আজ সোমবার | ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১ | ৮ শাওয়াল ১৪৪৬ | দুপুর ২:১৮

টানা ৯ দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য নারায়ণগঞ্জে

ডান্ডিবার্তা | ০৭ এপ্রিল, ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে গতকাল রোববার খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস ও গার্মেন্টস কলকারখানায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন মানুষজন। নারায়ণগঞ্জ বিসিক ও আদমজী ইপিজেডসহ সকল কল কারখানায় কর্মদিবসে যুক্ত হয়েছেন শ্রমিকরা। মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের মেকানিক্যাল শাখার শ্রমিক আশিকুর রহমান বলেন, “আমাদের গার্মেন্টস গতকাল খুলেছে। কানখানার সকল সহকর্মী ভাই-বোনদের সাথে দেখা হলো, এটাই অনেক আনন্দ আমাদের জন্য।” আশরাফুল ইসলাম বলেন, “কাজে এসে ভালো লাগছে, সহকর্মীদের সাথে দেখা হলো, ঈদের আনন্দ নিয়ে কথা বার্তা হলো। আজকেও ঈদের মতো আনন্দের আমেজ আমাদের মধ্যে।” একটি ঔষধ কোম্পানির বিক্রয় কর্মী দিপু বলেন, “আমি ঔষধ কোম্পানিতে কাজ করি, ৫ দিন ছুটি ছিলো, গ্রামের বাড়ি থেকে কাল এসেছি। আজ কাজে এসে সবার সাথে দেখা হলো, মনে একটা আনন্দ হচ্ছে।” শ্রমিকরা বলেন, “আমাদের কাছে দুই ঈদের ছুটির দিন ও কর্মস্থলে ফিরার দিন, ঈদের মতোই আনন্দ উল্লাস বিরাজ করে সকলের মাঝে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা