাবনা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ভোরে আর সন্ধায় ইফতারের পর ভিড় থাকে বেশি। মানুষ এখন বেতন, ছুটি পাওয়া শুরু হয়েছে। কাল-পরশু ভিড় আরও বাড়বে বলে আশা করছি। ঈদের জন্য ভাড়া বাড়ানো হয়নি, গতবারের মতো এবারও একই আছে। বন্দর লঞ্চ ঘাটের সংশ্লিষ্টরা বলেন, বৃহস্পতিবার থেকে অফিস ছুটির পর যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীদের ঈদযাত্রার নিরাপত্তায় কাজ করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) সঙ্গে নৌপুলিশ, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯