
বন্দর প্রতিনিধি
হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দুই দিন ব্যাপী অষ্টমী স্নানোৎসব। হে মহা ভাগ ব্রহ্মপুত্র, ”হে লৌহিত্য আমার পাপ হরণ কর ; এ মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় দেশ- বিদেশের প্রায় ১০ লাখেরও বেশি পূণ্যার্থী এবার আদি ব্রহ্মপুত্র নদে ¯øানোৎসবে অংশ নেন। ¯øানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা , হরিতকি, ডাব, আম পাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে নদের জলে তর্পণ করেন পূণ্যার্থীরা। শুক্রবার ¯øানের লগ্ন শুরু হয় রাত ২টা ৭ মিনিটে। লগ্ন শুরুর পর ¯øানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদের তীরে। এ সময় প্রচুর সংখ্যক ¯øানার্থীর আগমনে সরগরম হয়ে উঠে তীর্থস্থান লাঙ্গলবন্দ। গত শনিবার ভোর থেকে পূণ্যার্থীদের চাপ বাড়তে থাকায় তিন কিলোমিটার জুড়েই ছিল প্রচন্ড ভীড়। ২০টি ¯øানঘাটে দল বেধে, সপরিবারে কেউবা এককভাবে ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী ¯øানে অংশগ্রহণ করেন সনাতন ধর্মের অনুসারীরা। প্রতিটি স্নানঘাটেই ছিল উপচে পড়া ভীড়। বিশেষ করে রাজঘাট ও গান্ধীঘাটে ¯øানার্থীদের সমাগম ছিল চোখের পড়ার মত। ২০১৫ সালে রাজঘাটের কাছে ব্রিজ ভেঙ্গে পড়ার গুজবে হুড়োহুড়িতে ১০ জনের প্রাণহানী ঘটে। ঘটনাটি ¯øানার্থীদের স্মরণ থাকলেও সড়ক স¤প্রসারণ, ব্রিজ নির্মাণ ¯øানঘাটের উন্নয়ন করায় এ নিয়ে ভক্তদের মাঝে কোনো ভয় বা আতংক ছিলনা। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এবার সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে ¯øানোৎসব। পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, নেপাল থেকেও প্রচুর দর্শনার্থী ¯øানে অংশ নিয়েছেন। লাঙ্গলবন্দ ¯øান উদযাপন কমিটির উপদেষ্টা শিখন সরকার শিপন বলেন, চৈত্র মাসের শুক্লা তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপ মোচন হয় ও ব্রহ্মার কৃপা লাভ করা যায়। এ দিকে গত শনিবার সকাল সাড়ে ১১টায় মহাষ্টমী ¯øানোৎসবে পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মত এতো সা¤প্রদায়িক স¤প্রীতি কোথাও নেই। এখানে সা¤প্রদায়িক স¤প্রীতি সব সময় আছে। এখানে যত সা¤প্রদায়িক স¤প্রীতি আছে, তা কোথাও নেই। আপনারা আশপাশে দেখেন কোথায় কত কী ঘটে। আমাদের এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্ট্রান সব ভাই-বোনেরা এক সঙ্গে আছে। সবাই এক সঙ্গে কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় এবার প্রচুর পুণ্যার্থী এসেছে। তিনি বলেন, এখানে ¯øান করার পর পবিত্র হয়ে যায়, আপনারা ¯øান করার পর এটা বজায় রাখবেন। আপনারা যেন সব সময় পবিত্র থাকতে পারেন। সবাে ধৈর্য্য ধরে পুর্ণ্য ¯øান করার আহবান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ¯øান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস-সবাই মিলে এক সঙ্গে কাজ করছে। আমাদের এখানে হিন্দু-মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান কোন ভেদাভেদ নেই। আমরা এখানে সবাই বাংলাদেশী। বাংলাদেশী হিসেবেই আমরা সবাই এখানে এসেছি। এখানে পুর্ণ্য ¯øান করে আমরা সবাই যাতে পুর্ণ্য থাকতে পারি সেটাই প্রত্যাশা করছি। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের পুলিশর ডিআইজি আওলাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান। গত শুক্রবার রাত ২ টা ৭ মিনিটে শুরু হওয়া এই পূণ্যস্নান শেষ হয় গত শনিবার রাত ১২ টা ৫১ মিনিটে। অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ¯œানার্থীদের মাঝে খাবার সরবরাহ ও নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। স্বাস্থ্য সেবায় ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক মেডিকেল টিম।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯