আজ সোমবার | ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১ | ৮ শাওয়াল ১৪৪৬ | বিকাল ৪:৫১

যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহনে অভিযান

ডান্ডিবার্তা | ০৬ এপ্রিল, ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঈদ উল ফিতর, উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ, নারায়ণগঞ্জের উদ্যোগে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্থির ও নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য চালানো হয়েছিল পরিবহন গুলিতে বিরতিহীন দিনরাত ব্যাপী অভিযান, তারই অংশ হিসেবে ঈদ পরবর্তীতে রাজধানী মুখী নারীর টানে বাড়ি ফেরা এ অঞ্চলের মানুষদের যাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তিহীন ভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য সে অভিযান রয়েছে অব্যাহত। গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে বিআরটিএ, ও পুলিশ প্রশাসন এর যৌথ উদ্যোগে “সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী” মোবাইল কোর্ট পরিচালনা করে সাইনবোর্ড এলাকায় ২টি মামলায় সাত শত টাকা জরিমানা আদায় করা হয়। সাইনবোর্ড, শিবু মার্কেট, চাষাড়া, খানপুর এলাকায় গত ৩ এপ্রিল ৭টি মামলায় তিন হাজার পাঁচশত টাকা, ৪ এপ্রিল ২২টি মামলায় বার হাজার টাকা এবং ৫ এপ্রিল ২টি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ কয়দিনে ৩৩টি মামলায় মোট আঠারো হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়, এবং তাদেরকে ভবিষ্যতের জন্য কঠিন ভাবে সতর্ক করে দেওয়া হয় বলে, মোবাইল কোর্ট পরিচালনাকারী টিমর সদস্যরা জানায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা