আজ সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১ | ১ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:০৬
শিরোনাম:
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦     ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের    ♦    

শাসক নয়, সেবক হতে চাই: সাখাওয়াত

ডান্ডিবার্তা | ২৯ মার্চ, ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আজ যারা এখানে উপহার নিতে এসেছে, এটি আপনাদের অধিকার, কোনো দয়া নয়। আজ যাদের সম্পদ আছে, তারা সাধারণ মানুষকে দেবে। এটাই আল্লাহর আইন। আমাদের নেতা তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেই জনগণকে মূল্যায়ন করতে চাই। জনগণ যাতে আগামী দিনে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা এ দেশের শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। আমরা জনগণের পাশে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং জনগণকে শান্তি দিতে চাই।”

শনিবার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আয়োজনে উকিলপাড়ায় অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিগত ষোল বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে জিম্মি করে হত্যা, গুম ও খুনের মাধ্যমে জনগণের মুখের হাসি কেড়ে নিয়েছিল। আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি। তবে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জিয়ার সৈনিকদের কাজ। আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য দোয়া চাই। নেত্রী যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন এবং আমরা আগামী ঈদ তারেক রহমানকে সাথে নিয়ে করতে পারি।”

এ অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা